হলিউড শীর্ষ পাঁচ
২০ অক্টোবর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৩, ১২:০২ এএম
১. দি একসরসিস্ট : দ্য বিলিভার
২. স টেন
৩. দ্য ক্রিয়েটর
৪. প প্যাট্রল : দ্য মাইটি মুভি
৫. আ হন্টিং ইন ভেনিস
দ্য ক্রিয়েটর
গ্যারেথ এডওয়ার্ডস পরিচালিত সাই-ফাই ফিল্ম। ‘মনস্টার্স’ (২০১০), ‘গডজিলা’ (২০১৪), ‘রোগ ওয়ান : এ স্টার ওয়ার্স স্টোরি’ (২০১৬) এডওয়ার্ডস পরিচালিত ফিল্ম।
২০৫৫ সালের পর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিরুদ্ধে মানব জাতির এক যুদ্ধের গল্প। জশুয়া (জন ডেভিড ওয়াশিংটন) একজন অবসরপ্রাপ্ত দুর্র্ধষ সৈনিক। তার স্ত্রী মায়ার (জেমা চ্যান) রহস্যজনকভাবে হারিয়ে যাবার শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছে। এই যুদ্ধে জশুয়াকে বাছাই করা হয়। তার মিশন- যে এআই’ সত্তার সঙ্গে মানুষের যুদ্ধ চলছে তার স্থপতি ক্রিয়েটরকে খুঁজে বের করে হত্যা করা, এআইয়ের সাহায্য নিয়ে ক্রিয়েটর এমন এক অস্ত্র তৈরি করেছে যা সব যুদ্ধের এবং মানবজাতির যবনিকা টানবে। জশুয়া আর তার দল এআই নিয়ন্ত্রিত শত্রু এলাকায় ঢুকে পড়ে। সেখানে অনুপ্রবেশের পর অভিযানের এক পর্যায়ে তারা জানতে পারে তারা জানতে পারে এআইয়ের যে অংশটিকে ধ্বংস করার জন্য তাদের পাঠান হয়েছে সেটি আসলে একটি শিশু।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
এই বিভাগের আরও