পারিশ্রমিক কত নেন ঢাকাই সিনেমার অভিনেত্রীরা?

Daily Inqilab তরিকুল সরদার

১৩ মার্চ ২০২৫, ০৩:০৫ পিএম | আপডেট: ১৩ মার্চ ২০২৫, ১১:০৪ পিএম

হলিউড বা বলিউডে অভিনেতা অভিনেত্রীদের পারিশ্রমিক নিয়ে নানা আলোচনা দেখা যায় হরহামেশা। অভিনেত্রী জয়া আহসান, অপু বিশ্বাস, পরীমনিরা পারিশ্রমিক হিসেবে নেন ৩–৫ লাখ, কারও আবার ১০–১৫ লাখ। একসময় কারও পারিশ্রমিকের অঙ্কটা ১৫–২০ লাখের ঘরে থাকলেও জনপ্রিয়তার নিরিখে এখন তা কমে এসেছে। চলুন জেনে নেওয়া যাক সাম্প্রতিক সময়ে বাংলাদেশের জনপ্রিয় কিছু অভিনেত্রীর সিনেমা প্রতি পারিশ্রমিকের মাত্রা।

 

১. জয়া আহসান
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান জনপ্রিয়তা পান টেলিভিশন নাটক দিয়ে। ‘ব্যাচেলর’ দিয়ে তাঁর চলচ্চিত্রে অভিনয় শুরু। একে একে দেশের কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর ‘আবর্ত’ দিয়ে পশ্চিমবঙ্গের সিনেমায় নাম লেখান। জয়া কাজ করেছেন হিন্দি সিনেমাতেও। একাধিক সূত্রে জানা গেছে, অভিনয়জীবনের শুরুতে সিনেমায় তাঁর পারিশ্রমিক ছিল ৬ থেকে ১০ লাখ টাকা। জনপ্রিয়তার সঙ্গে বাড়তে থাকে পারিশ্রমিকের অঙ্কও। প্রযোজক-পরিচালকেরা জানিয়েছেন, দেশের সিনেমায় জয়া কখনো ১৫ আবার কখনো ২০ লাখ টাকা পান। ক্ষেত্রবিশেষে এই অঙ্ক কমবেশি হয়। পশ্চিমবঙ্গের সিনেমায় জয়ার পারিশ্রমিক কত, তা জানা যায়নি।

 

২. অপু বিশ্বাস
একসময় নাটকে ছোট ছোট চরিত্রে কাজ করেন। আমজাদ হোসেনের ‘কাল সকালে’ দিয়ে বড় পর্দায় তাঁর যাত্রা শুরু। এরপর শাকিব খানের সঙ্গে ‘কোটি টাকার কাবিন’ দিয়ে প্রথম হিট সিনেমা। ছবিটি মুক্তির পর অপুকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ১৯ বছরের অভিনয়জীবনে শ খানেক চলচ্চিত্রে কাজ করেছেন। এর মধ্যে ৮০টির মতো ছবিতে তিনি শাকিব খানের নায়িকা। জনপ্রিয়তার কারণে অপু বিশ্বাস একটা সময় ১৫–২০ লাখ টাকা পারিশ্রমিক হাঁকিয়েছেন। এখন তাঁর নায়িকা ক্যারিয়ারে ভাটা পড়েছে। তবে বিভিন্ন পণ্যপ্রতিষ্ঠানের প্রচারণায় তিনি ব্যস্ত, চাহিদাও আছে। এই নায়িকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘ছায়াবৃক্ষ’, যাতে অপুর পারিশ্রমিক ছিল চার–ছয় লাখ টাকা।
এরপর তাঁর আর কোনো ছবিতে অভিনয়ের খবর পাওয়া যায়নি। তবে দীর্ঘদিন ধরে বলে আসছেন, নতুন ছবিতে অভিনয়ের ব্যাপারে পরিচালক ও প্রযোজকের সঙ্গে কথাবার্তা চলছে। চূড়ান্ত কিছু হয়নি, তাই বলতে চান না।

 

