অবসরে যাচ্ছেন অভিনেতা স্যার মাইকেল কেইন
১৯ অক্টোবর ২০২৩, ১২:০৬ এএম | আপডেট: ১৯ অক্টোবর ২০২৩, ১২:০৬ এএম
৯০ বছর বয়সে এসে অভিনয় থেকে বিদায়ের ঘোষণা দিলেন স্যার মাইকেল কেইন। সম্প্রতি বিবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। মাইকেল বলেন, ‘আমি বহুবারই অবসরের কথা বলেছি। এবার চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে জানাচ্ছি যে অভিনয় থেকে অবসরে যাচ্ছি।’ এ কথা বলার কারণ গত মাসে দ্য টেলিগ্রাফের সঙ্গে কথোপকথনেও এ কথা বলেছিলেন কেইন। এবার নিশ্চিত করেই দিলেন। সে হিসেবে বড় পর্দায় কেইনের সর্বশেষ অভিনয় হতে যাচ্ছে অলিভার পার্কারের ‘দ্য গ্রেট এসকেপার’। আগামী ৬ অক্টোবর মুক্তি পাওয়া এ সিনেমা বার্নার্ড জর্ডান নামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক সৈনিকের গল্প। কেইন তার দীর্ঘ ক্যারিয়ারে সফলতা পেয়েছেন। এবার তার মনে হচ্ছে অভিনয় থেকে অবসরের সময় হয়েছে। সে কারণেই এ সিদ্ধান্ত। স্যার মাইকেল কেইন তার বয়সের বিষয়টিও বিবেচনায় এনেছেন। অবসর সম্পর্কে তিনি বলেন, ‘আমি সম্প্রতি একটা সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছি আর সেখান থেকে পেয়েছি অনেক ইতিবাচক সাড়া। এখন এ ৯০ বছর বয়সে এসে আমি ৯০ বা ৮৫ বছর বয়সী কোনও একটি পার্শ্ব চরিত্রেই অভিনয় করতে পারব। এর চেয়ে ভালো কিছু করা তো আর সম্ভব হবে না। আমার মনে হয়েছে শেষ সিনেমায় ইতিবাচক সাড়া পাওয়ার পর এখানেই থামা উচিত।’ সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে বয়স একটি বড় বিষয়। বিষয়টি সামনে এনে তিনি বলেন, ‘প্রধান চরিত্রে তো ৯০ বছর বয়সী কাউকে কাস্ট করা হবে না। সেখানে সুদর্শন ও সুন্দরী তরুণীদেরই কাস্ট করা হবে।’ মাইকেল কেইন সামরিক বাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। অভিনয়ে আসেন পঞ্চাশের দশকে। এরপর প্রায় ৭০ বছরের ক্যারিয়ার তার। অভিনয় করেছেন বিচিত্র সব চরিত্রে। অভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে দুটি একাডেমী অ্যাওয়ার্ড, সেরা অভিনেতা হিসেবে একটি বাফটা ও তিনটি গোল্ডেন গ্লোব আছে তার ঝুলিতে। এছাড়া সিনেমায় তার অবদানের জন্য ২০০০ সালে নাইটহুড পেয়ে হন স্যার মাইকেল কেইন।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
এই বিভাগের আরও