অভিনয় ছেড়ে স্ট্রিমিং ব্যবসায় ড্যানিয়েল ডে লুইস!
১৬ মার্চ ২০২৪, ১২:১৫ এএম | আপডেট: ১৬ মার্চ ২০২৪, ১২:১৫ এএম
মেথড অ্যাক্টিংয়ে ড্যানিয়েল ডে লুইস কিংবদন্তি। অভিনয় জগৎ তাকে এক নামে চেনে অসাধারণ সব চরিত্র রূপদানের কারণে। আব্রাহাম লিংকন চরিত্রে তাকে দেখে মনে হয়েছিল স্বয়ং লিংকনই নেমে এসেছেন সিনেমার সেটে। কিন্তু সে লুইসই এবার বলছেন অভিনয়ে আর আগ্রহ পাচ্ছেন না। অনেকদিন ধরেই অভিনয় থেকে দূরে তিনি। সম্প্রতি তার কিছু কথায় মনে হচ্ছে ফেরার তেমন ইচ্ছাও নেই। এর কারণ অভিনয় জগতের বর্তমান অবস্থা। আইরিশ নির্মাতা জিম শেরিডান এ নিয়ে কথা বলেছেন। জিম বলেন, ‘তিনি (ড্যানিয়েল ডে লুইস) বলেছেন, তার জন্য যথেষ্ট হয়েছে। যদিও আমি তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করছি।’ জিম লুইসকে নিয়ে তিনটি সিনেমা নির্মাণ করেছেন। মাই লেফট ফুট (১৯৮৯), ইন দ্য নেম অব দ্য ফাদার (১৯৯৩) ও দ্য বক্সার (১৯৯৭)। লুইসকে নিয়ে আরও সিনেমা নির্মাণ করতে চান জিম। তিনি বলেন, ‘আমার মনে হয়, তাকে নিয়ে আরও কাজ করা দরকার। কিন্তু তার তেমন ইচ্ছা নেই। আমার সঙ্গে তার কথা হয়েছিল স্ট্রিমিং সাইট নিয়ে। লুইস মনে করেন, এখন হাজার হাজার বিকল্প আছে দর্শকের জন্য। তারা এর মধ্যেই ঘুরপাক খান।’ ড্যানিয়েল মূলত একজন খুঁতখুঁতে মানুষ। সব কাজেই তিনি গুরুত্ব দেন সেটিকে সর্বোচ্চ সুন্দর করার বিষয়ে। এ কারণে বর্তমান কনটেন্ট তার কাছে ভালো লাগে না। এ নিয়ে লুইসের মনোভাব জানান জিম। তিনি বলেন, ‘সিনেমা এখন আর আগের মতো নেই। ব্যক্তি নিজে ঠিক করে কোনটা সে দেখবে। আপনার হাতে একটা রিমোট আছে। চাইলেই সিনেমা বন্ধ করে দেয়া যায়।’ ২০১৭ সালে সিনেমা থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ড্যানিয়েল। পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ‘ফ্যান্টম থ্রেড’ই ড্যানিয়েল অভিনীত শেষ সিনেমা। এরপর লুইসের মুখপাত্র বলেছিলেন, ‘ড্যানিয়েল আর অভিনয় করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ধন্যবাদ জানিয়েছেন তার সঙ্গে কাজ করা সব নির্মাতা, অভিনেতা ও তার ভক্তদের।’ এর কিছুদিন পর লুইস নিজে বলেছিলেন, ‘আমি কখনো চিন্তা করিনি ফ্যান্টম থ্রেড আমার শেষ সিনেমা হবে। আমি জানি, এটা হঠাৎ আসা সিদ্ধান্ত বলে মনে হবে অনেকের। কিন্তু আমি আসলে হলিউডের চলমান সিনেমার আর আমার অভিনয়ের ধারার মধ্যে একটা সীমারেখা রাখতে চাই। অভিনয় যাত্রার বিরতি কখন ও কীভাবে টানা উচিত, তা নিয়ে বহুকাল চিন্তা করেছি। মনে হচ্ছে, এটাই সঠিক সময়।’
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
আবারও ইসরাইলি হামলায় লেবাননে ২৪ ঘন্টায় নিহত ৫৯
শেষ বিকেলে লুইস-অ্যাথানেজের 'আক্ষেপে' ম্যাচে ফিরল বাংলাদেশে
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