৩. তমা মির্জা
বিনোদন অঙ্গনে নাচ দিয়ে শুরু হয়েছিল তমা মির্জার ক্যারিয়ার। দেড় দশক আগে তাঁর চলচ্চিত্রে অভিষেক। এম বি মানিক পরিচালিত ‘বলো না তুমি আমার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তমা। তমা তার প্রথম সিনেমায় পারিশ্রমিক পেয়েছিলেন তিন লাখ টাকা। গেল দেড় দশকে ২০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০২৩ সালে সুপারহিট তকমা পায় তমা মির্জা অভিনীত ‘সুড়ঙ্গ’। ছবিতে তাঁর অভিনয়ও প্রশংসিত হয়। বড় পর্দার পাশাপাশি তমা মির্জা ওটিটির সিরিজ ও ওয়েব ফিল্মে সমানতালে কাজ করছেন। গেল বছর কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অঞ্জন দত্তের পরিচালনায় ‘দুই বন্ধু’ সিরিজেও কাজ করেছেন। আগামী ঈদে মুক্তি পাবে এই চিত্রনায়িকার ‘দাগি’। তার আগে চরকিতে মুক্তি পাবে ওয়েব ফিল্ম ‘আমলনামা’। খোঁজ নিয়ে জানা গেছে, তমা মির্জা এখন ছবিপ্রতি পারিশ্রমিক নিচ্ছেন ১০–১৫ লাখ টাকা। সর্বশেষ একটি চলচ্চিত্রে ১২ লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়েছেন। তবে ছবিভেদে টাকার অঙ্ক ওঠানামা করে।

 

শবনম বুবলী
উড়োজাহাজের কেবিন ক্রু দিয়ে ক্যারিয়ার শুরু করেন শবনম বুবলী, এরপর সংবাদপাঠিকা এবং পরে চলচ্চিত্রে থিতু হন। ‘বসগিরি’ দিয়ে চলচ্চিত্রের শুরু, পার করেছেন আট বছর। এরই মধ্যে অভিনয় করেছেন দুই ডজনের মতো চলচ্চিত্রে। প্রথম ছবিতে শাকিব খানকে নায়ক হিসেবে পেয়েছেন বুবলী। পরপর কয়েকটি ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হয়ে আলোচনায় আসেন এই নায়িকা। জীবনের প্রথম সিনেমায় এই নায়িকা পারিশ্রমিক পেয়েছিলেন ৫ লাখ টাকা; প্রযোজক-পরিচালক সূত্রে তেমনটাই জানা গেছে। কয়েক বছর ধরে বুবলী সমানতালে চলচ্চিত্রে কাজ করছেন। ওটিটিতেও তাঁর একাধিক চলচ্চিত্র মুক্তি পেয়েছে। ঈদে ‘জংলি’ ও ‘পিনিক’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ছবিপ্রতি বুবলী পারিশ্রমিক নিচ্ছেন ৬–১০ লাখ টাকা।

 

বিদ্যা সিনহা মিম
হুমায়ূন আহমেদের পরিচালনায় ‘আমার আছে জল’ চলচ্চিত্রে অভিনয়ের আগে তাঁর পরিচালনায় একটি নাটকেও অভিনয় করেছিলেন বিদ্যা সিনহা মিম। সে নাটকে অভিনয়ের জন্য পাঁচ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। বিভিন্ন সূত্রের খবর, প্রথম ছবিতে মিমের পারিশ্রমিক ছিল ৭-১০ লাখ টাকা। মডেলিংয়ের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেন মিম। মুক্তির অপেক্ষায় আছে ‘দিগন্তে ফুলের আগুন’। নতুন কয়েকটি ছবিতে অভিনয়ের ব্যাপারে কথাবার্তা চলছে। মিম যেসব প্রযোজক-পরিচালকের সঙ্গে কাজ করেছেন, তাঁদের কাছ থেকে প্রাপ্ত তথ্যমতে, ছবিপ্রতি ১৫ লাখ টাকা পারিশ্রমিক দাবি করেন মিম। তবে ক্ষেত্রবিশেষে তা ওঠানামাও করে।

 

নুসরাত ফারিয়া
বিনোদন অঙ্গনে শুরুর দিকে গানের ভিডিওতে মডেল হন নুসরাত ফারিয়া। এরপর উপস্থাপনা হয়ে মডেলিং। ২০১৫ সালে প্রথম সিনেমা, নাম ‘আশিকী’। ছবিতে কলকাতার অঙ্কুশ হাজরার বিপরীতে অভিনয় করেন ফারিয়া। বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ছবিতে ফারিয়ার পারিশ্রমিক ছিল ৫–৭ লাখ টাকা। এই নায়িকার উল্লেখযোগ্য ছবির তালিকায় আছে ‘বঙ্গবন্ধু’। এক বছরের বেশি সময় ধরে নতুন ছবির খবর সেভাবে পাওয়া যায়নি। মাসখানেক আগে হঠাৎ জানা যায়, জ্বীন–৩ নামের একটি ছবিতে কাজ করছেন। নুসরাত ফারিয়ার ছবির প্রযোজক ও পরিচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোনো ছবিতে তিনি ১০ লাখ, কোনোটিতে ১২ লাখ, আবার কোনোটিতে ১৫ লাখ টাকা পারিশ্রমিক চেয়ে থাকেন। মাঝখানে ১০ লাখ টাকার কমেও ছবিতে কাজ করার ইচ্ছা পোষণ করেন এই নায়িকা।

