প্রেক্ষাগৃহে ফিরছে দর্শক, তবে মিলছে না টিকিট
০৪ জুলাই ২০২৩, ০৪:৫০ পিএম | আপডেট: ০৪ জুলাই ২০২৩, ০৪:৫০ পিএম
ঈদে দর্শকদের সবচেয়ে বড় বিনোদনের মাধ্যম সিনেমা। গেল রোজার ঈদে থেকে সিনেমা মুক্তি দিতে ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন নির্মাতা-প্রযোজকরা। রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ৮টি সিনেমা। তবে এবার ঈদে এর সংখ্যা কমে দাঁড়িয়েছে পাঁচ-এ। হল সংকটের সময়ে এই সংখ্যাও কম নয়- এমনটিই দাবি চলচ্চিত্র সংশ্লিষ্টদের। এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হচ্ছে- নির্মাতা হিমেল আশরাফের ‘প্রিয়তমা’, রায়হান রাফির ‘সুড়ঙ্গ’, চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’, বন্ধন বিশ্বাসের ‘লাল শাড়ি’ ও সৈকত নাসিরের ‘ক্যাসিনো’।
বিভিন্ন প্রেক্ষাগৃহ ঘুরে দেখা গেছে, প্রিয়তমা ‘প্রিয়তমা’ সিনেমাটি দেখার জন্য দর্শকের আগ্রহ বেশি। এ সিনেমাতে শাকিব খান নিজেকে আমূল পাল্টে নিয়েছেন। অনেকের ধারণা ছিলো দর্শক শাকিব খানকে যেভাবে দেখে অভ্যস্ত সেভাবে এ সিনেমাতে পাবেন না। কিন্তু সব ধারণাকে পাল্টে দিয়ে শাকিব খান অনন্য হয়ে উঠেছেন। ‘সুড়ঙ্গ’ সিনেমাটিতে অভিনয় করেছেন টিভির খ্যাতিমান অভিনেতা আফরান নিশো। এজন্য ধারণা করা হয়েছিল এই সিনেমাটি ব্যাপক দর্শক টানতে পারবে। বাস্তবে পরিস্থিতি একেবারেই বিপরীত। তবে আফরান ভক্তদের অনেকেই সিনেমাটি দেখতে আসছেন। সিনেপ্লেক্সে সিনেমাটি মন্দ যাচ্ছে না।
ঈদে মুক্তি পাওয়া অন্য ৩ সিনেমা ‘লাল শাড়ি’, ‘প্রহেলিকা’, ‘ক্যাসিনো’ও মোটামুটিভাবে এগিয়ে যাচ্ছে। তবে দর্শক আগ্রহ থাকা সত্ত্বেও সিনেপ্লেক্সের শো না বাড়ানোয় এরই মধ্যে কথা উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ‘ক্যাসিনো’ সিনেমার নির্মাতা সৈকত নাসির সরাসরিই সিনেপ্লেক্স কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন।
তার কথায়, ‘ক্যাসিনো সিনেমার বিকেল ৪টা ৪৫ মিনিটের শো হাউসফুল থাকা সত্ত্বেও তারা মিরপুর সনি এবং বসুন্ধরা শাখায় ৪টা ৪৫ মিনিটের শো ব্লক করে দিয়েছে। সিনেপ্লেক্স বিকেলে ক্যাসিনোর কোনো শো রাখেনি। সকাল ১০টা ৪৫ মিনিটে কে সিনেমা দেখে? এ রকম ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আগাম বার্তা ছাড়া শিডিউল পরিবর্তন করা এক ধরনের প্রতারণা।’
