ভয়ঙ্কর মাদকে আসক্ত টয়া, সাফা, তিশা ও সুনিধি, চলছে অনুসন্ধান

Daily Inqilab অনলাইন ডেস্ক

২০ ডিসেম্বর ২০২৪, ০৫:০৫ পিএম | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪, ০৫:০৫ পিএম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী টয়া, সাফা কবির, তানজিন তিশা এবং সংগীত শিল্পী সুনিধি নায়েকের বিরুদ্ধে উঠেছে মাদক সেবন এবং বহনের অভিযোগ।

 

জানা যায়, হোয়াটসঅ্যাপের বিশেষ একটি গ্রুপের সাথে যুক্ত ছিলেন এই তারকারা। কেবল নিজেরা মাদক সেবনই করতেন না সেগুলো নিয়ে আসতেন বিভিন্ন পার্টিতে।

 

সম্প্রতি মাদক সম্পৃক্ততার অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায় দীপকে ১৭ই অক্টোবর ঢাকা বিমানবন্দরে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা যায়, একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তিনি নিয়মিত মাদক বিক্রি করেন। দীপের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে শোবিজের বেশকিছু জনপ্রিয় অভিনেত্রীদের সম্পৃক্ততা রয়েছে বলে জানা যায়৷

 

সূত্রের বরাতে জানা যায়, এদের মধ্যে বিশেষভাবে সাফা কবির, টয়া, তানজিন তিশা এবং সংগীত শিল্পী সুনিধি নায়েকের বিরুদ্ধে মাদক সম্পৃক্ততার অকাট্য প্রমাণ পাওয়া যায়। এর মধ্যেই মাদক সম্পৃক্ততা ঘিরে বিশেষ অনুসন্ধান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (নারকোটিক্স)। জানা যায়, ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ে এ বিষয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে।

 

মাদকসহ গ্রেফতার হওয়া ঐ শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে তথ্য-প্রমাণসহ সাফা, টয়া, তিশা এবং সুনিধির নাম বেরিয়ে আসে। ঐ বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তারা নিয়মিত মাদক সংগ্রহ করে আসছিলেন।

ঘটনা প্রসঙ্গে, মামলার তদন্ত কর্মকর্তা নারকোটিক্সের সহকারী পরিচালক রাহুল সেন সাংবাদিকদের বলেন, দীপকে গ্রেফতারের পর তার কাছ থেকে আমরা কয়েকজন প্রথম সারির অভিনেত্রী ও মডেলের মাদক সম্পৃক্ততার প্রমাণ পেয়েছি। এ বিষয়ে এখনও তদন্ত চলছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ বিষয়ে নারকোটিক্স বলছে, মাদক সম্পৃক্ততার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক ছাত্র দীপের ওপর বিশেষ নজরদারি করা হয়। দীর্ঘদিন ধরে তার গতিবিধি অনুসরণের ধারাবাহিকতায় ১৭ অক্টোবর ঢাকা বিমানবন্দরে গ্রেফতার হন দীপ। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ সিসা, এমডিএমএ, এলএসডি ও কুসসহ বেশ কিছু মাদক উদ্ধার করা হয়। পরে নারকোটিক্সের একটি বিশেষায়িত টিম দীপকে ২ দিনের রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ করে।

 

এ বিষয়ে তদন্তসংশ্লিষ্টরা জানান, মাদক ব্যবসার বিষয়ে মৌখিক স্বীকারোক্তির একপর্যায়ে দীপের মোবাইল ফোনের কললিস্ট ও হোয়াটসঅ্যাপ চ্যাটিং পরীক্ষা করা হয়। এতে জনপ্রিয় কয়েকজন অভিনেত্রীর মাদক সম্পৃক্ততার তথ্য মেলে। এমনকি তাদের পক্ষ থেকে দেওয়া মাদকের অর্ডারসংক্রান্ত কয়েকটি সুনির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যাটিং রেকর্ডও পাওয়া যায়।

 

মাদকের এই সিন্ডিকেটের বিষয়ে একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, দীপের হোয়াটসঅ্যাপ গ্রুপে সাফা, টয়া, তিশা এবং সুনিধি নায়েকের নামে সেভ করা কয়েকটি নম্বর থেকে নিয়মিত মাদকের অর্ডার দেওয়ার প্রমাণ পাওয়া যায়। পরে নম্বরগুলো যাচাইয়ের জন্য ফোন নম্বরের রেজিস্ট্রেশন রেকর্ড সংগ্রহ করা হয়। এতে দেখা যায়, সংশ্লিষ্ট নম্বরগুলো সাফা কবির এবং টয়ার নামেই রেজিস্ট্রেশনকৃত। তবে তানজিন তিশার নম্বরটির রেজিস্ট্রেশন রয়েছে তার মা উম্মে সালমার নামে।

 

