সমালোচনা গায়ে মাখার সময় নেই- মাইলি সাইরাস
২৩ মার্চ ২০২৫, ০৯:০৪ এএম | আপডেট: ২৩ মার্চ ২০২৫, ০৯:০৪ এএম

হলিউডের অন্যতম সেরা গায়িকা, অভিনেত্রী মাইলি সাইরাস। এই তারকা কেবল টচচার্টই নয়, অসংখ্য ভক্তের হৃদয়ে রাজত্ব করছেন বছরের পর বছর ধরে। কিন্তু অসম্ভব তারকাখ্যাতি সত্ত্বেও, বিতর্ক যেন ছাড়ছেই না সাইরাসকে।
বিভিন্ন সময়ে, তার প্রতিটি কাজই সমালোচকরা খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করেছেন, করেছেন সমালোচনা। ব্যক্তি জীবনে খুব অল্প বয়সেই ক্যারিয়ার শুরু করেছিলেন এ গায়িকা। তাই সেই বয়সে এই সমালোচনার বিষয়গুলো তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এসকল বিষয়ে খোলাখুলি আলাপ করেন সাইরাস। জানান ছোটবেলা থেকেই তাকে নিয়ে তৈরি বিতর্কের জন্য তিনি নিজেকে কতটা শাস্তি দিয়েছিলেন এবং নিজেকে কতটা বিচার করেছিলেন। ভাবতেন, আসলেই তিনি ভুল করেছেন, বা তিনিই দোষী। কিন্তু সময়ের পরিক্রমায় বিষয়গুলো সম্পর্কে আরও ভালোভাবে বোঝার পরে, গায়িকা নিজেকে দোষ দেওয়া বন্ধ করেছেন।
ছিলেন শিশুশিল্পী, সেখান থেকে আজকের বিশ্বখ্যাত গায়িকা-গীতিকার-অভিনেত্রী হওয়ার যাত্রা সম্পর্কে বলতে গিয়ে মাইলি সাইরাস তার কর্মকান্ডের জন্য মাঝে মাঝে কতটা অপরাধবোধ কাজ করতো তা নিয়ে কথা বলেছেন। জনপ্রিয় ব্রিটিশ ম্যাগাজিন ভোগের সঙ্গে কথোপকথনের সময় গায়িকা বলেন, ‘আমি বছরের পর বছর ধরে নিজের চারপাশে কিছু অপরাধবোধ এবং লজ্জা বয়ে বেড়াচ্ছিলাম। কারণ আমি আসলে কতটা বিতর্ক এবং বিপর্যয়ের সৃষ্টি করেছি।’
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘এখন যেহেতু আমি একজন প্রাপ্তবয়স্ক, আমি বুঝতে পারছি, আমাকে কতটা কঠোরভাবে বিচার করা হয়েছিল। আমি একজন শিশু, তখনকার প্রাপ্তবয়স্করা এটা স্বীকার করেননি। আমাকে তখন কঠোরভাবে বিচার করেছিল। এখন একজন প্রাপ্তবয়স্ক হিসেবে আমি বুঝতে পারি, আমি কখনই কোনও শিশুকে কঠোরভাবে বিচার করব না।’
মাইলি সাইরাস সেই সময়ের কথা আরও স্মরণ করেন যখন তিনি বয়ঃসন্ধির মধ্য দিয়ে যাচ্ছিলেন, তখন মিডিয়া তার সাথে কঠোর আচরণ করেছিল। শিশু থেকে যখন তিনি একজন নারীতে রূপান্তরিত হচ্ছিলেন, তখন একটি ট্যাবলয়েড একবার তার ব্রণ সম্পর্কে একটি গল্প লিখেছিল, যার শিরোনাম ছিল ‘আ ব্রেকআউট ইয়ার!’
এর উত্তরে, গায়িকা তার হতাশার কথা ব্যাখ্যা করে বলেন, ‘এতে যে আমি কষ্ট পাব সেটা তারা একটুও ভাবেনি। তখন আমার বয়স ২০ বছর। সবাই ভাবে, বড় হয়ে গেছি, কিন্তু এখন আমি বলছি, ওই সময় আমি পুরোপুরি বাচ্চা ছিলাম।’
যদিও বিতর্ক এবং মাইলি সবসময় হাত ধরাধরি করে চলেছে। ২০০৮ সাল থেকে যখন হান্না মন্টানা তারকার অন্তরঙ্গ ছবি অনলাইনে প্রচারিত হয় তখনও বেশ শোরগোল উঠেছিল। সেই বছরের শেষের দিকে, তিনি ভ্যানিটি ফেয়ারের জন্য টপলেস পোজ দেওয়ার জন্যও সমালোচনার মুখোমুখি হয়েছিলেন। পরবর্তীতে যদিও তিনি সেই সময়ে ক্ষমা চেয়েছিলেন,এমনকি নিজ বক্তব্য উল্টে দেন এবং এক্স (সাবেক টুইটার)-এ লিখেছিলেন, ‘আমি দুঃখিত নই।’
এছাড়াও ২০০৯ সালে টিন চয়েস অ্যাওয়ার্ডস-এ ‘পার্টি ইন দ্য ইউএসএ’-তে তার পরিবেশনাও বেশ সমালোচিত হয়। কারণ আইসক্রিম প্রপে তার নাচকে পোল-ড্যান্সিং হিসেবে চিহ্নিত করা হয়েছিল। পরের বছর, সাইরাসের সিসাপানরত একটি ভিডিও ফাঁস হয়, যা নেটিজেনদের বেশ ক্ষুব্ধ করে তোলে। এখানেই শেষ নয়। তার নাম ঘিরে অন্যান্য বিতর্কও ছিল, যার মধ্যে রয়েছে ২০১৩ সালের এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে তার টোয়ার্কিং পারফর্মেন্স, যা তার মিউজিক ভিডিও, রেকিং বল-এ নিষিদ্ধ করা হয়েছিল এবং তালিকাটি এখনও অব্যাহত রয়েছে। কিন্তু, এখন মাইলি তার কাজের জন্য কোনও লজ্জা বোধ করেন না। ‘ফ্লাওয়ার্স গায়িকা’ মেনে নিয়েছেন, তিনি কে। বলেছেন, সমালোচনা গায়ে মাখার মতো এতো সময় এখন তার নেই।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

ভারতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, যেভাবে নাটকীয়ভাবে বেঁচে গেল একটি পরিবার

অবশেষে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন উখিয়ার ১৩ এসএসসি পরীক্ষার্থী

পবিপ্রবি শিক্ষার্থী পানিতে পড়ে আহত হওয়ার পরে চিকিৎসা অবহেলার মৃত্যুর অভিযোগ

শেরপুর জেলা উপজেলায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

নববর্ষ উদযাপনে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আনন্দ শোভাযাত্রা

মাজারের বার্ষিক ওরসের মেলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করল স্বামী

কুমিল্লার রাজগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে পৌনে দুই কোটি টাকার মালামাল ভস্মীভূত

সরকার নয়, আমরা একটি দেশ হিসেবে কাজ করছি: জ্বালানি উপদেষ্টা

মতলবে উপজেলা বিএনপির বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা

ফিলিস্তিনবাসীদের শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল

বর্ণাঢ্য ‘ড্রোন শো’ দেখে মুগ্ধ লাখো মানুষ

নতুন বছরে সংস্কার ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হোক : মঞ্জু

বুধবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী

পুরোনো পদে ফিরলেন গাঙ্গুলি

আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল

রূপায়ণ সিটিতে শতকন্ঠে বর্ষবরণ

বর্ষবরণকে স্বাগত জানিয়ে গাজীপুরে জেলা বিএনপির শোভাযাত্রা

আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করেছি: ফারুকী

ভারতীয়দের হজ কোটা ৮০ শতাংশ কমাল সৌদি

চীনা দূতাবাসের সৌজন্যে ঢাকার আকাশে ব্যতিক্রমী ড্রোন শো