প্রথম মুখোমুখি ইংল্যান্ড-স্কটল্যান্ড
০৪ জুন ২০২৪, ১২:১৮ এএম | আপডেট: ০৪ জুন ২০২৪, ১২:১৮ এএম
এবারে বিশ্বকাপ দিয়েই প্রথমবারের মতো টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও স্কটল্যান্ড। প্রথম সাক্ষাতকে স্মরণীয় করে রাখতে জয় ছাড়া বিকল্প ভাবছে না দু’দল। চলমান টি-টোয়েন্টি বিশ^কাপের ‘বি’ গ্রুপে আজ নিজেদের প্রথম ম্যাচে পরস্পরকে মোকাবেলা করবে ইংল্যান্ড ও স্কটল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে দুই প্রতিবেশির লড়াই। ওয়ানডেতে দেখা হলেও টি-টোয়েন্টিতে ম্যাচে কখনো মুখোমুখি হয়নি ইংল্যান্ড ও স্কটল্যান্ড। ওয়ানডেতে ৫ বারের মোকাবেলার ইংল্যান্ডের জয় ৩টি ও স্কটল্যান্ডের ১টি। বাকী ১ ম্যাচ পরিত্যক্ত হয়। ২০১৮ সালে স্কটল্যান্ড সফরে এক ম্যাচের ওয়ানডে সিরিজে এডিনবার্গে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ইংল্যান্ডকে ৬ রানে হারিয়েছিল স্কটিশরা। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩৭১ রানের পাহাড়ে চড়েছিল স্কটল্যান্ড। পরে ৩৬৫ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। ফলে ইতিহাসগড়া জয় পায় স্কটল্যান্ড।
এবার বিশ^কাপের মঞ্চ দিয়ে প্রথমবারের মত টি-টোয়েন্টিতে দেখা হচ্ছে বলেই এ ম্যাচ নিয়ে অনেক বেশি সতর্ক দু’দল। জয় দিয়েই চলতি আসরে শুভ সূচনা চায় তারা। ম্যাচের আগে গতকাল ইংলিশ অধিনায়ক অধিনায়ক জশ বাটলার বলেন, ‘জয় দিয়ে যেকোন টুর্নামেন্ট বা সিরিজ শুরু করা দারুণ ব্যাপার। বিশেষ করে বিশ^কাপে শুভ সূচনা করতে পারলে মনোবল চাঙ্গা থাকে। বিশ^কাপে প্রথম ম্যাচে আমাদের একমাত্র লক্ষ্য জয়। এখানে প্রতিপক্ষ যে দলই হোক না কেন, আমরা জয়ের জন্যই মাঠে নামবো।’
পাকিস্তানের বিপক্ষে জয় এবং সম্প্রতি আইপিএলে খেলার কারণে দলের খেলোয়াড়রা বাড়তি অনুপ্রেরণা পাবে বলে মনে করেন বাটলার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গত বিশ^কাপের পর আমরা খুব বেশি টি-টোয়েন্টি খেলিনি। তারপরও দলের প্রস্তুতি ভালো। কারণ গত দেড় মাস আইপিএলে ভালো সময় কাটিয়েছে সতীর্থরা। এছাড়া পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় বিশ্বকাপে আমাদের অনেক বেশি কাজে দিবে।’
এই নিয়ে পঞ্চমবারের মত টি-টোয়েন্টি বিশ^কাপ খেলতে নামবে স্কটল্যান্ড। ২০২১ সালের আসরে প্রথম রাউন্ডে ৩ ম্যাচের সবক’টিতে জিতে সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছিল তারা। ওই আসরের আট ম্যাচে ৩ জয়, এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ^কাপে স্কটল্যান্ডের সেরা সাফল্য। ওই সুখস্মৃতি ফের ফিরিয়ে আনার স্বপ্ন দেখছে স্কটিশরা। এবার আরেক বিশ^ চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বধ করার চ্যালেঞ্জ তাদের। স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বেরিংটন বলেন, ‘গত আসরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ^কাপ শুরু করেছিলাম আমরা। ওই স্মৃতি এখনও আমাদের মনে নাড়া দেয়। এবার ইংল্যান্ডের মত বড় দলকে হারিয়ে বিশ^কে আরো একবার নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিতে চাই আমরা। ইংল্যান্ডের মত দলকে হারানো কঠিন কাজ, তবে অসম্ভব নয়। ম্যাচে সেরা ক্রিকেট খেলতে পারলে, জয় পাওয়া সম্ভব।’
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় জিয়াউর রহমানের জন্মদিনে চরাঞ্চলের শীতার্ত মানুষকে শীতবস্ত্র দিল যুবদল
বগুড়ায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন
বাইডেনের ক্ষমায় শিগগিরই মুক্তি পেতে পারেন ডক্টর আফিয়া সিদ্দিকী
ই-পাসপোর্ট ডিজাইনে পরিবর্তন আসছে
কিশোরগঞ্জে সরকারি হাসপাতালে টানা দুদিন ধরে পানি নেই ভোগান্তিতে রোগী ও স্বজনরা
দল হিসেবে খেললে অধিনায়কত্ব সহজ হয় : সোহান
পটুয়াখালীতে জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বিএনএসবি চক্ষু হাসপাতালের ফ্রি চক্ষু শিবির
পটুয়াখালী পুলিশ লাইনে মহিলা পুলিশ ও মহিলা কলেজ থেকে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আলজাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা
জাতীয় কবির নাতি বাবুল কাজীর ইন্তেকাল
ময়মনসিংহে মেডিকেল থেকে রক্ত চোর চক্রের ২সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী পুলিশ
রাতের আঁধারে ভেকুর দাপট, আখাউড়ার মাটি যাচ্ছে মুরাদনগরে
জুলাই আন্দোলনে উজ্জীবিত হয়ে নতুন দেশ গঠনে গুরুত্ব দিচ্ছেন সোহান
মতলবে সাজাপ্রাপ্ত ২০ মামলার আসামিসহ ২ জন গ্রেফতার
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্থদের অবস্থান, সরাতে পুলিশ-সেনাবাহিনীর চেষ্টা
দৌলতপুরে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৩
চাঁদপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন
নেত্রকোণায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
হাজীগঞ্জে শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া
সোনারগাঁওয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন