দুর্নীতির মামলায় ইডির জেরার মুখে ঋতুপর্ণা
২০ জুন ২০২৪, ১০:৫৬ এএম | আপডেট: ২০ জুন ২০২৪, ১০:৫৬ এএম
রেশন দুর্নীতিতে নাম জড়াতেই টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সাফ জানিয়ে দিয়েছিলেন এসব ষড়যন্ত্র। তিনি বিষয়টি নিয়ে কিছুই জানেন না। কিন্তু তাতে মন গলেনি ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। একাধিকবার ডাক পাঠানো হয় অভিনেত্রীকে। অবশেষে সাড়া দিতেই হলো। বুধবার (১৯ জুন) রেশন দুর্নীতি মামলায় জবাবদিহি করতে সিজিও কমপ্লেক্সে হাজির হন ঋতুপর্ণা সেনগুপ্ত। এদিন দুপুরে সিজিও কমপ্লেক্সে যান অভিনেত্রী। কিন্তু অভিনেত্রীর আসার অনেক আগেই তার হিসাবরক্ষক প্রয়োজনীয় নথি নিয়ে ইডির দপ্তরে হাজির হয়েছিলেন।
ঋতুপর্ণার হিসাবরক্ষক জানিয়েছেন, অভিনেত্রীর কাছে যে সমস্ত হিসাব দেখতে চেয়েছিলেন ইডির কর্মকর্তারা। এ সব নথিপত্র নিয়ে আমি হাজির হয়েছি। যেহেতু অভিনেত্রীর সব হিসাব আমি দেখাশোনা করি, তাই বুঝিয়ে দিতে সুবিধা হবে বলে এখানে আসার অনেক আগেই তার হিসাবরক্ষক প্রয়োজনীয় নথি নিয়ে ইডির দফতরে হাজির হয়েছিলেন।
আর প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের ঋতুপর্ণা বলেন, ‘আমার সহযোগিতায় তদন্তকারীরা খুশি। এই দুর্নীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তারাও (তদন্তকারীরা) সহযোগিতা করেছেন, আমিও সহযোগিতা করেছি।’
ঋতুপর্ণার বিরুদ্ধে ইডির অভিযোগ, রেশন দুর্নীতি মামলায় আর্থিক লেনদেনের সুবিধাভোগ করেছিলেন ঋতুপর্ণা। এই বিষয়ে বিস্তারিত জানতেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। এদিকে রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তার ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান।
ইডির দাবি, বাকিবুর একটি সিনেমায় লগ্নি করেছিলেন, যেখানে অভিনয়ের জন্য ঋতুপর্ণা কয়েক লাখ রুপি অগ্রিম নিয়েছিলেন। তবে সেই সিনেমায় তিনি কাজ করেননি। এ টাকা ঋতুপর্ণা ফেরত দিয়েছিলেন কিনা, তা জানতেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়।
এর আগে ইডি থেকে ডাক পাঠানো হলে ঋতু বলেছিলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না। রেশন দুর্নীতি কী? সে সম্পর্কে আমার কোনো সম্যক ধারণা নেই। আচমকাই এই খবর পেলাম। আমার কলকাতার বাড়িতেও কোনও চিঠি আসেনি।’’
বিষয়টি অপমানজনক উল্লেখ করে নায়িকা আরও বলেছিলেন, ‘‘সামনে নতুন ছবি আসছে। তার মাঝে এই খবর। আমার সম্মানহানি হলো। একজন অভিনেত্রী, যিনি সারা জীবন পরিশ্রম করে চলেছেন, তার সম্পর্কে হঠাৎ এমন বলে দেওয়া কিন্তু অন্যায়!”
উল্লেখ্য, এর আগে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়-ছয়ের মামলায় নাম জড়িয়ে পড়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তর। ২০১৯ সালে রোজভ্যালি মামলায় তাকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তখন ইডির তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন ঋতুপর্ণা। ২০১৯ সালে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল তাকে। একই অভিযোগে সেসময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও ডেকে পাঠিয়েছিল ইডি।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্রাইটনের বিপক্ষেও বিপর্যস্ত ইউনাইটেড
‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা
পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি
বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত
রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
বিয়ের ওপর কর বাতিলের দাবি
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে
ভারতে ৫ বছর সাজাভোগ করে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী