ঈদে ওটিটিতে দেখা যাবে তিন তারকার লড়াই
২২ মার্চ ২০২৫, ০২:৩৪ পিএম | আপডেট: ২২ মার্চ ২০২৫, ০২:৩৪ পিএম

ঈদ,কোরবানি কিংবা পূজা যেকোনো উৎসবেই শোবিজাঙ্গন সবসময় থাকে সরগরম। দেখা যায় অভিনয় শিল্পীদের ধুম ব্যস্ততা। আরেকদিকে দর্শকরাও অপেক্ষায় থাকেন প্রিয় তারকার অভিনয় দেখার জন্য। নতুন সব টিভি নাটক, ওটিটি কনটেন্ট, গান ও সিনেমা মুক্তি পায় এই ধরনের মেগা উৎসবে।
সাধারণত বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম হিসেবে সিনেমাকে বিবেচনা করা হয়। তাইতো ঈদের সিনেমা নিয়ে আওয়াজ একটু বেশিই হয়। তবে আলোচনার বাইরে নয় ওটিটি কনটেন্ট। সিনেমার পরেই অবস্থান রয়েছে পেইড ভার্সনের ওটিটি কনটেন্টগুলোর। এবারও তার ব্যতিক্রম নয়।
আসন্ন ঈদেও ভিন্ন ভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে নতুন তিন কনটেন্ট। যা নিয়ে লড়াই করবেন দেশের জনপ্রিয় তিন অভিনেত্রী জয়া আহসান, রাফিয়াত রশিদ মিথিলা ও তাসনিয়া ফারিণ।
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ঢাকা ও কলকাতা- দুই ইন্ডাস্ট্রিতেই তিনি সমানতালে কাজ করছেন। এবারের ঈদে আসছে তার অভিনীত ‘জিম্মি’ নামে একটি ওয়েব সিরিজ। এ সিরিজ দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। সিরিজটি পরিচালনা করেছেন আশফাক নিপুন। । ২৮ মার্চ হইচই নামে একটি প্ল্যাটফর্মে সিরিজটি মুক্তি পাবে।
ওয়েব সিরিজটি সম্পর্কে নির্মাতা সূত্রে জানা গেছে, লোভের কাছে যেন জিম্মি হয়ে পড়া এক নারীর গল্প নিয়ে নির্মিত হয়েছে সিরিজটি। যেখানে দেখা যাবে, ১০ বছর ধরে কোনো প্রমোশন পায় না সরকারের নিম্নপদস্থ এক কর্মচারী। স্বামীকে নিয়ে তার টানাপোড়নের সংসার। হঠাৎ একদিন অফিসের স্টোর রুমে বাক্সভর্তি টাকা পায় সে। এই টাকা নিয়ে শুরু হয় তার নতুন টানাপোড়েন।
এ বিষয়ে জয়া বলেন, ‘আমি নতুন কোনো কাজ করার আগে তিনটি বিষয় সবসময় খেয়াল করি। সেটা হলো গল্প, চরিত্র ও পরিচালক। এ সিরিজের ক্ষেত্রে এগুলো সব মনমতো মিলে গিয়েছিল। পাশাপাশি ঈদে মুক্তি পাচ্ছে আমার অভিনীত প্রথম ওয়েব সিরিজ, সবমিলিয়ে আমার জন্য বিষয়টা বেশ রোমাঞ্চের।’
এতে আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, প্রান্তর দস্তিদার প্রমুখ।
এদিকে দেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাও ঢাকা-কলকাতা, দুই ইন্ডাস্ট্রিতেই নিয়মিত কাজ করছেন। ভালোবাসা দিবসে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘জলে জ্বলে তারা’। এবার ঈদেও থাকছে মিথিলার ধামাকা। তবে সিনেমা নয়, তিনি আসছেন তার অভিনীত আলোচিত্র সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’র দ্বিতীয় সিজন নিয়ে। ২০২৩ সালে মুক্তি পায় এর প্রথম সিজন।
সিরিজটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। যেখানে অ্যালেন স্বপনের চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। প্রথম সিজনের শেষ দৃশ্যে দেখা গিয়েছিল, মুখ ঢেকে রাখা এক ব্যক্তির সঙ্গে কথা বলছে স্বপন। কে সে? কেনইবা স্বপনকে খুঁজছে মানুষটি? আরো অনেক প্রশ্ন দেখা দিয়েছিল দর্শকের মনে। সেসব প্রশ্নের উত্তর মিলবে এ সিজনে। এটি ঈদ উপলক্ষ্যে একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। তবে এখনও তারিখ এবং প্ল্যাটফর্ম চুড়ান্ত হয়নি।
সিরিজ প্রসঙ্গে মিথিলা বলেন, ‘প্রথম সিজনের মতো এবারও আমরা দারুণ একটি গল্প নিয়ে হাজির হব। আশা করছি এবারও দর্শক সিরিজটি খুব পছন্দ করবেন। কারণ টিমের প্রতিটি লোক দারুণ দক্ষতার সঙ্গে কাজ করছেন। তবে এখনই সিরিজে আমার অভিনীত চরিত্র ও গল্প নিয়ে কিছুই জানাতে চাই না। এতে মজা নষ্ট হয়ে যাবে।’
অন্যদিকে বেশ কয়েকটি নাটক ও সিনেমার পাশাপাশি ঈদে ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাবে অভিনেত্রী তাসনিয়া ফারিণকে। ঈদে তিনি আসছেন ‘হাউ সুইট’ নামে একটি ওয়েবফিল্ম নিয়ে। যা পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। এতে ফারিণ জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে জুটি বেঁধেছেন।
সম্প্রতি এর ট্রেলার প্রকাশ হয়েছে। যেখানে দেখা যায়, বিয়ের সাজে পালিয়ে আসা তরুণী সুইটির ধাক্কায় শখের ফটোগ্রাফার আদনানের ক্যামেরা পড়ে যায় নদীতে। ক্ষতিপূরণের জন্য সুইটির পেছনে ছোটে সে। একের পর এক অপ্রত্যাশিত ঘটনা সামনে আসে তাদের। সমান্তরালে উঁকি দেয় আদনান-সুইটির প্রেমও। এটি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে। তবে তারিখ এখনও চূড়ান্ত হয়নি।
এ প্রসঙ্গে তাসনিয়া ফারিণ বলেন, ‘এটি খুব মিষ্টি একটি প্রেমের গল্প। নির্মাতা ও অপূর্ব ভাইয়ের সঙ্গে আগেও কাজ হয়েছে। তাই এবারের অভিজ্ঞতাও ভালো। আশা করি ঈদ উৎসবে এটি দর্শকদের আনন্দ বাড়াবে।’
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন

