এ মাসে মুক্তি পাচ্ছে পাঁচ সিনেমা ঃ চলচ্চিত্র কি ঘুরে দাঁড়াতে পারবে?
০৩ আগস্ট ২০২৩, ০৮:৪৭ পিএম | আপডেট: ০৪ আগস্ট ২০২৩, ১২:১০ এএম
এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো দর্শকের মাঝে বেশ সাড়া জাগিয়েছে। কোনো কোনো সিনেমা ভাল ব্যবসা করেছে। এতে প্রযোজক ও নির্মাতারা আশাবাদী হয়ে উঠছেন। তারা মনে করছেন, দর্শক আবার আমাদের সিনেমা দেখতে শুরু করেছে। সিনেমা দেখার প্রতি দর্শকের এই আগ্রহ আশা ও সাহস সঞ্চার করেছে হল মালিকদের মনে। তারা মনে করছেন, এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সিনেমা ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াবে। তার জন্য শুধুই ঈদকেন্দ্রিক সিনেমা মুক্তি দিলে হবে না। এজন্য প্রতি মাসে অন্তত দুইটা ভালো সিনেমা মুক্তি দেয়া প্রয়োজন। এদিকে ঈদের পর জুলাই মাসে নতুন কোন সিনেমা মুক্তি পায়নি। তবে এ মাসে এখন পর্যন্ত পাঁচটি সিনেমা মুক্তির খবর পাওয়া গিয়েছে। সবার নজর এখন চলতি মাসে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর দিকে। কেমন ব্যবসা করবে এই সিনেমাগুলো সেদিকে তাকিয়ে আছে সবাই। মুক্তির তালিকায় রয়েছে গোয়িং হোম, এমআর নাইন, মাইক, ১৯৭১: সেই সব দিন, আম-কাঠালের ছুটি সিনেমাগুলো । ‘গোয়িং হোম’ সিনেমাটি নির্মাণ করেছেন অভিনেতা ও প্রযোজক সোহেল রানা পুত্র মাশরুর পারভেজ। প্রথমে ‘রাইয়ান’ নামে একটি সিনেমা নির্মাণ করেছিলেন এই নির্মাতা। এটি তার দ্বিতীয় নির্মাণ। এই সিনেমায় পরিচালনার পাশাপাশি কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করেছেন মাশরুর পারভেজ। ১১ আগস্ট দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। সাইকোথ্রিলার ঘরানার সিনেমাটি তৈরি হয়েছে এক যুবকের শিকড়ে ফেরার আকুলতা নিয়ে। এ সিনেমায় ছেলের পরিচালনায় অভিনয় করেছেন সোহেল রানা। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে মাশরুরের মা জিনাত বেগমকেও। আরও আছেন নুসরাত জাহান জেরি, ফাহিম ফারুক প্রমুখ। ২৫ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে ‘এমআর-নাইন: ডু অর ডাই’ সিনেমাটি। মাসুদ রানা সিরিজের ‘ধ্বংসপাহাড়’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর পরিচালনা করেছেন এই সিনেমা। এটি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত বাংলাদেশের সবচেয়ে বড় বাজেটের সিনেমা। বাংলাদেশের প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, সিনেমার বাজেট ৮৩ কোটি টাকা। এ সিনেমায় মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন এ বি এম সুমন। বাংলাদেশ, কানাডা ও যুক্তরাষ্ট্রে একযোগে মুক্তি পাবে এ সিনেমাটি। সরকারি অনুদানে নির্মিত হয়েছে শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’। ১১ আগস্ট মুক্তি পাচ্ছে সিনেমাটি। এফ এম শাহীন ও হাসান জাফরুল বিপুল যৌথভাবে সিনেমাটি নির্মাণ করেছেন। নির্মাতা শাহীন বলেন, এই সিনেমার মাধ্যমে তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণসহ স্বাধীনতার ইতিহাস জানতে পারবে। একই সঙ্গে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরতে সিনেমাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে জুটি হয়ে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও তানভীন সুইটি। আরও আছেন তারিক আনাম খান, নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, শিশুশিল্পী