১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘বব মার্লে: ওয়ান লাভ’
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম
খুব শীঘ্রই মুক্তি পাবে জ্যামাইকান রেগে স্টার বব মার্লের আত্মজীবনীমূলক চলচ্চিত্র বব মার্লে: ওয়ান লাভ। চলচ্চিত্রটি প্রযোজনা করছেন স্ত্রী রিটা মার্লে এবং সন্তান জিগি ও সেডেলা মার্লে। এটির নির্বাহী প্রযোজনায় আছেন ব্র্যাড পিট। আগামী ১৪ ফেব্রুয়ারি ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে। কিং রিচার্ডখ্যাত রেইনালদো মার্কাস গ্রিন পরিচালিত এ সিনেমায় বব ও রিটা মার্লের চরিত্রে অভিনয় করবেন যথাক্রমে ব্রিটিশ অভিনেতা কিংসলে বেন-আদির ও লাশানা লিঞ্চ। মঙ্গলবার লন্ডনে ছবিটির প্রিমিয়ারে অংশ নেওয়ার সময় জিগি মার্লে বলেন, ‘এ ছবিটির মূল উদ্দেশ্য সিনেমার মাধ্যমে তার (বব মার্লে) চিন্তাধারা, বার্তা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। ওয়ান লাভ পৃথিবীতে ইতিবাচকতার বার্তা ছড়িয়ে দেবে।’ চলচ্চিত্রটির পটভূমির শুরু হয় ১৯৭৬ সালে কিংস্টনে। বব মার্লে তখন বিদ্যমান রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে একটি পিস কনসার্টের পরিকল্পনা করেন। এরপর মার্লে দম্পতির ওপর হত্যাচেষ্টা চালানো হয়। কোনোমতে বেঁচে গেলেও পরবর্তী সময়ে স্ত্রীসহ লন্ডনে পাড়ি জমান মার্লে। লন্ডনে গিয়ে তিনি তার জনপ্রিয় অ্যালবাম এক্সোডাস রেকর্ড করেন। এছাড়া মার্লের শৈশব ও যৌবনের কিছু ফ্ল্যাশব্যাকও দেখা যাবে ছবিতে। ওয়ান নাইট ইন মায়ামিতে ম্যালকম এক্স এবং দ্য কোমি রুল-এ বারাক ওবামা চরিত্রে অভিনয় করা বেন-আদির বার্বি ছবির শুটিং চলার সময় থেকেই বব মার্লের চরিত্রে অভিনয়ের প্রস্তুতি শুরু করেন। ৩৭ বছর বয়সী এ অভিনেতা বলেন, মার্লের আচরণ ও ভাষা আয়ত্ত করা সহজ কাজ ছিল না। ভাষা ও সংগীতে বব মার্লের দুর্বলতা খুঁজে পাওয়া কঠিন। তিনি একজন দৃঢ় উদ্যমী ব্যক্তি এবং ভদ্রলোক ছিলেন। তার মধ্যে অনেক বৈচিত্র্য ছিল। মার্লের চরিত্রে অভিনয় নিয়ে বেন-আদির বলেন, ‘আমি পেশাদার সংগীতশিল্পী নই, তাই আমাকে সংগীত সম্পর্কে সবকিছু শিখতে হয়েছিল।’ বব মার্লে ১৯৪৫ সালে জামাইকায় জনগ্রহণ করেন। মার্লে দ্য ওয়েলার্সের সঙ্গে মিলে ‘নো ওম্যান, নো ক্রাই’, ‘জ্যামিং’, ‘আই শট দ্য শেরিফ’-এর মতো জনপ্রিয় গান উপহার দিয়েছেন। ১৯৮১ সালে মাত্র ৩৬ বছর বয়সে ক্যান্সারে নিপীড়িত মানুষের পক্ষে প্রতিবাদী এ কণ্ঠের মৃত্যু হয়।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়
‘হাই অ্যালার্টে’ লন্ডন, মার্কিন দূতাবাসের সামনে নিয়ন্ত্রিত বিস্ফোরণ