বিশ্বের সামনে কোক স্টুডিও বাংলা তুলে ধরছে বাংলা সঙ্গীত ও শিল্পীদের
০৮ ডিসেম্বর ২০২৩, ১২:৩২ এএম | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৩, ১২:৩২ এএম
শ্রোতাপ্রিয় সঙ্গীত প্ল্যাফর্ম কোক স্টুডিও বাংলা প্রায় দুই বছর আগে বাংলাদেশে যাত্রা শুরু করে। যাত্রার শুরুতেই এই প্ল্যাটফর্ম বাংলা গানের ইতিহাস, ঐতিহ্যভিত্তিক গানগুলোকে নতুন প্রজন্মের কাছে নতুনভাবে তুলে ধরার পাশাপাশি আধুনিক গানের বৈচিত্র্যময় উপস্থাপনের মাধ্যমে শ্রোতাদের মন জয় করে। এর মাধ্যমে উদীয়মান প্রতিভাবান শিল্পীদেরও সুযোগ করে দেয়া হয়। বলা যায়, বাংলাদেশের গানকে বিশ্বময় ছড়িয়ে দেয়ার পাশাপাশি নতুন শিল্পীদের প্রতিভা বিকাশের একটি প্ল্যাটফর্ম হিসেবে এটি কাজ করে। ২০০৮ সালে কোক স্টুডিওর যাত্রা শুরু হওয়ার পর সাফল্যের ধারাবাহিকতায় ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে আসে কোক স্টুডিও বাংলা (সিএসবি)। দুটি সিজনে সিএসবি সঙ্গীত জগতে দিয়েছে নতুন প্রাণের ছোঁয়া, অতিক্রম করেছে দেশের সীমানা, প্রশংসা কুড়িয়েছে ভক্ত ও শিল্পী সবার কাছ থেকেই। এখন পর্যন্ত চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন অঞ্চলের গান প্ল্যাটফর্মটিতে পরিবেশিত হয়েছে। এতে অংশ নিয়েছেন প্রায় ১০০জন শিল্পী, যার মধ্যে আছেন অনিমেষ রায়, হামিদা বানু, আলেয়া বেগম, মুকুল মজুমদার ঈশানসহ অনেক প্রতিভাবান শিল্পী। তাদের কারো কারো ক্যারিয়ার শুরু হয়েছে এর মাধ্যমে। দুই সিজনের ২০টির বেশি গান এবং এসব গানের পেছনে কাজ করা শিল্পীরা প্রশংসারযোগ্য। ইতোমধ্যে প্ল্যাটফর্মটি ইউটিউবে প্রাধান্য বিস্তার করেছে। ইউটিউব চ্যানেলে এর সাবস্ক্রাইবার সংখ্যা ২৮.৬ লাখের বেশি। এটি বাংলাদেশের শীর্ষস্থানীয় টেলিকম কো¤পানি ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসসহ শীর্ষস্থানীয় কিছু ব্র্যান্ডের সম্মিলিত সাবস্ক্রাইবার সংখ্যার চেয়ে বেশি। এ অর্জন হয়েছে চ্যানেলটির যাত্রা শুরুর মাত্র ২০ মাসের মাথায়, যা প্ল্যাটফর্মটির তুমুল জনপ্রিয়তারই প্রমাণ। ইতোমধ্যে ইউটিউবের সিলভার ও গোল্ড প্লেট বাটন অর্জন করেছে। যেখানে কনজিউমার-প্যাকেজড গুড (সিপিজি) শিল্পের ইউটিউব চ্যানেলে গড় এনগেজমেন্ট রেট হলো ১০% এর কম, সেখানে ২০% এনগেজমেন্ট রেট নিয়ে সিএসবি অনেক এগিয়ে আছে। এ থেকে বোঝা যায়, প্ল্যাটফর্মটি শ্রোতাদের সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম। পৃথিবীর ১৫টির বেশি দেশ থেকে ৩৭০০-এর বেশি স্বতঃস্ফূর্ত রিভিউ ও রিঅ্যাকশন কন্টেন্ট এর বৈশ্বিক জনপ্রিয়তারই প্রমাণ। এর মাধ্যমে আর্ন্তাতিক সঙ্গীতাঙ্গনে একটি দৃঢ় স্থান করে নিয়েছে। ইউটিউবে কোক স্টুডিও বাংলার সেরা গানের তালিকায় রয়েছে প্রথম সিজনের ‘ভবের পাগল’, ‘বুলবুলি’ ও ‘নাসেক নাসেক’ এবং দ্বিতীয় সিজনের ‘দেওরা’ এবং ‘কথা কইয়ো না’। কোক স্টুডিও বাংলার শ্রোতাদের মধ্যে বেশিরভাগই বিশ্বের বিভিন্ন দেশের ১৮-৩৪ বছর বয়সী তরুণ শ্রেণী। মোট সাবস্ক্রাইবারদের ৮০%-এর কিছু বেশি বাংলাদেশী। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র আছে সাবস্ক্রাইবার সংখ্যায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে। এরপরেই আছে মধ্যপ্রাচ্য ও ইউরোপের নানা দেশ। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর মতো বাংলাদেশের বড় শহরগুলোতে কোক স্টুডিও বাংলার শ্রোতাপ্রিয়তা বেশি। তবে কলকাতাতেও এই প্ল্যাটফর্মের অসংখ্য ভক্ত আছে। ¯পটিফাইয়ের ডেটা অনুযায়ী, এখন পর্যন্ত এর মোট স্ট্রিমিং ডিউরেশন ১.৩৮ কোটি স্ট্রিম, যা ৭.