সানি দেওলের বিরুদ্ধে প্রযোজকের চাঞ্চল্যকর অভিযোগ
০৩ জুন ২০২৪, ১০:০৫ এএম | আপডেট: ০৩ জুন ২০২৪, ১০:০৫ এএম
বলিউড অভিনেতা সানি দেওল। এই অভিনেতার সিনেমা ‘গদর ২’-এর সাফল্যের পর বেশ কিছু বড় বাজেটের সিনেমার প্রস্তাবও রয়েছে তার হাত। এর মাঝেই অভিনেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ করলেন বলিউড প্রযোজক সৌরভ গুপ্ত। অগ্রিম পারিশ্রমিক নিয়েও সিনেমা না করার অভিযোগ অভিনেতার বিরুদ্ধে। সম্প্রতি বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেন সৌরভ। সেখানেই তিনিসহ আরও বেশকজন নির্মাতা সানির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন।
সৌরভের অভিযোগ, ২০১৬ সালে একটি সিনেমায় অভিনয়ের জন্য সানি দেওল তাঁর কাছ থেকে অগ্রিম পারিশ্রমিক নিয়েছিলেন। সিনেমাটি শুরু করবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছিলেন। শুটিং শুরু করবেন বলে কয়েক দফা টাকা নিলেও সময় দেননি সানি। তবে সাম্প্রতিক ‘গদর ২’ ব্যাপক সাফল্যের পর তিনি আর সিনেমাটির শুটিং করবেন না বলে নির্মাতাকে জানিয়ে দেন।
সৌরভ গুপ্তের কথায়, ‘সানি দেওলের সঙ্গে ২০১৬ সালে একটি সিনেমার চুক্তি করি। সেখানে নায়ক হিসেবে তাকে ৪ কোটি রুপি পারিশ্রমিক দেওয়ার সিদ্ধান্ত হয়। আমরা তাঁকে এক কোটি রুপি অগ্রিম দিই। কিন্তু তিনি আমার সিনেমা শুরু করার পরিবর্তে আরেকটি সিনেমার শুটিং শুরু করেন। এরপর তিনি আমার কাছে আরও টাকা চান, এখন পর্যন্ত সানিজির অ্যাকাউন্টে আমি ২ কোটি ৫৫ লাখ রুপি দিয়েছি।’
চলচ্চিত্র নির্মাতা আরও অভিযোগ করেছেন যে সানি দেওল তার কোম্পানির সঙ্গে ২০২৩ সালে একটি জাল চুক্তি সই করেছিলেন। তিনি বলেন, ‘আমরা যখন চুক্তিটি পড়ি, তখন আমরা দেখি চুক্তিপত্রটির মাঝের একটি পৃষ্ঠা পরিবর্তন করা হয়েছে। যেখানে ফি-এর পরিমাণ চার কোটি রুপি থেকে বাড়িয়ে আট কোটি রুপি এবং মুনাফা বাড়িয়ে ২ কোটি রুপি করা হয়েছে। যা আমাদের হতবাক করে।’
সৌরভ গুপ্ত আরও জানিয়েছেন, তিনি সানি দেওলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। গত ৩০ এপ্রিল সানি দেওলকে নোটিশ দিয়েছে পুলিশ। তাঁর অফিসে একটি চিঠি পাঠানো হয়েছে। সেই সময় তিনি শহরের বাইরে ছিলেন বলা হয়েছে।
‘জানওয়ার’ (১৯৯৯) এবং ‘আন্দাজ’ (২০০৩) এর মতো সিনেমার জন্য পরিচিত চলচ্চিত্র নির্মাতা সুনীল দর্শনও একই সংবাদ সম্মেলনে সৌরভ গুপ্তর সমর্থনে উপস্থিত ছিলেন। তিনি সেখানে অভিযোগ করেন তিনিও সানি দেওলের সঙ্গে একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন।
সুনীল বলেন, ‘সানি দেওল আমার ‘‘অজয়’’ সিনেমার স্বত্ব কিনেছেন। তিনি আমাকে শুধুমাত্র ভারতের বাইরে প্রদর্শনের জন্য অর্থ প্রদান করেন। বাকি অর্থ তিনি আমাকে কখনো পরিশোধ করেননি। পরে সানি আমাকে তাঁর সঙ্গে একটি প্রোজেক্টে কাজ করার অনুরোধ করেন এবং বলেন, ‘‘আমাকে বিশ্বাস করুন, আমাকে সাহায্য করুন’’ এবং পরে আমার কাছ থেকে আবারও টাকা দাবি করেন।’
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
তাসকিনের দিন ম্লান ব্যাটসম্যানদের ব্যর্থতায়,বড় হারের পথে বাংলাদেশ
তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিংয়ে অল্পতেই গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ,জিততে দরকার ৩৩৩
আসছে বছর গাঁটছড়া বাঁধতে চলেছে তামান্না-বিজয় জুটি
লোহাগড়ায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে ৪ জন গুরুতর আহত
মাওলানা আতাহার আলীকে বাদ দিয়ে দেশের জাতীয় ইতিহাস রচিত হতে পারে না : ধর্ম উপদেষ্টা
পরিবহন খাতে বিশৃঙ্খলার চেষ্টায় আ.লীগের দোসররা
ড. মাহবুব মোল্লা কলেজ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে
খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাত
নরসিংদীর পলাশে ইটবাহী ট্রলির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
জনসংযোগ ও বিজ্ঞাপনী সংস্থা ওপাশ কমিউনিকেশনস লিমিটেডের যাত্রা শুরু
মানুষের ‘হৃদয় স্পর্শ করার’ ট্রেনিং নিতে স্বাস্থ্য উপদেষ্টার পরামর্শ
মুরাদনগরবাসীর কাছে সাবেক মন্ত্রী কায়কোবাদের খোলা চিঠি
সেনবাগ হুফফাযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
সুনামগঞ্জে আ.লীগ নেতার গ্রেফতার দাবি
কিশোরগঞ্জের ওয়ালী নেওয়াজ খানের ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত
পদ্মা রেলসেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলবে মঙ্গলবার
এদেশের মানুষ ইসলামি বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে : কুমিল্লায় আল্লামা মামুনুল হক
পুত্রের কুড়ালের আঘাতে প্রাণ গেল বৃদ্ধ পিতার
বন্ধ আলহাজ জুট মিল চালুর দাবিতে শ্রমিক দলের মানববন্ধন
আগাম আলু খেত ব্ল্যাক লেকে আক্রান্ত