সাবেক স্ত্রীর সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে যা বললেন হিল্লোল
২৩ এপ্রিল ২০২৪, ০৭:৪০ পিএম | আপডেট: ২৩ এপ্রিল ২০২৪, ০৭:৪০ পিএম
দেশের শোবিজ অঙ্গনের একসময়ে আলোচিত জুটি ছিলেন অভিনেতা আদনান ফারুক হিল্লোল ও অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি। সে সময়ই তাদের মধ্যে পরিণয় এবং সেখান থেকে বিয়ে। তবে সে বিয়ে বেশিদিন টেকেনি এই আলোচিত দম্পতির। বিয়ের পরই নানা কারণে দূরত্বের সৃষ্টি হয় এই দম্পতির মাঝে। একটা সময় ভাঙনে গড়ায় তাদের সংসার। একমাত্র সন্তান ওয়ারিশাকে নিয়ে আলাদা হয়ে যান তিন্নি।
এরপর ছোট পর্দার আরেক অভিনেত্রী নওশীনের সঙ্গে সংসার বাঁধেন হিল্লোল। বর্তমানে দুজনেই নিউইয়র্কের বাসিন্দা। অভিনেতা থেকে হিল্লোল এখন পুরাদস্তুর ফুড ভ্লগার। তবে সাবেক স্ত্রী তিন্নিকে নিয়ে প্রায়ই প্রশ্নের মুখে পড়তে হয় হিল্লোলকে। সম্প্রতি বেসরকারি একটি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে সাবেক স্ত্রী তিন্নির সঙ্গে বিচ্ছেদের কারণ, বর্তমান সম্পর্কের সমীকরণ এবং প্রায় ৩০ বছরের ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন এ অভিনেতা।
হিল্লোল বলেন, ‘বর্তমানে তিন্নির সঙ্গে খুবই ভালো সম্পর্ক। আমার মেয়ের ১৬ বছর চলছে। ও ক্লাস নাইনে পড়ে। আমাদের মেয়ের কারণে ওর সঙ্গে যোগাযোগ করতে হয়। আমার বর্তমান স্ত্রীর সঙ্গেও তিন্নির নিয়মিত যোগাযোগ হয়। ছোট মেয়েকে তো সময় দেওয়া হয়। বড় মেয়েকে বছরে একবার সময় দেওয়া হয়। যখন কানাডাতে যাই, তখন বড় মেয়েকে সময় দেই।’
এসময় তিন্নি-হিল্লোল সম্পর্ক থেকে কোনো শিক্ষা পেয়েছেন কি না? জানতে চাইলে জবাবে অভিনেতা বলেন, ‘ওখান থেকে কোনো শিক্ষা পাইনি। ওটা ভুল ছিল। আমার কিংবা তার দিক থেকেও হতে পারে। তিন্নিরও হয়তো ভুল ছিল। তবে বর্তমান সম্পর্কে সেই ভুলটা হয়নি। আত্মবিশ্বাসের সঙ্গে আজকে আমাদের সম্পর্কের ১৪ বছর পর এসে বলতে পারি, সেই ভুলটা হয়তো দ্বিতীয় সম্পর্কের ক্ষেত্রে হয়নি।’
সেখানে হিল্লোল জানিয়েছেন, ‘অভিনয় ছেড়ে কেন ফুড ভ্লগিং বেছে নিয়েছেন তিনি। এ বিষয়ে অভিনেতার ভাষ্য, ‘আমার কাছে টেকনোলজিটা ২০১১-১২ থেকে খুব ইন্টারেস্টিং লাগতে শুরু করে। তখন থেকেই অনুভব করলাম যে এটার এক ধরনের ভবিষ্যৎ সামনে আছে। এটা নিয়ে কাজও শুরু করি। মাথার মধ্যে ছিল আমার একটি ডিজিটাল পরিচয় তৈরি করা দরকার। যে পরিচয়টা মানুষের কাছে পরবর্তী ৩০ বছর বাঁচিয়ে রাখবে। খাবার ও পণ্যের বিষয়টা আমার আগ্রহ ছিল। সেটা থেকেই শুরু করা। পারিবারিকভাবেই আমরা ভোজনরসিক মানুষ, সে কারণে খাদ্য বিষয়টাই আমার ভালো লাগে। তবে ফুড ভ্লগিংয়ে উত্থান-পতনও আছে। এটাকে ক্যারিয়ার হিসেবে রাখা ঠিক হবে না। কাজের বাইরে বাড়তি কাজ হিসেবে রাখা উচিত হবে।’
কেন হিল্লোলকে আগের মতো আর অভিনয়ে দেখা যাচ্ছে না—প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘২০১৭-১৮ থেকে নাটকে কাজ করছি না। আমি আসলে উপভোগ করছিলাম না। যে ধরনের কাজ হতো, সেগুলো এনজয় করতাম না।’
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
চট্টগ্রাম আদালত পাড়ায় ‘জয় শ্রীরাম’ স্লোগান
গুজবে অতিষ্ট এ আর রহমান, এক্স হ্যান্ডেলে দিলেন মানহানি মামলার হুমকি"
পাকিস্তানে পিটিআই কর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ নিহত ৬, ইসলামাবাদে সেনা মোতায়েন
চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর
বগুড়ায় প্রথম আলো অফিসে হামলা
বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
ভারতের বায়ু দূষণ,দিল্লির বাইরেও ভয়াবহ চিত্র
চিন্ময়ের মুক্তি নিয়ে কড়া হুঁশিয়ারি বিজেপির
চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
নবীনগর- চন্দ্রা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
১৫তম বিসিএস পুলিশ ফোরামের আহ্বায়ক কমিটি গঠিত
মেক্সিকো,কানাডা ও চীনের ওপর প্রথম দিনেই শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
ফ্রান্সে গণধর্ষণ মামলায় অভিযুক্ত ব্যক্তির ২০ বছরের কারাদণ্ডের দাবি
ইমরান খান ও আরিফ আলভির বিরুদ্ধে ফের মামলা দায়ের
পরমাণু অস্ত্র নিয়ে রাশিয়ার সাবেক সৈনিকের স্বীকারোক্তি
ঢামেক শৌচাগার নির্মাণ : কাজ শেষ না করেই টাকা ভাগবাটোয়ারা
চার রেঞ্জার্স নিহত, উত্তাল ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন
মানবপাচার বিরোধী অভিযানে ইউরোপের পাঁচ দেশে গ্রেপ্তার ২০
চিন্ময় কৃষ্ণকে নিয়ে ফ্যাসিস্ট আ'লীগের মুসলিম ও দেশবিরোধী ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন! প্রতিহতের ডাক
ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা ফেডেরাল মামলা বাতিল