ঢাকা সামার কন ফেস্টিভালের থিম সং এস্কেপ
২৪ জুন ২০২৩, ০৮:৫৪ পিএম | আপডেট: ২৫ জুন ২০২৩, ১২:০১ এএম
অন্যান্য দেশের মত এখন আমাদের দেশেও জনপ্রিয় হচ্ছে পপ কালচার। এই পপ কালচার ও সংযুক্ত কমিউনিটিগুলোকে একত্রিত করার জন্য আগামী ১৩, ১৪ ও ১৫ জুলাই রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি)'তে তিনদিন ব্যাপী অনুষ্ঠিত হবে দেশের সবচেয়ে বড় পপ কালচার ফেস্টিভ্যাল ‘ঢাকা সামার কন ২০২৩’। কমিক, কসপ্লে, কনসার্ট, গেমিং, কে-পপ, হিপ-হপ, আর্ট সকল প্রকার বিনোদনের সমারহ নিয়ে প্রথমবারের মত এই ফেস্টিভাল আয়োজন করতে যাচ্ছে দেশের শীর্ষ স্থানীয় ইভেন্ট ম্যানেজমেন্ট ও জনসংযোগ প্রতিষ্ঠান মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ। মূলত বিশ্বব্যাপী উৎসাহমূলক অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট কমিউনিটিতে একটি আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম তৈরির ধারণা থেকেই আয়োজিত হচ্ছে ঢাকা সামার কন। এ উপলক্ষে, প্রকাশ পেতে যাচ্ছে ‘ঢাকা সামার কন থিম সং ‘এস্কেপ’, যা কোন ফেস্টিভালের জন্য প্রথমবারের মত তৈরি করা থিম সং। অনন্য ধারার এই আয়োজনের গান নির্মাণে স্বনামধন্য হেভি মেটাল ব্যান্ড মেকানিক্স-এর সাথে তারকা শিল্পী রাফা, শিশির আহমেদ এবং ব্ল্যাক জ্যাং যুক্ত হয়েছেন। শীঘ্রই গানটি এর মিউজিক ভিডিওসহ ‘ঢাকা সামার কন’-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং সর্বোপরি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশ করা হবে। ‘এস্কেপ’ গানটি লিখেছেন মেকানিক্স ব্যান্ডের ড্রামার শেখ এম রিয়াজ। গানটি শিশির আহমেদ, মেকানিক্স ব্যান্ড, রায়েফ আল হাসান রাফা ও ব্ল্যাক জ্যাং-এর যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। পপ-কালচার নিয়ে তরুণ-তরুণী ও কিশোর-কিশোরীরাই মূলত অধিক মাত্রায় যুক্ত, তাই তাদের কথা ভেবে গানটি রচনা করা হয়েছে। তরুণদের মাঝে আত্মবিশ্বাস তৈরি ও অনুপ্ররণা যোগাতে সর্বোপরি তারুণ্যের ¯পৃহা, নির্ভিকতা, স্বাধীনচেতা, সৃজনশীলতাকে জাগ্রত ও উদ্ধুদ্ধ করাই ‘এস্কেপ’ গানটির লক্ষ্য। হেভি মেটাল ব্যান্ড মেকানিক্স ‘এস্কেপ’ গানটির সংযোজনা করেছে। মেকানিক্সের ভোকাল আফতাবুজ্জামান ত্রিদিব থিম সং নিয়ে বলেন, মেকানিক্স সব সময় ফ্যানদের নতুন কিছু দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকা সামার কনের এই থিম সং নিয়েও আমাদের পরিকল্পনা তেমন। মিউজিক নিয়ে কাজ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি জোর দিতে হয় আমাদের ফ্যান ও শ্রোতাদের চাহিদা ও রুচির দিকে। আমরা সেই চিন্তা থেকেই ‘এস্কেপ’ গানটি তৈরি করেছি। এটাই আমাদের দেশে সর্ব প্রথম কোন ফেস্টিভাল কেন্দ্রিক গান। থিম সং নিয়ে কাজের সময় রাফা, শিশির ভাই আর ব্ল্যাক জ্যাং-এর সাথে কাজ করার সময় আমরা একটা দারুণ সময় পার করেছি। আশা কির, সবাই গানটি শুনবে ও ঢাকা সামার কনে অংশগ্রহনের মাধ্যমে ফেস্টিভালকে সফল করবেন। মেকানিক্স ব্যান্ডের ড্রামার শেখ এম রিয়াজ নিজে এই গানের লিরিক্স লিখেছেন। গানটি নিয়ে তিনি বলেন, ঢাকা সামার কন একটি অনন্য উদ্যোগ। এই ব্যতিক্রমধর্মী উদ্যোগে, একটি ব্যতিক্রমধর্মী গান ‘এস্কেপ’। কোন ইভেন্ট বা ফেস্টিভাল নিয়ে থিম সং করার পরিকল্পনা এটাই আমাদের দেশে প্রথম। শ্রোতাদের আমরা একটি ভিন্ন ধাঁচের গান উপহার দেয়ার চেষ্টা থেকেই ‘এস্কেপ’ সৃষ্টি হয়েছে। ব্ল্যাক জ্যাং বলেন, আমি পপ কালচার নিয়ে বরাবরই কাজ করে আসছি। তবে এমন একটা ফেস্টিভালের থিম সং এর কাজ করা এই প্রথম। যেহেতু কাজটা অন্যরকম, তাই আশা করি শ্রোতারা পছন্দ করবে।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
২০২৫ সালে নিম্নমাধ্যমিক-মাধ্যমিকে ৭৬ দিনের ছুটির তালিকা প্রকাশ
খুলনা থেকে পদ্মাসেতু হয়ে ঢাকার পথে যুক্ত হচ্ছে ট্রেন জাহানাবাদ
প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত গ্রহনযোগ্য নির্বাচন দিন
আশুলিয়ায় কিশোর গ্যাং এর হামলায় আহত ৩
মাদারীপুরে পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রেসিডেন্টের প্রেস সচিব হলেন সরওয়ার আলম
তোমাদের হাতে উড়তে থাকবে সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশের বিজয় কেতন - সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ মঈন খান
দৌলতপুরে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান : গ্রেফতার-২
ব্রাহ্মণপাড়ায় বোরো ধানের বীজতলা পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা
পাকিস্তানে সামরিক আদালতে ২৫ বেসামরিক ব্যক্তির সাজায় উদ্বিগ্ন ইইউ
ফ্যাসিস্ট হাসিনাকে দেশে এনে সকল অপকর্মের বিচার করতে হবে : কাইয়ুম চৌধুরী
ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব এর জনসভা জনসমুদ্রে পরিণত
ভারতের সাথে চুক্তি সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর
খুনি হাসিনাকে ফিরিয়ে এনে গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড বিচার নিশ্চিত করতে হবে-বাংলাদেশ ইসলামী দল
উগ্রবাদী সাদপন্থীদের বিচার নিশ্চিতকরণ এবং কার্যক্রম বন্ধের দাবিতে সিলেট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি
কালিয়াকৈর নিট এশিয়ায় টেক্সটাইলে ভয়াবহ অগ্নিকান্ড
নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাইং কারখানায় আগুন
প্রেসিডেন্টের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন
একনেকে দুই হাজার কোটি টাকায় ১০ প্রকল্প অনুমোদন