হল সংকটের মধ্যে ঈদে ১২ সিনেমা মুক্তির প্রস্তুতি
২৩ মার্চ ২০২৪, ১২:১৫ এএম | আপডেট: ২৩ মার্চ ২০২৪, ১২:১৫ এএম
সিনেমার ব্যবসা এখন অনেকটা ঈদকেন্দ্রিক হয়ে গেছে। ঈদ আসলেই নির্মাতাদের মধ্যে সিনেমা মুক্তি দেয়ার প্রতিযোগিতা শুরু হয়। সাধারণত বছরের অন্যান্য সময়ের তুলনায় দুই ঈদে সিনেমাহলে দর্শকদের উপস্থিতি বেশি হয়। এ সুযোগ নির্মাতারা হাতছাড়া করতে চান না। এ কারণে, অনেক প্রযোজক ঈদ সামনে রেখে সিনেমা নির্মাণ করেন। ফলে একাধিক সিনেমা মুক্তি দেয়ার উদ্যোগ পরিলক্ষিত হয়। এবার ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রায় এক ডজন সিনেমা মুক্তির কথা শোনা যাচ্ছে। শেষ পর্যন্ত কয়টি মুক্তি পায়, সেটি দেখার বিষয়। এর অন্যতম কারণ সিনেমা হলের সংখ্যা। এখন সারাবছর দুইশ’র মতো সিনেমা হল কোনো রকমে চলে। ঈদের সময় বন্ধ থাকা কিছু সিনেমা হল খুলে। সর্বসাকুল্যে, আড়াইশ’র মতো সিনেমা হল ঈদে পাওয়া যায়। এই হলের মধ্যেই প্রযোজক ও নির্মাতাদের ভাগাভাগি করে সিনেমা চালাতে হয়। এতে সিনেমার নায়ক-নায়িকা ও মানভেদে হল পেয়ে থাকে। আবার কোনোটি একশ’ ছাড়িয়ে যায়। কোনো সিনেমা হলই পায় না। শেষ পর্যন্ত অনেক সিনেমা মুক্তি থেকে পিছিয়ে যায়। এতে সিনেমার সংখ্যা কমে যায়। সিনেমা হলের সংকটের মধ্যেও আসন্ন ঈদে সর্বাধিক সিনেমা মুক্তির প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা। এখন পর্যন্ত ১২টি সিনেমা মুক্তির কথা শোনা যাচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে, রাজকুমার, ওমর, চক্কর, সোনার চর, মোনা: জ্বীন-২, ডেডবডি, মেঘনা কন্যা, পটু, দেয়ালের দেশ, মায়া-দ্য লাভ, কাজলরেখা ও লিপস্টিক। এসব সিনেমায় নায়ক-নায়িকা হিসেবে আছেন, শাকিব খান, শরিফুল রাজ,শবনম বুবলী, মৌসুমী, ওমর সানী, মোশাররফ করিম, সায়মন, জিয়াউল হক রোশান, পূজা চেরী, আদর আজাদ, জায়েদ খান, শ্যামল মওলা, কাজী নওশাবা, ইভান সাইর প্রমুখ। তবে শেষ পর্যন্ত কয়টি সিনেমা মুক্তি পায়, সেটি এখন দেখার বিষয়। কারণ, অতীতে একাধিক সিনেমা মুক্তির ফাঁকা আওয়াজ দিয়ে শেষ সময়ে সরে গেছে। এবারের ঈদে শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমাটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। হল মালিকদেরও সিনেমাটির প্রতি আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। সর্বাধিক সিনেমা হল এটিই পাবে বলে ধারণা করা হয়েছে। চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত দুটি সিনেমা মুক্তির কথা রয়েছে। সিনেমা দুটি হচ্ছে, মিশুক মনি পরিচালিত ‘দেয়ালের দেশ’ ও জসীম উদ্দিন জাকির পরিচালিত ‘মায়া-দ্য লাভ’ । দুই সিনেমায় বুবলীর নায়ক শরিফুল রাজ ও সায়মন। তবে ঈদে শরিফুল রাজ অভিনীত আরও দুটি সিনেমা ‘কাজলরেখা’ এবং ‘ওমর’ মুক্তির তালিকায় রয়েছে । মোহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মাণ করেছেন ‘ওমর’। গিয়াস উদ্দিন সেলিম নির্মাণ করেছেন ‘কাজলরেখা’। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে আসছে দুই সিনেমা ‘পটু’ ও ‘মোনা: জ্বীন-২’। ‘পটু’ সিনেমার মাধ্যমে অভিষেক হতে যাচ্ছে নায়ক ইভান সাইর-এর। এতে তার বিপরীতে রয়েছেন আফরা সাইয়ারা। এিিট নির্মাণ করেছেন আহম্মেদ হুমায়ুন। ভৌতিক গল্পের সিনেমা ‘মোনা: জ্বীন-২’। নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত। আরও আছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দীপা খন্দকার, সামিনা বাশার, আরিয়ানা। পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। জায়েদ খান অভিনীত ‘সোনার চর’ মুক্তি পাবে ঈদে। এটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন। এই সিনেমায় মৌসুমী ও ওমর সানী জুটিকেও দেখা যাবে। টিভি অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে শরাফ আহমেদ জীবন নির্মাণ করেছেন ‘চক্কর’। কামরুজ্জামান রোমান পরিচালিত ‘লিপস্টিক’-এ অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরী। ফুয়াদ চৌধুরী পরিচালিত ‘মেঘনা কন্যা’ সিনেমায় অভিনয় করেছেন কাজী নওশাবা, ফজলুর রহমান বাবু, সেমন্তী সৌমি। এমডি ইকবাল পরিচালিত ‘ডেডবডি’তে অভিনয় করেছেন শ্যামল মওলা, অন্বেষা রায় এনি, ওমর সানী, জিয়াউল হক রোশান, মিষ্টি জাহান প্রমুখ।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে : পররাষ্ট্র মন্ত্রণালয়
আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে এখনো ভারতীয়রা
ভারতে নির্যাতনের ভিডিও বাংলাদেশের সা¤প্রতিক ঘটনা হিসেবে প্রচার
দাদাবাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে বালুদস্যুদের গুলিবর্ষণ
নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন
রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
রাজবাড়ীতে আ.লীগ দুই নেতা কারাগারে
কমলগঞ্জে ৮২ শতক সরকারি খাস জমি উদ্ধার
প্রিমিয়ার ভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন চসিক মেয়র
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
বিএনপি নেতা কায়কোবাদের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন মাদরাসা পরিদর্শন
মাদারীপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
নিজ বাড়িতে ক্ষতিগ্রস্ত বন্ধুদের থাকার ব্যবস্থা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
ট্রাভেল ব্যান্ড হ্যালির ধুমকেতুর দুই গান