আল-হারামাইনের আগুনে ঘি যেন পড়লো নাহিদের চিকিৎসা ঘটনা

বড় পর্দায় সিনেমাগুলো প্রচন্ডভাবে পুরুষকেন্দ্রিক– জয়া

গণতন্ত্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে : হাসান সরকার

শিবগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

১৫-২০ শতাংশ ছাড় চাইছে মার্কিন ক্রেতারা, রপ্তানি নিয়ে সঙ্কটে ভারত

বোমা মারার কম্পিটিশন

সংস্কারও চাই, ডিসেম্বরে নির্বাচনও চাই : জুয়েল

মির্জাপুরে সড়ক ও জনপথের জায়গায় ফাস্টফুডের দোকান, দুর্ঘটনার শঙ্কা

মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যান সমিতির আয়োজনে ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভা

হাইওয়েতে ছিল না পুলিশ ৪০ কিলোমিটার ধাওয়া করে বাস চালককে মারধর

ঢাকায় ঝড়-বৃষ্টি-বজ্রপাত

নির্বাচন দিলে যারা একটি আসনেও জয়ী হতে পারবে না তারা বিএনপি’র বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : সাঈদ সোহরাব

জুলাই বেচে খাওয়া শুরু করেছে অনেকেই: সাইয়েদ আব্দুল্লাহ

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় অষ্টমী-স্নান

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি আরো বাড়বে, কমবে না : প্রেসসচিব

পাস করে চাকরির জন্য নেতাদের পেছনে ঘুরতে হবে না: আমিন

সিরিয়ার তুরস্ক নিয়ন্ত্রিত ঘাঁটিতে ইসরাইলের হামলা, আঞ্চলিক সংঘাতের আশঙ্কা

ধামরাইয়ে প্রচন্ড ঝড়ে আঞ্চলিক মহাসড়কে দীর্ঘ যানজট

জনগণকে সাথে নিয়ে ২০২৫ সালের মধ্যে নির্বাচন আদায় করে নিব: ইশরাক