সানজিদ রহমান খান, খোন্দকার মেঘদূত জলিল প্রমুখ। অভিনেত্রী ও নির্মাতা হৃদি হকের পরিচালনায় নির্মিত হয়েছে সরকারি অনুদানের সিনেমা ‘১৯৭১: সেইসব দিন’। অভিনেতা ও নাট্যকার মরহুম ড. ইনামুল হকের গল্প ভাবনায় নির্মিত হয়েছে এই সিনেমা। ১৮ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, আব্দুন নূর সজল, মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, সানজিদা প্রীতি, লিটু আনাম, তারিন জাহান, হৃদি হক, সাজু খাদেম প্রমুখ। এ বিষয়ে হৃদি হক বলেন, ‘১৯৭১: সেইসব দিন’ ৫০ বছরের বেশি আগের গল্প। এই দীর্ঘ সময়ে শুধু শহরের আদলই বদলায়নি, মানুষের নিত্য অনুষঙ্গ, পোশাকের ধরন বদলেছে। শুটিংয়ে এ বিষয়গুলোতে সর্বোচ্চ মনোযোগ দিতে হয়েছে। আমারা চেষ্টা ও যতেœর কোনো ত্রুটি রাখিনি। এদিকে, ১৮ আগস্ট মুক্তি পাচ্ছে শিশুতোষ ঘরানার চলচ্চিত্র ‘আম-কাঁঠালের ছুটি’। শরীফ উদ্দিন সবুজের ছোটগল্প অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মোহাম্মদ নূরুজ্জামান। নির্মাতা বলেন, সত্তর-আশি কিংবা মধ্য নব্বইয়ের দশকে যাঁরা শৈশব-কৈশোর পার করেছেন, তারা সেই বয়সের যাপিতজীবনের ছায়া এই চলচ্চিত্রে দেখতে পাবেন । সেই সঙ্গে আমাদের লোকজ সংস্কৃতির সঙ্গে পরিচিত হবে নতুন প্রজন্মের শিশু-কিশোররা। এ সিনেমায় অভিনয় করেছে লিয়ন, জুবায়ের, আরিফ, হালিমা, তানজিল, ফাতেমা প্রমুখ। বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয়েছে সিনেমাটি। সিনেমাগুলো কতটা সফল ও ব্যবসা করতে পারবে, এখন সেটা দেখার বিষয়। হলমালিক ও প্রদর্শক সমিতির সভাপতি কাজী শোয়েব বলেন, সাম্প্রতিক সিনেমাগুলোর সাফল্যে হলমালিকেরা খুশি। এ মাসেও ভালো ভালো সিনেমা মুক্তি পাচ্ছে। এসব সিনেমায় সাফল্য এলে হলমালিকদের নতুন প্রেরণা জোগাবে।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
নিউজিল্যান্ডের কাছে শ্রীলঙ্কার অবিশ্বাস্য পরাজয়
ফিরে দেখা ২০২৪: সংস্কারের বছরে মাঠের ক্রিকেটে হতাশা
মানুষ সুন্দর ও কল্যাণের অপেক্ষায় আছে : হাজী ইয়াছিন
সিএনজি স্টেশন খোলা রাখার সময় বাড়ছে
সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দেশে ফিরেছেন
ঘাটাইলে ইসলামী ব্যাংকের ৪০০তম শাখার উদ্বোধন করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
আগস্ট বিপ্লবের অর্জন যেকোন মূল্যে ধরে রেখে দেশকে এগিয়ে নিতে হবে: নিয়ামত উল্যা ভূঁইয়া
ঐতিহ্যবাহী শ্রীপুর হাইস্কুলের প্লাটিনাম জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত
বিশ্বে প্রতি ৬ জন শিশুর মধ্যে ১ জন সংঘাতপূর্ণ এলাকায় বাস করে : ইউনিসেফ
বাউফলে বিএনপির ৫ নেতাকর্মী আহত
২০২৫ সালে আসছে কোক স্টুডিওর নতুন গান
মার্কিন ক্রীড়া ধারাভাষ্যকার কিংবদন্তি গ্রেগ গাম্বেলের বিদায়
সচিবালয় ছিল দালালদের হাটবাজার: ডেপুটি প্রেস সেক্রেটারি
সচিবালয়ে নিহত ফায়ার ফাইটার নয়নের পরিবারের পাশে তারেক রহমান
দৌলতপুরে বিএনপি’র কর্মীসভায় কমিটি বিলুপ্ত ঘোষণা
সংঘবদ্ধ ধর্ষণের পর ইউপি সদস্যের মুখে বিষ ঢেলে হত্যা!
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সজলকে ছাত্র জনতার ডিম নিক্ষেপ, পাঠানো হলো কারাগারে
গাবতলীতে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মহিলা নিহত
পঞ্চগড়ে শিক্ষার্থী নিয়ে শিশুস্বর্গের শীত আনন্দ উৎসব
টোল প্লাজায় ৭ জনকে চাকায় পিষে হত্যা: শোক ও ক্ষোভ নেটিজেনদের