কোথায় আছেন, কেমন আছেন পপি?
২৭ আগস্ট ২০২৩, ০২:৪৭ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৩, ০২:৪৭ পিএম
প্রথম সিনেমা ‘কুলি’ দিয়ে ঢালিউড জয় করেছিলেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। একের পর এক সিনেমায় কাজ করে প্রথম সারির নায়িকা বনে যান তিনি। অর্জনও কম নয়। তিনবার নিজের ঝুলিতে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পপি ২০২০ সালের ২৩ অক্টোবর ‘ধোঁয়া’ নামের একটি সিনেমাতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। কিন্তু সিনেমাটির শুটিং শুরু হওয়ার আগে হঠাৎ আড়ালে চলে যান পপি। এর পর থেকে কোথাও তাকে পাওয়া যায়নি।
জানা গেছে, ‘ধোঁয়া’ সিনেমার প্রযোজকের কাছ থেকে সাইনিং মানি হিসেবে নেন এক লাখ টাকা। পরের বছরের মার্চে সিনেমাটির শুটিং শুরুর কথা ছিল। তবে কাজ শুরুর আগে চুক্তির খবরটি মিডিয়াতে প্রকাশ না করার অনুরোধ করেন পপি। খবর গোপনই রাখেন সিনেমাটির পরিচালক ও প্রযোজক। মাঝেমধ্যে কাজ নিয়ে পপির সঙ্গে আলাপ–আলোচনা চলতে থাকে। শুটিং শুরু হওয়ার আগের মাস পর্যন্ত এ রকমই ছিল। এরপর হঠাৎ আড়ালে চলে যান পপি।
তবে সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে থেকে জানা গেল, এ নায়িকার ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, পপি ভালো আছেন। সংসার নিয়ে সুখেই আছেন। পপির এক ঘনিষ্ঠজন সংবাদমাধ্যমকে বলেন, ‘পপি আসলে এখন মিডিয়ার সামনে আসতে চাইছে না। সে তার মতো করে ভালো আছে।’
এদিকে পপি প্রসঙ্গে অন্য একজন বলেন, ‘সংসার নিয়ে শান্তিতে আছেন পপি। তাকে খোঁজার চেষ্টা করে কোনো লাভ নেই। তার কাছে ইন্ডাস্ট্রির সবার মুঠোফোন নম্বর আছে। সময় হলে তিনি নিজেই প্রকাশ্যে আসবেন।’
এ প্রসঙ্গে পপির আরও এক ঘনিষ্ঠজন বলেন, ‘আমার সঙ্গে তার হঠাৎ কথা হয়। কিন্তু কী করছে, কোথায় আছে—এসবের কিছুই জানতে চাই না। আমি মনে করি, প্রত্যেক মানুষের প্রাইভেসির প্রতি আমাদের সবার শ্রদ্ধা থাকা উচিত।’
তিনি আরও বলেন, ‘কথা হলে শুধু এটুকু জিজ্ঞেস করি, কেমন আছে। সে–ও জানায়, বেশ ভালো আছে। আসলে তার ভালো থাকাটাই আমাদের কাছে সবচেয়ে জরুরি। যেখানে থাকুক ভালো থাকুক। তার জন্য সব সময় শুভকামনা।’
দীর্ঘদিন হলো আড়ালে থাকলেও সবশেষ হঠাৎ পপিকে দেখা যায় গত বছর চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সময় এক ভিডিও বার্তায়। সেখানে তিনি তাকে নিয়ে সৃষ্ট রহস্যের সুরাহা করেননি। বলেননি, কোথায় আছেন? কেমন আছেন? সেই ভিডিওতে তিনি ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের জন্য ভোট চান। তাদের বিজয়ী করতে চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটারদের কাছে ভোট দেয়ার অনুরোধও করেন।
পপির আড়াল থাকার কারণে আটকে আছে কয়েকটি সিনেমা। এর মধ্যে রয়েছে- রাজু আলীম ও মাসুমা তানি পরিচালিত ‘ভালোবাসার প্রজাপতি’ ও আরিফুর জামান আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমা দুটি। মুক্তির অপেক্ষায় আছে সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
নতুন বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সুষ্ট নির্বাচনের ব্যাবস্থা করতে হবে; শামা ওবায়েদ
বদলগাছী পাহাড় পুর ইউনিয়ন কৃষি শ্রমিক সমাবেশ
কুষ্টিয়ায় বিএনপির ৪ আহ্বায়ক কমিটি গঠন
জবিতে রাজনৈতিক অস্থিরতায় প্রশাসনের নিরব ভূমিকায় প্রতিবাদ
নীলফামারীতে দারোয়ানী সুতাকল পুনরায় চালুর দাবি
দৈনিক ইনকিলাবে একধিকবার সংবাদ প্রকাশের পর দীর্ঘ ৮ মাস কাজ বন্ধ থাকার পর ফের কাজ শুরু
রাজধানীর প্রথম পাতাল মেট্রোরেলের কাজ পুরোদমে চলমান
রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি তপন মল্লিক গ্রেপ্তার
প্রকাশ্যে আগুন জ্বালানোয় নিষেধাজ্ঞা অস্ট্রেলিয়ায়
আটঘরিয়ায় ৩৩৪৮ হেক্টর জমিতে বিনা চাষে সরিষা আবাদ,বাম্পার ফলন হওয়ায় আশা কৃষকের
দেবিদ্বারে বালুবোঝাই ট্রাক্টর উল্টে চালক নিহত
হঠাৎ কেন পদত্যাগ করতে চলেছেন ট্রুডো?
বোমা বিস্ফোরণে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য নিহত
সন্ত্রাস, চাঁদাবাজি নয় গাজীপুরে বিএনপির বিক্ষোভ
নিকলীতে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন
পলকের উদ্দেশে বিচারক : কেন ডিজিটাল কোর্ট করে দেননি
নীলফামারী জেলা কারাগারে হাজতির মৃত্যু
কেরানীগঞ্জের শাক্তা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
দোয়ারাবাজারে বিএনপি'র আয়োজনে কর্মীসভা
জনপ্রিয় শো "ফ্যামিলি ফিউড বাংলাদেশ" এর বেভারেজ পার্টনার হিসেবে সানকুইকের আত্মপ্রকাশ