এদিকে এবারের ঈদের সিনেমাসহ গত কয়েকটি ঈদের সিনেমায় দর্শক সাড়া দেখে চলচ্চিত্রবোদ্ধারা মনে করছেন এভাবে চলতে থাকলে চলচ্চিত্রের সুদিন আবার ফিরবে। এ প্রসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ও বরেণ্য নির্মাতা কাজী হায়াৎ সংবাদমাধ্যমকে বলেন, ‘বাংলা সিনেমা আবার ঘুরে দাঁড়াচ্ছে। সবসময় বলতাম যে আবারও ঘুরে দাঁড়াবে আমাদের ইন্ডাস্ট্রি। সেটা হচ্ছে। আবারও ভালো ভালো সিনেমা নির্মাণ হচ্ছে। তাই বৃষ্টি উপেক্ষা করেও সিনেমা দেখতে প্রেক্ষগৃহে আসছেন দর্শক। ভালো গল্পের চলচ্চিত্র তৈরি করলে বৈরী আবহাওয়ায় সিনেমা দেখতে দর্শকরা ভিড় করবে- এটা তার প্রমাণ।’
দেশের ১৭১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঈদের এই ৫ সিনেমা। ১০৭টি প্রেক্ষাগৃহে ‘প্রিয়তমা’র প্রতিদিন ৪৫০টির বেশি প্রদর্শনী চলছে। ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমাটি। জনপ্রিয় অভিনেত্রী বিশ্বাসের ‘লাল শাড়ি’ সিনেমাটি ১২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। অন্যদিকে শবনম বুবলী অভিনীত ‘প্রহেলিকা’ খুব বেশি প্রেক্ষাগৃহ পায়নি। মাত্র আটটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চয়নিকা চৌধুরীর সিনেমাটি। ‘প্রহেলিকা’ ছাড়াও ঈদের আরেক সিনেমা ‘ক্যাসিনো’তেও আছেন শবনম বুবলী। ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পুরোপুরি অ্যাকশনধর্মী সিনেমাটি।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহারে বিশ্বকে প্রতিক্রিয়া জানাতে হবে : জেলেনস্কি
সার্বিয়ার রেলওয়ে স্টেশন দুর্ঘটনা,দুর্নীতির অভিযোগে প্রতিবাদ
রিকশা লীগ হয়ে ফিরে আসতে চায় স্বৈরাচার হাসিনা
"অভিষেক-ঐশ্বরিয়ার বিবাহ বিচ্ছেদের বিষয়ে মিডিয়ার গুজব নিয়ে অমিতাভ বচ্চন প্রতিক্রিয়া"
জীবিত স্বামীকে মৃত দেখিয়ে মামলার পেছনের কারিগর শফিক-রুহুল গ্রেফতার
আন্দোলনের মোড় ঘুরিয়েছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : শফিকুল আলম
শেরপুরে অগ্নিকাণ্ডের কোটি টাকার ক্ষতি : অল্পের জন্যে প্রাণে বাচঁলো ৪০ ছাত্র শিক্ষক
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন ও বিশ্বব্যাপী বাস্তুচ্যুতি, এক ভয়াবহ বাস্তবতা
রাশিয়া উ.কোরিয়াকে এক মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করেছে
শরীয়তপুরের জাজিরায় ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার
ইমরান খানের সরকার পতনে সউদীর হাত ছিল : দাবি স্ত্রী বুশরার
'ভারতের গোয়ায় জয়া আহসানের বিশেষ প্রদর্শনী'
ওমানে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, ২২ জন আহত
লেবানন থেকে ফিরলেন আরো ৮২ বাংলাদেশি
"পিটিআই" প্রধান ইমরান খানকে নতুন মামলায় ৫ দিনের রিমান্ড
রবিবার নতুন নির্বাচন কমিশনের শপথ
প্রশংসায় ভাসছে পাকিস্তান
কেশবপুরে গাছ থেকে পড়ে একজনের মৃত্যু
২৪ নভেম্বরের ‘পিটিআই’র বিক্ষোভ নিয়ে বুশরা বিবির বার্তা ও সরকারের প্রতিক্রিয়া
লাঞ্চের আগেই ৪ উইকেট নেই ভারতের