‘ফ্রেন্ডস’ তারকা ম্যাথিউ পেরি আর নেই
২৯ অক্টোবর ২০২৩, ০২:৫৮ পিএম | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩, ০২:৫৮ পিএম
৯০ দশকের সারা জাগানো টেলিভিশন সিরিজ ‘ফ্রেন্ডস’র ‘চ্যান্ডলার বিং’ চরিত্রে অভিনয় করা তারকা ম্যাথিউ পেরি মারা গিয়েছেন। শনিবার (২৮ অক্টোবর) রাতে লস অ্যাঞ্জেলসের বাড়ি থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। মাত্র ৫৪ বছর বয়সে চলে যাওয়া এই অভিনেতার জন্য শোকে মাতম করছে পুরো বিনোদন জগৎ। রোববার (২৯ অক্টোবর) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে একাধিক সংবাদমাধ্যম।
এদিকে একাধিক আমেরিকান সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার (২৮ অক্টোবর) সকালে পিকেল বল খেলে বাড়ি ফিরেন ম্যাথিউ। তার ব্যক্তিগত সহকারীকে কাজের জন্য বাইরে পাঠান। ২ ঘণ্টা পর তিনি ফিরে দেখেন বাথটাবে পড়ে আছেন ম্যাথিউ। ডাকাডাকির পর সাড়া না দেওয়ায় পুলিশ ডাকেন তিনি।
লস অ্যাঞ্জেলস পুলিশ জানিয়েছে, ম্যাথুর মৃত্যুর পিছনে মাদক জাতীয় কোনও বস্তু নেই। রাতে তাদের কাছে ফোন আসে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু সম্পর্কে। সেই সময় তারা জানতেন না সে ব্যক্তি ম্যাথু। পরে তারা ঘটনাস্থলে গিয়ে পরিচয় নিশ্চিত করে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।
১৯৬৯ সালের ১৯ আগস্ট ম্যাসাচুসেটে জন্মগ্রহণ করেন ম্যাথু পেরি। ১৯৮৭ সালে ‘বয়েজ উইল বি বয়েজ’-এ দিয়ে অভিনয় জগতে পা রাখেন ম্যাথু। তবে তিনি সবচেয়ে বেশি খ্যাতি পেয়েছেন টেলিভিশন সিরিজ ‘ফ্রেন্ডস’-র মাধ্যমে। তিনি ম্যাথু পেরি নামের চাইতে ফ্রেন্ডস-র চ্যান্ডলার বিং হিসেবেই বেশি জনপ্রিয়। ১৯৯৪ সালে এই টেলিভিশন সিরিজ শুরু হয়। সিরিজটি এতটাই জনপ্রিয়তা পায় ওই সিরিজ যে টানা ১০ বছর ধরে তা চলে। ১০ সিজন পর, ২০০৪ সালে শেষ হয় ‘ফ্রেন্ডস’।
‘ফ্রেন্ডস’-র কাহিনী গড়ে উঠেছিলো পাঁচ বন্ধুকে নিয়ে। সেই পাঁচ বন্ধুর একজন ছিলেন চ্যান্ডলার বিং। ‘ফ্রেন্ডস সিরিজটি এখনও সমান জনপ্রিয় তরুণদের কাছে। তবে ব্যক্তিগত জীবনে অনেক উত্থান পতন দেখতে হয়েছিল ম্যাথু পেরিকে। ১৯৯৭ সাল থেকে মাদকের নেশায় আসক্ত হয়ে পড়েন তিনি। এরপর কিছুদিন সুস্থ হয়ে উঠলেও, ২০০১ সালে ফের একই নেশায় ডুবে যান তিনি। ২০১৩ সালে একটি সাক্ষাৎকারে ম্যাথু জানান, কীভাবে পর্দার ‘ফ্রেন্ডস’রা বাস্তব জীবনেও তাকে নেশা থেকে মুক্ত হতে সাহায্য করেছিল।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
এই বিভাগের আরও