অভিনেত্রী মিতা চৌধুরী আর নেই
৩০ জুন ২০২৩, ১১:১৬ এএম | আপডেট: ৩০ জুন ২০২৩, ১১:৩৭ এএম
দেশের প্রথিতযশা নাট্যশিল্পী মিতা চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মিতা চৌধুরী ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন তার মেয়ে। অভিনেত্রীর মেয়ে নাভিন ফেসবুকে মিতা চৌধুরীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (৩০ জুন) রাত ১০টার দিকে তিনি ফেসবুকে লিখেছেন, তার মা (অভিনেত্রী মিতা চৌধুরী) আজ (৩০ জুন) রাতে মারা গেছেন।
স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সময়ে প্রখ্যাত নাট্যকার আবদুল্লাহ আল মামুনের 'বরফ গলা নদী' নাটকে 'লিলি' চরিত্রে অভিনয় করে মিতা চৌধুরী জনপ্রিয়তা পান। বিটিভিতে তার প্রথম নাটক আতিকুল হক চৌধুরীর 'আরেকটি শহর চাই'। পরে তিনি হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত নাটক 'নন্দিত নরকে' ধারাবাহিকে মানসিক প্রতিবন্ধী নারী 'রাবেয়া' চরিত্রে অভিনয় করেন। বাংলাদেশের টিভি নাটকের ইতিহাসে এ দুটি নাটক এখনো আলোচিত।
টিভি নাটকে অভিনয়ের আগে মিতা চৌধুরী বেতারে খবর পড়তেন। পরে বিটিভিতে 'ওয়ার্ল্ড মিউজিক' নামে একটি গানের অনুষ্ঠান সঞ্চালনা করতেন। ১৯৭৪ সালে নাট্যকার আবদুল্লাহ আল মামুনের আরেকটি কালজয়ী নাটক 'অয়নান্ত'-এ অভিনয় করেন প্রখ্যাত অভিনেতা আল মনসুরের সঙ্গে। টিভি নাটকে তুমুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও মিতা চৌধুরী আশির দশকে পাড়ি জমান ইংলিশ চ্যানেলের ছোট্ট দ্বীপ গার্নজিতে। চাকরির কারণে স্বামী-সন্তান নিয়ে এখানেই দীর্ঘ ৩০ বছর কাটিয়েছেন তিনি।
অভিনেত্রী মিতা দেশে ফিরেন ২০০৬ সালে। 'শান্ত কুটির' নামে একটি নাটকে অভিনয় করেন তিনি। পরে টিভি নাটকে অনিয়মিত হলেও অভিনয় করেছেন তিনি। শুধু টিভি নাটকই নয়, মঞ্চে সূচনা ও গুড নাইট মা-র মতো প্রযোজনায় নিজেকে জড়িয়েছেন। অভিনয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাট্যকার মারশা নরম্যানের ‘নাইট মাদার’ অবলম্বনে মিতা চৌধুরী গুড নাইট মা-র পাণ্ডুলিপি তৈরি করেন।
২০২১ সালের শেষ দিকে প্যানক্রিয়েটিক ক্যানসার শনাক্ত হলে মিতা চৌধুরী যুক্তরাজ্যের প্রবাস জীবনে ফিরে যান। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে মিতা চৌধুরীর বয়স ছিল ৬৭ বছর। তার বাবার নাম আমিনুল হক চৌধুরী। দুই ভাই, এক বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। তার ভাই কাইজার চৌধুরী বিশিষ্ট শিশু সাহিত্যিক।
মিতা চৌধুরীর চাচাতো ভাই ও গণসংগীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট জানান, আজ শুক্রবার (৩০ জুন) লন্ডনে তার জানাজা সম্পন্ন হবে। লন্ডনের মাটিতেই তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা। মিতা চৌধুরীর প্রয়াণে শোক জানিয়ে ফেসবুকে স্মৃতিচারণ করেছেন নাট্যাঙ্গণের প্রবীণ অভিনেতা, নির্দেশকরা। তাদের মধ্যে রয়েছেন আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু, আল মনসুর, মোহাম্মদ বারী, শাহনাজ খুশী প্রমুখ।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা