আমার নাকি তিন-চারটি জামাই: পরীমনি
০৫ অক্টোবর ২০২৩, ০২:০৬ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩, ০২:০৬ পিএম
সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি। স্বামী শরিফুল রাজকে বিচ্ছেদের নোটিশ পাঠিয়ে আলোচনায় রয়েছেন তিনি। একইসঙ্গে আলোচনা চলছে পরীমনি অভিনীতি সর্বশেষ ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি” নিয়ে। সিরিজটির প্রচার বন্ধে নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। এসব নিয়ে আলোচনা মধ্যেই সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ বিডি’র ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে পরীমনির সাক্ষাৎকার।
একাধিক খণ্ডে প্রকাশিত সাক্ষাৎকারে ‘পাফ ড্যাডি’ ছাড়াও নিজের ব্যক্তিগত জীবনের নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। ‘পরীমনি আনপ্লাগড” শিরোনামের সেই সাক্ষাৎকারের সর্বশেষ খণ্ডে উপস্থাপিকার তাকে প্রশ্ন করেন, ‘নিজের সম্পর্কে শোনা সবচেয়ে হাস্যকর গুজব কোনটি?’
এমন প্রশ্নের জবাবে পরীমনি বলেন, ‘পরীমণির নাকি তিন-চারটি জামাই আছে। আগেরও দুইটা বাচ্চা আছেসহ অনেক কিছুই। যখন জেলে ছিলাম, তখন তো আমি বাইরের কিছু জানতে পারিনি। এই ২০ দিনের মধ্যে এ গুজবগুলো বেশি প্রতিষ্ঠা পেয়েছে। যে কেউ আমাকে নিয়ে কিছু একটা শুরু করে, এরপরই আমার জন্ম থেকে আজ অবধি জীবনবৃত্তান্ত তৈরি করে ফেলে, যাকে বলে বায়োগ্রাফি।’
তিনি আরও বলেন, ‘কেউ যদি জেলে যায় এক রকম। আর আমার যেটি হয়েছে, জেলে যাওয়ার পর আমার সো কলড আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব—আমি যাদের সঙ্গে মিশেছি, তাদের ধারণা, ও আর জেল থেকে বের হতে পারবে না। এটি কী ভাই! এটা কোনো কথা! আমি বলতে চাই, তুমি কারও অবর্তমানে তার সম্পর্কে কথা বলছ—জেলে থাকুক আর যেখানেই থাকুক, সে যদি বেঁচে থাকে, তার সঙ্গে তোমার যদি দেখা হয় বা সে সামনে আসে, তখন তুমি কী করবা? কীভাবে ডিল করবা তাকে? আবার কেউ যখন আমাকে নিয়ে ভিডিও কনটেন্ট ক্রিয়েট করে, তার সঙ্গে কোনো না কোনো দিন দেখা হতেই পারে বা আমার প্রয়োজনের তাগিদে তাকে খুঁজে নেব। আমি জানি না তখন তারা কীভাবে ডিল করবে আমাকে, সেটির জন্য সবাই যেন প্রস্তুত থাকে।’
পরীমনিকে উপস্থাপিকা প্রশ্ন করেন, ‘ইন্ডাস্ট্রির কাকে দেখলে মারতে ইচ্ছা করে?’ উত্তরে পরীমনি বলেন, ‘সামনে মার খাবে একজন, খাওয়ার পর সবাই এমনি জানতে পারবে। এখন যদি বলে দিই, তাহলে সতর্ক হয়ে যাবে, আমার সামনেই পড়বে না।’
বাস্তব জীবনে পরীমনি কাউকে পিটিয়েছে কি-না, এমন প্রশ্নের জবাবে পরীমনি বলেন, ‘হ্যাঁ, ভীষণ, অনেক অনেক অনেক আছে এমন। সবচেয়ে মজার বিষয় হলো, ওরা মার খায়, কিছু বলে না, মার খেয়ে চুপ হয়ে থাকে।’
উল্লেখ্য, মাত্র সাত দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। এরপর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। গত বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে আসে পুত্র শাহীম মুহাম্মদ রাজ্য। এ বছরের ১৭ সেপ্টেম্বর শরিফুল রাজকে তালাকের নোটিশ পাঠিয়েছেন পরীমনি।
এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে পরীমনি অভিনীতি ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’। এরপর নতুন তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমাগুলো হলো রায়হান রাফীর পরিচালনায় ‘মায়া’, তানিম রহমান অংশু ‘খেলা হবে’ ও রেজা ঘটকের ‘ডোডোর গল্প’।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত: ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত
মানুষ আমি দেবতা নই, আমারও ভুল হয়: নরেন্দ্র মোদি
হাসিনার স্বৈরাচারী কার্যকলাপ নিয়ে প্রশ্ন করায় অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকি দেন টিউলিপ
শূন্যরেখায় বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ
বাংলাদেশের ওয়ান ইলেভেনের ঘটনা পরদিনের সংবাদপত্রে যেভাবে এসেছিলো
সিংগাইরের তহরা হত্যা মামলা : শিক্ষক লালমুদ্দিনের ব্লাকমেইলের শিকার ছাত্রী আইরিন আক্তার
১৫ জানুয়ারি বিদায়ী ভাষণ দেবেন জো বাইডেন
’৭১ প্রশ্নে জামায়াতে নতুন আলোচনা, আসতে পারে সিদ্ধান্ত
ঘণকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস চালু হয়েছে
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে বিদেশি জাহাজ মোংলায়
চীন সফরে রেচেল রিভস , যুক্তরাজ্যের উন্নতির প্রতিশ্রুতি
দায়িত্ব পেলে আমরা ধর্ম ও দল দেখব না : জামায়াতের আমির
'মুরুব্বী মুরুব্বী কামডা করল কী'
বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকা দ্বিতীয়
তথ্য গোপন মামলায় ট্রাম্প দোষী সাব্যস্ত হলেও নেই কোনও শাস্তি
সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী কারেন বিদ্রোহীরা, প্রশাসন গঠনে চ্যালেঞ্জ
ভ্যাট ও শুল্ক বৃদ্ধির ইস্যুতে প্রতিক্রিয়া জানাবে জাতীয় নাগরিক কমিটি
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা ১১, সংকট আরও বাড়ছে
মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ
গাজায় টেলিকম সেবা বন্ধের আশঙ্কা , জ্বালানি সংকটে জরুরি সেবা বিপর্যস্ত