সাংবাদিকদের হাতে আসা কয়েকটি চ্যাটিং রেকর্ডে দেখা যায়, ২৩ এপ্রিল সাফা কবির তার মোবাইল নম্বর থেকে ৩টি এমডিএমএ অর্ডার দেন। এজন্য দীপের হোয়াটসঅ্যাপে তিনি সংক্ষেপে লেখেন ‘ই’ দিতে পারবা আমাকে ৩টা।’ পালটা বার্তায় দীপ লেখেন দাঁড়াও বলি। সাফা লেখেন ‘ওকে’। এরপর দীপ লেখেন কিভাবে নিবা? যাওয়ার পথে? সাফা লেখেন ‘আমি চেষ্টা করব।’

 

এছাড়া ৫ সেপ্টেম্বর আরেক চ্যাটিংয়ে মাদকের অর্ডার দেন অভিনেত্রী টয়া। তিনিও সাংকেতিক ভাষায় লেখেন ‘ই’ লাগবে ৫টা। ফিরতি বার্তায় দীপ লেখেন ‘ফর বাংলা ফ্রুট?’ (সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত প্রাইভেট পার্টি)। এরপর টয়া লেখেন ‘ইয়াপ (ইয়েস)।’
মাদক বিক্রির এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আরও কয়েকজন অভিনেত্রী ও সংগীত শিল্পীর চ্যাটিং পাওয়া যায়। এদের অন্যতম হলেন অভিনেত্রী তানজিন তিশা এবং সংগীত শিল্পী সুনিধি নায়েক। চ্যাটিংয়ে সুনিধি নায়েক কয়েকটি ব্র্যান্ডের এমডিএমের প্যাকেট শেয়ার করে অর্ডার দেন।

 

নারকোটিক্স বলছে, ভারতীয় নাগরিক সুনিধি নায়েক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। বাংলাদেশের নামকরা সংগীত শিল্পী এবং কোক স্টুডিওর অন্যতম উদ্যোক্তা শায়ান চৌধুরী ওরফে অর্ণবকে বিয়ে করে তিনি ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। তবে সম্প্রতি অর্ণবের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে এমন কথা বিভিন্ন মিডিয়ায় শোনা যায়।

 

তদন্তসংশ্লিষ্টরা জানান, দীপ গ্রেফতারের পরপরই সংশ্লিষ্টদের কেউ কেউ তাদের মোবাইল ফোন থেকে গোপন চ্যাটিং রেকর্ড মুছে ফেলার চেষ্টা করেন। কিন্তু এতে তারা পুরোপুরি সফল হননি। গ্রেফতারের পর তাৎক্ষণিকভাবে দীপের মোবাইল ফোনের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এতে মাদক কেনাবেচাসংক্রান্ত চ্যাটিং রেকর্ড মুছে ফেলা সম্ভব হয়নি।

 

সূত্রটি জানায়, বর্তমানে রাজধানীর গুলশান এবং বনানীকেন্দ্রিক ধণাঢ্য পরিবারের সন্তানদের অনেকেই এমডিএম, এলএসডি এবং কুশ নামের উচ্চ আসক্তি সম্পন্ন মাদকের দিকে ঝুঁকছে। চোরাইপথে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা এবং থাইল্যান্ডসহ আরও বেশ কয়েকটি দেশ থেকে এসব মাদকের চালান আসছে। স্ল্যাপচ্যাট, মেসেঞ্জার বা হোয়্যাটসঅ্যাপ গ্রুপে এগুলো বিক্রি করা হয়।
সংশ্লিষ্টরা বলছেন, গোপনীয়তার জন্য বিভিন্ন সাংকেতিক নামে এসব মাদক বিক্রি করা হয়ে থাকে। যেমন এমডিএম ‘ই’ নামে, এলএসডি ‘এসিড’ এবং এক ধরনের তরল গাঁজা টিএসসি নামে কেনাবেচা হয়। ইলেকট্রিক সিগারেটের মতো ভেপ আকারে তরল গাঁজা সেবন করা হয়।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক পরীক্ষক দুলাল কৃষ্ণ সাহা সাংবাদিকদের বলেন, এমডিএমএ পরীক্ষাগারে তৈরি এক ধরনের কৃত্রিম ওষুধ। এটি অনেক দেশে এস্টাসি বা সুখানুভূতির মাদক হিসাবে পরিচিত। এটি ইয়াবার উপকরণ মেথাএমফিটামিনের মতোই অতি উত্তেজক মাদক। এটি মানবদেহে এমন একটি শক্তিশালী প্রভাব তৈরি করে যাতে সময় এবং উপলব্ধি জ্ঞানের বিচ্যুতি ঘটে। তবে অনেক সময় এটি শান্তি, আনন্দ, সহানুভূতি এবং এক ধরনের আত্মবিশ্বাসের বর্ধিত অনুভূতি তৈরি করে।
এদিকে এসব মাদক সেবনের নেতিবাচক দিকও কম নয়। দীর্ঘমেয়াদে এটি মানুষের জীবনের স্বাভাবিক ছন্দ পুরোপুরি বিনষ্ট করে দেয়। এছাড়া ধীরে ধীরে কিডনি ও লিভার নষ্ট হয়ে যায়।

 

অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য বুধবার (১৮ ডিসেম্বর) রাতে অভিনেত্রী টয়ার মোবাইলে কল করা হলে তিনি বলেন, 'অরিন্দম রায় দীপ নামের কাউকে তিনি চেনেন না। কোনো দিন তার সঙ্গে পরিচয়ও হয়নি। একপর্যায়ে পালটা প্রশ্ন রেখে তিনি বলেন, আপনারা আমার বিরুদ্ধে এতবড় গুরুতর অভিযোগ কোথায় পেলেন। আমি অবশ্যই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে বিষয়টি জানতে চাইব।'

 

এছাড়া বক্তব্য জানার জন্য সাফা কবির ও তানজিন তিশার মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তারা ফোন ধরেননি।


বিভাগ : বিনোদন


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

২৩ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি কাঞ্চন-বাঁধন
না ফেরার দেশে চলে গেলেন নন্দিত নির্মাতা সি বি জামান
ইউটিউব ট্রেন্ডিংয়ে বাংলা গানের চমৎকার সাফল্য, উঠে এসেছে শীর্ষস্থানে
লন্ডনের মঞ্চে পল এবং রিংগোর স্মরণীয় পরিবেশনা
জানুয়ানিতে প্রথমবারের মতো আসছে পাকিস্তানি ব্যান্ড ‘কাবিশ’
আরও

আরও পড়ুন

ফেনসিডিলের ব্যাগ ও মোটরসাইকেল ফেলে পালালো মাদক কারবারী

ফেনসিডিলের ব্যাগ ও মোটরসাইকেল ফেলে পালালো মাদক কারবারী

সাদ অনুসারীদের মুখপাত্র মোয়াজকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

সাদ অনুসারীদের মুখপাত্র মোয়াজকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাথে বিএনপি নেতার মতবিনিময়

মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাথে বিএনপি নেতার মতবিনিময়

যারা দুর্দিনে দলের জন্য কাজ করেছে, তাদের মূল্যায়ন করা হবে: টুকু

যারা দুর্দিনে দলের জন্য কাজ করেছে, তাদের মূল্যায়ন করা হবে: টুকু

চুয়াডাঙ্গার দর্শনা কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

চুয়াডাঙ্গার দর্শনা কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

লাকসামে কম্বল পেয়ে চোখে মুখে হাসি তিন শতাধিক অসহায় মানুষের

লাকসামে কম্বল পেয়ে চোখে মুখে হাসি তিন শতাধিক অসহায় মানুষের

নওগাঁয় দিনব্যাপী পথ বইমেলা অনুষ্ঠিত

নওগাঁয় দিনব্যাপী পথ বইমেলা অনুষ্ঠিত

‘বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান কোকোর অবদান অপরিসীম’

‘বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান কোকোর অবদান অপরিসীম’

অস্ট্রেলিয়া দলে ম্যাকসুইনির জায়গায় কনস্টাস, ফিরেছেন রিচার্ডসন

অস্ট্রেলিয়া দলে ম্যাকসুইনির জায়গায় কনস্টাস, ফিরেছেন রিচার্ডসন

জনগণের নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতা থাকতে হবে: খায়ের ভূঁইয়া

জনগণের নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতা থাকতে হবে: খায়ের ভূঁইয়া

পতিত সরকারের দোসররা দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে: ইসলামী আন্দোলন

পতিত সরকারের দোসররা দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে: ইসলামী আন্দোলন

ঝিকরগাছায় ভ্যানের পিছনে ট্রাকের ধাক্কা,  প্রাণ গেল গৃহবধূর

ঝিকরগাছায় ভ্যানের পিছনে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল গৃহবধূর

বারভিডায় দুর্নীতিবাজদের রাজত্ব, অবৈধ নির্বাচন বন্ধ না হলে আইনি লড়াই

বারভিডায় দুর্নীতিবাজদের রাজত্ব, অবৈধ নির্বাচন বন্ধ না হলে আইনি লড়াই

বনশ্রীতে আবাসিক ভবনে আগুন

বনশ্রীতে আবাসিক ভবনে আগুন

বাংলাদেশ একটি শক্তিশালী আধুনিক ইসলামী রাষ্ট্র হিসাবে আর্বিভূত হচ্ছে- এ এম এম বাহাউদ্দীন

বাংলাদেশ একটি শক্তিশালী আধুনিক ইসলামী রাষ্ট্র হিসাবে আর্বিভূত হচ্ছে- এ এম এম বাহাউদ্দীন

তরফভাইখাঁ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

তরফভাইখাঁ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ছাগলনাইয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ছাগলনাইয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

২৩ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি কাঞ্চন-বাঁধন

২৩ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি কাঞ্চন-বাঁধন

নকলায় গরিব অসহায় মানুষের মাঝে ময়মনসিংহ যুব সমাজ কল্যাণ সংস্হার শীত বস্ত্র বিতরণ

নকলায় গরিব অসহায় মানুষের মাঝে ময়মনসিংহ যুব সমাজ কল্যাণ সংস্হার শীত বস্ত্র বিতরণ

যে কারণে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল

যে কারণে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল