নিপুণের প্যানেলে মাহমুদ কলির প্রার্থিতা নিয়ে সংশয়!
২৮ মার্চ ২০২৪, ১১:০৩ এএম | আপডেট: ২৮ মার্চ ২০২৪, ১১:০৩ এএম
শাকিব খান, মৌসুমী, ফেরদৌস, অনন্ত জলিলসহ বেশ কয়েকজন নিপুণের প্যানেল থেকে সভাপতি প্রার্থী হতে রাজি হননি। শেষ পর্যন্ত সভাপতি খুঁজে পান এই নায়িকা। সংবাদ সম্মেলন করে জানান, নব্বই দশকের জনপ্রিয় নায়ক মাহমুদ কলি শিল্পী সমিতির নির্বাচনে তার প্যানেল থেকে সভাপতি হিসেবে নির্বাচন করবেন। তবে এবার তার প্রার্থিতা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
জানা গেছে, মাহমুদ কলি দীর্ঘদিন ধরে সমিতির আজীবন সদস্য ছিলেন। নির্বাচন উপলক্ষ্যে প্রকাশিত ভোটার তালিকায় তাকে সাধারণ সদস্য দেখানো হয়েছে। সমিতির গঠনতন্ত্রের ৫ (গ) অনুযায়ী আজীবন সদস্যরা নির্বাচন করতে পারবেন না। করতে হলে তাকে আজীবন সদস্য পদত্যাগ করে সাধারণ সদস্য হতে হবে। এ ইস্যুতে বলা হচ্ছে, আজীবন সদস্যপদ থেকে আবার সাধারণ সদস্য পদে ফেরত যেতে ইসি কমিটিতে মিটিংয়ে উত্থাপনের মাধ্যমে পাশের নিয়ম থাকলেও এ ক্ষেত্রে তার ব্যত্যয় ঘটেছে।
শিল্পী সমিতির এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার প্রযোজক খোরশেদ আলম খসরু। সদস্য হিসেবে আছেন প্রযোজক ও নির্মাতা এ জে রানা ও বি এইচ নিশান। প্রধান নির্বাচন কমিশনার ব্যস্ত থাকায় এ প্রসঙ্গে কথা বলেন এ জে রানা। তিনি বলেন, ‘ভোটার তালিকায় আমরা তাকে (মাহমুদ কলি) সাধারণ সদস্য হিসেবে পেয়েছি। তাই আইন আনুযায়ী তার প্রার্থিতা বাতিলের সুযোগ নেই। কোনো অনিয়ম বা ভুল হয়ে থাকলে সেটার দায়ভার শিল্পী সমিতির আগের কমিটির। তারা কীভাবে পাশ করেছে, তা তো আমরা জানি না।’
এদিকে কোনো অনিয়মের মাধ্যমে সাধারণ সদস্য হয়েছেন মানতে নারাজ মাহমুদ কলি। বর্ষীয়ান এ নায়ক বলেন, ‘আমি নিয়ম মেনেই শিল্পী সমিতিতে আবেদন করেছিলাম এবং তারা সেটা পাশ করেছে। আমার আগে যারা আজীবন সদস্য ছিল তারা যেভাবে নির্বাচন করেছে তাদের ক্ষেত্রে যে নিয়ম মানা হয়েছে আমার ক্ষেত্রেও তাই করা হয়েছে। কোনো ব্যত্যয় ঘটেনি।’
তবে কবে আবেদন করেছিলেন এবং কবে আজীবন সদস্য থেকে সাধারণ সদস্য হয়েছেন তা জানাতে রাজি হননি। উত্তরে তিনি বলেন, ‘আপনি সমিতির অফিসে খোঁজ নিলেই জানতে পারবেন।’
উল্লেখ্য, মাহমুদ কলি অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বের সঙ্গে জড়িত ছিলেন। ১৯৯১ সালে তিনি সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সে সময় তার কমিটির সভাপতি ছিলেন আহমেদ শরীফ। এরপর একই প্যানেল থেকে ১৯৯৫-১৯৯৭ মেয়াদের নির্বাচনে ফের সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাহমুদ কলি।
তবে পরের মেয়াদে আহমেদ শরীফকে ছেড়ে আরেক খল অভিনেতা মিজু আহমেদকে নিয়ে নতুন প্যানেল গঠন করেন একসময়ের জনপ্রিয় এই চিত্রনায়ক। সে বার সভাপতি প্রার্থী হন মাহমুদ কলি। নির্বাচিতও হন। ১৯৯৭ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে সভাপতির দায়িত্ব সামলান তিনি।
এবার আরও একবার সভাপতি হওয়ার সুযোগ মাহমুদ কলির সামনে। ঈদের পর আগামী ২৭ এপ্রিল এফডিসিতে অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ। এদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোট।
-এসআই
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
হুতি আক্রমণের বার্ষিকীতে সংহতির আহ্বান আমিরাত নেতাদের
৯ বছর পর দেশে ফিরে স্ত্রীকে পেলেন ঝুলন্ত অবস্থায়
চীনে জন্মহার হ্রাস, অর্থনীতিতে বিপর্যয়ের শঙ্কা
বিএনপিকে ধুয়ে দিলেন সাংবাদিক মাসুদ কামাল
যুক্তরাজ্য-ইউক্রেন ১০০ বছরের ‘যুগান্তকারী’ চুক্তি
লস অ্যাঞ্জেলেসে দাবানল নিয়ন্ত্রণে আসছে, ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশিরাও
কেন চোখের পানি ধরে রাখতে পারেনি ফারিয়া?
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধুর মৃত্যু
তাপমাত্রা কমে বাড়বে শীত
এলএন-এর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ, কলম্বিয়ায় শান্তি আলোচনা বাধাগ্রস্ত
ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি হলেন ইউসুফ হোসেন
ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে পড়েছিল মোটরসাইকেল আরোহীর চূর্ণ-বিচূর্ণ লাশ
জুলাই গণঅভ্যুত্থানের শহীদরাই আজকের বাংলাদেশ- কক্সবাজারে শিল্প উপদেষ্টা
অতিরিক্ত সময়ে এন্দ্রিকের জোড়া গোলে জিতে শেষ আটে রিয়াল
গ্রিক সাইপ্রিয়ট প্রশাসনকে অস্ত্র বিক্রয়ের মার্কিন সিদ্ধান্তে টিআরএনসি-এর ক্ষোভ ও উদ্বেগ
নরসিংদীতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮
পাবনায় জনজীবনে ভয়াবহ হচ্ছে ভার্চুয়াল আসক্তি
মাঝ আকাশে ভেঙে টুকরো ইলন মাস্কের ‘স্টারশিপ’
বাংলাদেশ-ভারতকে অতীত কবর দিয়ে নতুন করে শুরু করতে হবে: সুনন্দা কে দত্ত রায়
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের খসড়া অনুমোদন