প্রথম বিলিয়নেয়ার ইউটিউবার হতে যাচ্ছেন লোগান পল!
১৮ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম
লোগান পল ইতিহাস গড়তে যাচ্ছেন। তিনি প্রথম ইউটিউবার হতে যাচ্ছেন তার মোট আয় হবে বিলিয়ন ডলার। পল একজন পরিচিত মার্কিন ইউটিউবার এবং পেশাদার রেসলার। নেট জগতে তার ভক্তের সংখ্যা অনেক মিলিয়ন। তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ২৩ মিলিয়ন। ইনস্টাগ্রামে তার অনুসারী ২৭ মিলিয়ন। এছাড়া তিনি পডকাস্ট উপস্থাপকও। তার একাধিক বিনিয়োগ আছে, তাই বলে বিলিয়নেয়ার? এখনও হননি, তবে একটি সাম্প্রতিক প্রতিবেদন থেকে জানা গেছে তিনি প্রথম ইউটিউবার বিলিয়নেয়ার হবার পথে আছেন। ইংল্যান্ডের বক্সার-ইনফ্লুয়েন্সার কেএসআই’র (ওলাজিদে ওলায়িঙ্কা উইলিয়ামস ‘জেজে’ (ওলাটুঞ্জি) সঙ্গে পলের প্রাইম এনার্জি ড্রিঙ্কের হাত মেলাবার ফলেই তার এই আর্থিক উন্নতি হবে বলে জানা গেছে। তার এই পণ্যটি মাত্র দু’বছর আগে বাজারে এসেছে। ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন কেএস আই’র ম্যানেজার ম্যামস টেইলরের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে তাদের যৌথ কোম্পানি প্রাইম হাইড্রেশন এলএলসির বাজার মূল্য ৮ থেকে ১০ বিলিয়ন ডলার ছোঁবে। ইনসাইড স্পোর্টস আরও জানিয়েছে, পল প্রাইম এনার্জি ড্রিঙ্ক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ২০ শতাংশ অংশীদার। ২০২৩ সালে প্রাইমের মাধ্যমে পল ২৭ মিলিয়ন ডলার আয় করেছেন। প্রাইমের বর্তমান বাজার মূল্য ৩৫ মিলিয়ন ডলার, যার ২০ শতাংশের মালিক পল। তার অন্যান্য বিনিয়োগের বাজার মূল্য বর্তমানে প্রায় আড়াইশ’ মিলিয়ন ডলার। পক্ষান্তরে কেএসআই’র বাজার মূল্য ২৭ মিলিয়ন ডলার।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
এই বিভাগের আরও