৫ কোটি মিনিটের সমান। ¯পটিফাইয়ের দেওয়া তথ্য অনুসারে, প্ল্যাটফর্মটি চালু হওয়ার পর থেকে ¯পটিফাইয়ে বাংলা গান শোনার পরিমাণ ৪ গুণ বেড়ে গেছে। ¯পটিফাইয়ে সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া এর গানগুলো হলো প্রথম সিজনের ‘বুলবুলি’, ‘চিলতে রোদ’ এবং ‘ভবের পাগল’, দ্বিতীয় সিজনের ‘দেওরা’, ‘কথা কইয়ো না’ এবং ‘দাঁড়ালে দুয়ারে’। কোক স্টুডিও বাংলার গানগুলোর ওপর ভিত্তি করে মোট ১০ লাখের বেশি ইউজার-জেনারেটেড কন্টেন্ট পিস প্রকাশিত হয়েছে, যেসব কন্টেন্টের ভিউ সংখ্যা ৪০ কোটির বেশি। টিকটকে সবচেয়ে বেশি ট্রেন্ডিং কোক স্টুডিও বাংলার গানগুলো হচ্ছে, ‘দেওরা’, ‘কথা কইয়ো না’ ও ‘দাঁড়ালে দুয়ারে’। ইনস্টাগ্রাম রিলসেও তৈরি হয়েছে ১০ লাখেরও বেশি ইউজার- জেনারেটেড রিলস। ‘কথা কইয়ো না’ গানটি হলো ইনস্টাগ্রাম রিলসে সবচেয়ে বেশি ট্রেন্ডিং গান। সঙ্গীত ছাড়াও বাংলাদেশের শিল্প ও সৃজনশীল জগতেও প্রভাব রেখেছে কোক স্টুডিও বাংলা। প্ল্যাটফর্মটি যাত্রা শুরু করার পর থেকে গান ও শিল্পীদের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যে হাজারো ভক্ত ও শিল্পীরা তাদের সৃজনশীল চিত্রকর্ম প্রকাশ করেছেন। পেইন্টিং, স্কেচ, ডিজিটাল আর্ট, অ্যানিমেশন, ক্যালিগ্রাফি, এআই-জেনারেটেড ইমেজ ইত্যাদিসহ হাজারো চিত্রকর্ম ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম। এই উৎসাহ ও সৃজনশীলতায় অনুপ্রাণিত হয়ে প্ল্যাটফর্মটি ‘কোক স্টুডিও বাংলা বিলবোর্ড ফ্যান আর্ট কনটেস্ট’ শুরু করে। ২ মাসেরও কম সময়ে তাদের কাছে ৬০টির বেশি শিল্পকর্ম জমা পড়ে, যার মধ্যে নির্বাচিত কিছু শিল্পকর্ম ঢাকা ও চট্টগ্রাম শহরের ১১টি বিলবোর্ডে প্রদর্শিত হয়েছে। কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং প্রধান/ হেড অফ মার্কেটিং আবীর রাজবীন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ৩ লাখের বেশি কথোপকথন, হাজারো ফ্যান আর্ট, মিউজিক ও ড্যান্স কাভার এবং যন্ত্রসঙ্গীতের মাধ্যমে কোক স্টুডিও বাংলা একটি প্রাণবন্ত ও সংযুক্ত কমিউনিটি তৈরি করেছে। এই কমিউনিটি প্ল্যাটফর্মটির গানগুলোর প্রতি নিজেদের ভালোবাসা সবসময় তুলে ধরছে। প্রথম দুই সিজনে আমরা অভূতপূর্ব সমর্থন ও সাড়া পেয়েছি। এতে আমরা সৃজনশীল ক্ষেত্রে নতুন কিছু করার প্রেরণা পাই।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় ব্যবহৃত চাকুসহ আরো এক আসামী গ্রেফতার
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়লো
৪২ মিনিটেই নেইমারের আয় ১০১ মিলিয়ন ইউরো
মাগুরায় পিলখানা হত্যাকান্ডে হত্যাকারী ও পরকল্পনাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
কসাই থেকে নদীখেকো জাফর
পাঁচ দেশে বাংলাদেশ দূতাবাসের পাঁচ কর্মকর্তা প্রত্যাহার
ফ্যাসিবাদের চোখ রাঙানি উপেক্ষা করে সক্রিয় ছিল ইবি ছাত্রদল
সামনের বর্ষায় ঘাসে ঢাকা হবে রাজধানীর অনাবৃত সড়ক বিভাজন: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
মাদারীপুরে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের ৩ দফা দাবিতে মানববন্ধন
পূর্বাচলে প্লট দুর্নীতি : দুদকের মামলায় হাসিনা-পুতুলসহ ১৬ আসামি
কোকোর দেশের ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান বড় ভূমিকা ছিল: কাজী রিপন
তারেক রহমান একজন মানবিক মানুষ: কাইয়ুম চৌধুরী
রাবির সাত হলে কুরআন পোড়ানোর ঘটনায় উত্তাল ক্যাম্পাস, তদন্ত কমিটি গঠন
ডিসেম্বরে সর্বাধিক রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও সউদী আরব থেকে
যশোরে চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন
অপরাধী যদি আমার ভাই হয়, তাকেও ছাড় দিবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা
আবারও সিলেটের নায়ক জাকির, খুলনার টানা দ্বিতীয় হার
এবার হাসিনা-জয়ের বিরুদ্ধে নারী আইনজীবীর মামলা
ব্যবসায়ীকে কোপানোয় শাস্তির হুঁশিয়ারি উপদেষ্টা আসিফের
৩৮ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া