 

পরীমনি
আলোচিত চিত্রনায়িকা পরীমনির অভিনয়জীবন শুরু নাটক দিয়ে। জীবনের প্রথম ধারাবাহিক ‘সেকেন্ড ইনিংস’-এ অভিনয়ের জন্য ২৬ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। ১০ বছরের অভিনয়জীবনে তাঁর প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসা সীমাহীন’। এ ছবির জন্য তখন ৩ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। সময়ের সঙ্গে পরীমনির জনপ্রিয়তা পাল্লা দিয়ে বেড়েছে। চলচ্চিত্রের সংখ্যাও বেড়েছে। গেল বছর তিনি অভিনয় করেন কলকাতার চলচ্চিত্রেও। জনপ্রিয়তার নিরিখে ছবিপ্রতি পরীমনির সম্মানীও বেড়েছে। দেশে তিনি সর্বোচ্চ ২২ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন ‘অ্যাডভেঞ্চার সুন্দরবন’-এ। এর বাইরে আরও কয়েকটি ছবিতেও তিনি ২২ লাখ টাকা সম্মানী নিয়েছিলেন বলে জানিয়েছেন পরীমনি নিজেই।
তবে ক্ষেত্রবিশেষে এর কমেও অনেক প্রযোজক-পরিচালকের ছবিতে কাজ করে দিয়েছেন। দেশে ২২ লাখ টাকা সম্মানী নিলেও দেশের বাইরে থেকে তার চেয়েও বেশি পারিশ্রমিক নিয়েছেন। ‘ফেলুবক্সী’ ছবিতে পরীমনির পারিশ্রমিক ছিল ২৮ লাখ। পরীমনি সর্বশেষ চুক্তিবদ্ধ হয়েছেন ‘গোলাপ’ চলচ্চিত্রে, এ ছবিতে তাঁর নায়ক নিরব।

 

পূজা চেরী
নাচে পারদর্শী পূজা ছোটবেলায় শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন। নায়িকা হিসেবে প্রথম সিনেমা ‘নূরজাহান’, যাতে তাঁর নায়ক ছিলেন কলকাতার আদৃত। দ্বিতীয় ছবি ‘পোড়ামন ২’ দিয়ে নিজেকে আলোচনায় আনেন। একে একে অভিনয় করেন ‘দহন’, ‘প্রেম আমার ২’, ‘শান’, ‘গলুই’, ‘হৃদিতা’, ‘জ্বীন’ ও ‘লিপস্টিক’ সিনেমায়। ‘গলুই’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে সবচেয়ে বেশি আলোচনায় আসেন। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে তৈরি ‘নূরজাহান’ ছবিতে কাজ করার সময় প্রতিষ্ঠানটি থেকে মাসিক বেতন পেতেন পূজা। প্রতিষ্ঠানটির একটি সূত্র জানিয়েছে, বেতনের হিসাবে এই নায়িকার পারিশ্রমিক ছিল তিন লাখের মতো। পূজা এখন ছবিপ্রতি ১০ লাখ টাকা পারিশ্রমিক দাবি করেন। তবে গল্প কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে বোঝাপড়া ভালো হলে আট লাখ টাকায়ও কাজ করেন।

 

দীঘি
২০০৬ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষেক। শিশুশিল্পী হিসেবে লম্বা সময় রুপালি পর্দায় নিয়মিত ছিলেন দীঘি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও অভিনয় করতেন। কয়েক বছর আগে নায়িকা হিসেবে অভিষেক। তা-ও আবার একই দিনে মুক্তি পায় দুটি ছবি। নায়িকা হিসেবে দীঘি তাঁর প্রথম দিককার ছবি ‘তুমি আছো তুমি নেই’–তে পারিশ্রমিক নিয়েছিলেন তিন লাখ টাকা। সামনের ঈদুল ফিতরে তাঁকে ‘জংলি’ সিনেমায় দেখা যাবে। জানা গেছে, এ ছবিতে দীঘির পারিশ্রমিক ছিল ৪–৫ লাখের মধ্যে। চলচ্চিত্রের পাশাপাশি ওটিটিতেও নিয়মিত কাজ করছেন।


বিভাগ : বিনোদন


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

মাতৃহীন, ভগ্নিহীন, কন‍্যাহীন মরুভূমি হোক এ দেশ
স্যোশাল মিডিয়ায় হাইপ তুলেছে রণবীর-আমিরের বাগবিতণ্ডা
সঙ্গীতে আসিফের হাত ধরে দ্যুতি ছড়াবেন জ্যোতি
‘ডেমন সিটি' নিয়ে কেন এতটা মাতামাতি জাপানে?
ঈদে হইচইয়ে আসছে জয়ার 'জিম্মি'
আরও
X

আরও পড়ুন

তারাকান্দায় বসত ঘর থেকে স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

তারাকান্দায় বসত ঘর থেকে স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

জবিতে শিশু আছিয়ার গায়েবানা জানাজা

জবিতে শিশু আছিয়ার গায়েবানা জানাজা

জকিগঞ্জে পানিতে ডুবে ১ মৃগী রোগীর ইন্তেকাল : লাশ উদ্ধার

জকিগঞ্জে পানিতে ডুবে ১ মৃগী রোগীর ইন্তেকাল : লাশ উদ্ধার

গোলাপগঞ্জে পৌর জামায়াতের ইফতার মাহফিল সম্পন্ন

গোলাপগঞ্জে পৌর জামায়াতের ইফতার মাহফিল সম্পন্ন

ভয়ংকর ‘রক্তবৃষ্টি’! ইরানের দ্বীপের এ ঘটনার রহস্য কী?

ভয়ংকর ‘রক্তবৃষ্টি’! ইরানের দ্বীপের এ ঘটনার রহস্য কী?

সিরিয়ায় সংবিধান বাতিল করে শরিয়াহ আইন চালু

সিরিয়ায় সংবিধান বাতিল করে শরিয়াহ আইন চালু

মনোয়ারুল ইসলামকে হাবিবুল্লাহ বাহার কলেজের গভর্নিং বডির সদস্য মনোনয়ন

মনোয়ারুল ইসলামকে হাবিবুল্লাহ বাহার কলেজের গভর্নিং বডির সদস্য মনোনয়ন

আ'লীগ নেতাকে মঞ্চে নিয়ে বিএনপির ইফতার মাহফিল

আ'লীগ নেতাকে মঞ্চে নিয়ে বিএনপির ইফতার মাহফিল

'নতুন পার্টির ওইসব খবর মিডিয়ায় আসছে না' :  বরকত উল্লাহ বুলু

'নতুন পার্টির ওইসব খবর মিডিয়ায় আসছে না' : বরকত উল্লাহ বুলু

নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল

নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল

ড্যাব পরিচালিত হবে নির্বাচিত কমিটির মাধ্যমে

ড্যাব পরিচালিত হবে নির্বাচিত কমিটির মাধ্যমে

কুমিল্লা আলিয়া মাদরাসা প্রিন্সিপালের ইন্তেকাল, ইনকিলাব সম্পাদকের শোক প্রকাশ

কুমিল্লা আলিয়া মাদরাসা প্রিন্সিপালের ইন্তেকাল, ইনকিলাব সম্পাদকের শোক প্রকাশ

হাফেজি মাদরাসার শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের ইফতার বিতরণ

হাফেজি মাদরাসার শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের ইফতার বিতরণ

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, ২০ দফা ঘোষণা

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, ২০ দফা ঘোষণা

বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষার সকল ক্ষেত্রে দলীয়করণ করেছে

বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষার সকল ক্ষেত্রে দলীয়করণ করেছে

ছাত্রদল কোনো রাজনৈতিক দলের সাথে বৈরিতা চায় নাঃ  নাছির উদ্দীন

ছাত্রদল কোনো রাজনৈতিক দলের সাথে বৈরিতা চায় নাঃ নাছির উদ্দীন

সামাজিক মাধ্যমে নামাজ ও খুতবা পোস্ট করা যাবে না, রায় গ্র্যান্ড মুফতির

সামাজিক মাধ্যমে নামাজ ও খুতবা পোস্ট করা যাবে না, রায় গ্র্যান্ড মুফতির

সমাজকে কোরআনের আলোকে সাজাতে ইসলামী আন্দোলনের বিকল্প নাই-মুফতী শামছুদ্দোহা আশরাফী

সমাজকে কোরআনের আলোকে সাজাতে ইসলামী আন্দোলনের বিকল্প নাই-মুফতী শামছুদ্দোহা আশরাফী

আছিয়ার মৃত্যুতে ভূঞাপুরে বি‌ক্ষোভ ও মশাল মিছিল

আছিয়ার মৃত্যুতে ভূঞাপুরে বি‌ক্ষোভ ও মশাল মিছিল

আশুলিয়ার ভ্রাম্যমাণ আদালতে অবৈধ মাটি ব্যবসায়ীর জরিমানা

আশুলিয়ার ভ্রাম্যমাণ আদালতে অবৈধ মাটি ব্যবসায়ীর জরিমানা