অনৈতিক প্রস্তাবের জেরে অভিনেত্রীর শোবিজ ছাড়ার ঘোষণা
১০ এপ্রিল ২০২৫, ০৬:৩১ পিএম | আপডেট: ১০ এপ্রিল ২০২৫, ০৬:৩১ পিএম

২০২০ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় শীর্ষ দশে অবস্থান ছিল নিদ্রা দে নেহার। পরবর্তীতে বিজ্ঞাপন দিয়ে শুরু হয় ক্যারিয়ার। ক্রমান্বয়ে কাজ করা নাটক, ওয়েব সিরিজ ও সিনেমায়। ক্যারিয়ারে যখন বয়স মাত্র ৫ বছর, তখনই আকস্মিক ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষনা দিলেন এই অভিনেত্রী।
সম্প্রতি বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে শোবিজাঙ্গনের নানা অনৈতিক বিষয় তুলে ধরে নিজের ক্লান্তির কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি জানান, বর্তমানে তার পক্ষে কোনো কাজ করা সম্ভব না।
অভিনেত্রী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, 'আমি একজন অভিনেত্রী, একজন শিল্পী, একজন নৃত্যশিল্পী। সেই কারণেই আমি সবসময় শিল্প, সংস্কৃতি, অভিনয় এসব কিছুর সাথে জড়িত থাকতে চেয়েছি। অভিনয়ের মাঝেই আমি সবচেয়ে বেশি তৃপ্তি পাই। কিন্তু দুর্ভাগ্যবশত, যে ভালোবাসা আমি অভিনয়ের প্রতি অনুভব করতাম, তা দিনে দিনে অন্যায়ের কারণে নষ্ট হয়ে গেছে। তাই আমি আর এই বিশৃঙ্খলার অংশ হতে চাই না।'
তিনি আরও লিখেছেন, 'আমি আমার জীবনের ৫ বছর ব্যয় করেছি নিজেকে একজন অভিনেতা হিসেবে গড়ে তুলতে। কিন্তু আমার সাথে ঘটে যাওয়া অন্যায়ের কারণে আমি আর কোনো কাজ চালিয়ে যেতে পারছি না। এজন্যই আমি ধীরে ধীরে এই মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে আগ্রহ হারিয়ে ফেলছি, যেখানে বেশিরভাগ মানুষ মেধা আর পরিশ্রমের যথাযথ মূল্য দেয় না।
যারা পেশাদার, যোগ্য, আন্তরিক এবং তাদের প্রজেক্ট নিয়ে সিরিয়াস, যারা তাদের কাজে নিষ্ঠাবান এবং আবেগপ্রবণ—তাদের অনেকেই প্রাপ্য সম্মান, উপযুক্ত অবস্থান পান না, শুধুমাত্র জনপ্রিয়তা না থাকার কারণে, ফলোয়ার কম থাকার কারণে, বা কোনো সিন্ডিকেটের অংশ না হওয়ার কারণে।'
অভিনেত্রীর ভাষ্যে, 'আর কখনো কখনো শুধুমাত্র নতুন হওয়াটাই তাদের অপরাধ হয়ে দাঁড়ায়, আবার কখনো শুধুমাত্র প্রযোজকদের সঙ্গে ভালো সম্পর্ক না থাকার কারণেও তারা অবহেলিত হয়। তারা বারবার দমন-পীড়নের শিকার হয়।
আমি জানি আমার ক্যারিয়ারের সময় খুব সীমিত। কিন্তু আমি আর এই অনৈতিক ব্যাপারগুলো মেনে নিতে পারছি না। আমি সবসময় চেয়েছি সততা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করতে। কিন্তু এখন মনে হয় কেউ এসবের মূল্য দেয় না।'
তিনি আরও লিখেছেন, 'যারা সত্যিই আমার গুণের মূল্যায়ন করেছেন, যারা আমাকে এবং আমার কাজকে ভালোবেসেছেন— তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং সবশেষে, আমি চিরকাল দর্শকদের প্রতি কৃতজ্ঞ থাকবো।
এই পাঁচ বছরে যদি আমি কারো প্রতি কোনো ভুল করে থাকি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন।'
সবশেষ এই অভিনেত্রী লেখেন, 'আমার কিছু আসন্ন প্রজেক্ট আছে, তবে আমি এখন মানসিকভাবে সুস্থ অবস্থায় নেই কোনো কাজ এগিয়ে নিয়ে যাওয়ার।
প্রসঙ্গত বরিশালের ভোলার মেয়ে নিদ্রা নেহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পড়েছেন। পড়াশোনার পাশাপাশি অভিনয় ও নাচ সমানতালে চালিয়ে গেছেন তিনি। সবশেষ তাকে দেখা গেছে ওয়েব সিনেমা ‘আন্তঃনগর’-এ।'
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন

কোটি কোটি’ টাকা নিয়ে লাপাত্তা সাউথইস্ট ব্যাংকের কর্মকর্তা, উৎকণ্ঠায় গ্রাহক

বৃদ্ধা মোমেনার ভাগ্যে জোটেনি বিধবা ভাতার কার্ড!

কুমিল্লায় সাবেক রেলমন্ত্রীর শ্বশুর বাড়িতে হামলা ভাংচুর লুটপাট, ৪জন আটক

মাওলানা রইসউদ্দিন হত্যার বিচার যেকারণে করবে না সরকার: ডা. জাহেদ

বেগম খালেদা জিয়া সুস্থ’ অবস্থায় দেশে ফেরায় আল্লাহ তায়ালার শুকরিয়া আদায়

প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন: সিলেট বাসদ

বালাকোট দিবসে সিলেট মহানগর ছাত্র শিবিরের আলোচনা সভা

সাম্রাজ্যবাদী গোষ্ঠী আলেমদের বিরুদ্ধে উগ্র নারীবাদীকে লেলিয়ে দিয়েছে: হেফাজতে ইসলাম বাংলাদেশ

কেউ অপরাধ করলে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন অতিরিক্ত পুলিশ সুপার- শাহীনুর কবির

এবার নতুন ভূমিকায় ফুটবলার বাবলু

ব্রাজিলের নতুন কোচ আগামী সপ্তাহেই

দেশে বছরে ৬ হাজারের বেশি শিশু থ্যালাসিমিয়া নিয়ে জন্ম গ্রহণ করছে, সচেতনতা বৃদ্ধির উপর তাগিদ বিশেষজ্ঞদের

কুলাউড়া বাবনিয়া- হাসিমপুর মাদরাসার অধ্যক্ষের উপর হামলা,আটক-১

রাবেয়া-ফাহিমার উন্নতি, অবনতি নিগার-শারমিন-ফারজানাদের

ফরিদপুরে ছিনিয়ে নিয়ে শিশু কন্যাকে বিক্রি করলেন বাবা, খুঁজে পাচ্ছে না পুলিশ

অসুস্থ মাকে দেখতে হাসপাতালে ডা. জুবাইদা

সুযোগ হাতছাড়া ইমার্জিং নারী ক্রিকেট দলের

না জেনে অলাভজনক জমি মসজিদে দান করা প্রসঙ্গে?

শান্তির বার্তা দিয়ে হিন্দুত্ববাদীদের তোপের মুখে কাশ্মীর হামলায় নিহতের স্ত্রী

আর্সেনালের বিপক্ষে দেম্বেলেকে পাচ্ছে পিএসজি