ফের অস্কারের সঞ্চালনার দায়িত্বে জিমি কিমেল
১৯ নভেম্বর ২০২৩, ০১:২৮ পিএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩, ০১:২৮ পিএম
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে সম্মানজনক পুরস্কার হলো একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। স্বাভাবিকভাবেই প্রতি বছর দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করেন কার হাতে উঠবে কাঙ্ক্ষিত অস্কার। আর সেই অস্কারের অনুষ্ঠান যার কথার যাদুতে থাকে প্রাণচ্ছল তিনি হলেন উপস্থাপক। যিনি মঞ্চে দাঁড়িয়ে পুরো অনুষ্ঠান মাতিয়ে রাখেন, সেই সঞ্চালকের ভূমিকা অসামান্য। তাই প্রতি বছর অস্কার অনুষ্ঠানের সঞ্চালক কে হবেন, এ নিয়ে কৌতূহল থাকে মানুষের মনে।
বিশ্বখ্যাত কৌতুক অভিনেতা জিমি কিমেল (৫৬) ফের অস্কার পরিচালনা করতে যাচ্ছেন। আসন্ন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে উপস্থাপকের ভূমিকায় দেখা যাবে এই জনপ্রিয় কমেডিয়ান ও সঞ্চালককে। আর এবার তার স্ত্রী লেখক মলি ম্যাকনার্নি সম্প্রচারের নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করবেন। চতুর্থবারের মতো এই দায়িত্ব পালন করবেন তিনি। সম্প্রতি একাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস এই ঘোষণা দিয়েছে।
সঞ্চালনার দায়িত্ব পেয়ে এক বিবৃতিতে কৌতুক করে কিমেল বলেছেন, ‘আমি সবসময় ঠিক চারবার অস্কার পরিচালনা করার স্বপ্ন দেখেছি।’ কিমেলের স্ত্রী মলি বলেছেন, ‘আমি বিশেষভাবে এই বছর অস্কার দলের অংশ হতে পেরে সম্মানিত। আমরা সবাই একসঙ্গে এবং কাজে ফিরে আসতে আগ্রহী।’
এদিকে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে ফিল্মের সবচেয়ে বড় রাতের পরিচালনা করার জন্য জিমিকে নিয়ে অস্কারের কর্তারা রোমাঞ্চিত। একাডেমির সিইও বিল ক্রেমার এবং একাডেমির প্রেসিডেন্ট জ্যানেট ইয়াং বলেছেন: ‘জিমি পরিচালনায় ফিরে আসায় এবং মলি অস্কারের জন্য নির্বাহী প্রযোজক হিসেবে ফিরে আসার বিষয়ে আমরা রোমাঞ্চিত।’
তিনি আরো বলেন, ‘তারা চলচ্চিত্রের প্রতি ভালবাসা, বিশ্বব্যাপী দর্শকদের জন্য একটি গতিশীল এবং বিনোদনমূলক অনুষ্ঠান তৈরি করার প্রতিশ্রুতি শেয়ার করেন। অবিশ্বাস্য সৃজনশীলতা এবং অংশীদারিত্বের জন্য আমাদের সাথে আবার এই যাত্রায় যাওয়ার জন্য জিমি, মলি ও তাদের দলের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।’
জানা গেছে, রাজ কাপুর এবং কেটি মুলানও অনুষ্ঠানটির নির্বাহী প্রযোজনা করবেন। তারাও এই দম্পতির সাথে কাজ করতে পেরে আনন্দিত তারা বলেছেন, ‘জিমি তার মানবতা এবং হাস্যরসের নিখুঁত মিশ্রণের সঙ্গে সর্বকালের সেরা অস্কার হোস্টদের একজন হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং মলি আশপাশের সেরা লাইভ টিভি প্রযোজকদের একজন। শো’তে তাদের এবং দলের সাথে কাজ করতে পেরে আমরা আনন্দিত।’
উল্লেখ্য, ২০২২ সালে উইল স্মিথের চড়কাণ্ডের পর ২০২৩ সালে ক্রিস রকের স্থানে দায়িত্ব পালন করেন কিমেল। সে বছর অস্কার শো প্রায় ১৮.৭ মিলিয়ন দর্শকদের কাছে দর্শকপ্রিয়তা পায়। তাই এবারও কিমেলের ওপরেই আস্থা রাখছে অস্কার কর্তৃপক্ষ। এর আগে ২০১৭ ও ২০১৮ সালেও অস্কার সঞ্চালনা করেন জিমি কিমেল।
তবে এখন পর্যন্ত সর্বোচ্চসংখ্যক অস্কার সঞ্চালনার রেকর্ডে আছে বব হোপের নাম। যিনি একা বা সহ-সঞ্চালক হিসেবে ১৯বার অস্কারের মঞ্চ সামাল দিয়েছেন। তারপরই আছেন বিলি ক্রিস্টাল, যিনি ১৯৯০ থেকে ২০১২ পর্যন্ত ৯ বার অস্কার সঞ্চালনা করেছেন।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
লন্ডনে চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া, অবস্থার দ্রুতই উন্নতি
এবার নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’
এবার মার্কিন পণ্যের ওপর ‘প্রতিশোধমূলক’ শুল্ক আরোপের ঘোষণা কানাডার
ফ্রান্সের বিরুদ্ধে আলজেরিয়ার তথ্য বিভ্রান্তির অভিযোগ, কূটনৈতিক উত্তেজনা বাড়ছে
আজ গরম চা দিবস
এলিফেন্ট রোডে ব্যবসায়ীকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কোপ, ভিডিও ভাইরাল
গাজায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার অবিস্ফোরিত বোমা
জ্যাক স্মিথ বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন
তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে
লস অ্যাঞ্জেলেসে দাবানল, আগুনের বিরুদ্ধে দমকল বাহিনীর মরিয়া লড়াই
হাসিনাকে যে কারণে বাংলাদেশের কাছে হস্তান্তর করতেই হবে ভারতকে: তুর্কি গণমাধ্যমের বিশ্লেষণ
সিরিয়ার স্থিতিশীলতা নিয়ে আলোচনায় সউদী আরবে বৈঠক
ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ৩২, মানবিক সংকট চরমে
চাটমোহর পৌর বিএনপির কাউন্সিলে আরশেদ-তাইজুল-সিন্টু নির্বাচিত
‘একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে’ কথাটি ছিল ভেরি জেনারেল: আজহারী
নোয়াখালীর মাইজদী হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল জাবি ছাত্রদল
গরু চুরি করে বিএনপি নেতা ও তার স্ত্রীর ভূরিভোজ, অতঃপর...
মানসিক ভারসাম্যহীন বোনকে পিটিয়ে হত্যার অভিযোগে ভাই আটক
থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা গ্রেফতার