অলিম্পিক সমাপনীতে টম ক্রুজের চোখ ধাঁধানো পারফরম্যান্স
১৪ আগস্ট ২০২৪, ০৫:২৬ পিএম | আপডেট: ১৪ আগস্ট ২০২৪, ০৫:২৬ পিএম
রবিবার (১১ আগস্ট) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো ২০২৪ প্যারিস অলিম্পিক। গত ২৬ জুলাই প্যারিস অলিম্পিকের শুরুটা হয়েছিল সিন নদীতে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। রবিবার (১১ আগস্ট) রাতে স্তাদ দে ফ্রান্স স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল চোখ ধাঁধানো সমাপ্তি অনুষ্ঠান। সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করেন এক ঝাঁক তারকা। প্রধান আকর্ষণ ছিলেন টম ক্রুজ।
সমাপনী অনুষ্ঠানে হলিউড তারকা টম ক্রুজের দুর্দান্ত পারফরম্যান্স মন কেড়েছে দর্শকদের। মার্কিন জিমন্যাস্ট সিমোন বাইলসের থেকে অলিম্পিকস ফ্ল্যাগ নিয়ে একটি কার্গো প্লেনে করে তা পরের অলিম্পিকের ভেন্যু, লস অ্যাঞ্জেলসে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল টম ক্রুজের কাঁধে। পারফরম্যান্সের শুরুতে স্টেড ডি ফ্রান্স স্টেডিয়ামের ছাদ থেকে দড়ি বেয়ে নেমে আসেন তিনি। তারপর সিমোন বাইলস এবং লস অ্যাঞ্জেলেসের মেয়রের কাছ থেকে অলিম্পিক পতাকা নিয়ে বাইকে চড়ে চলে যান।
পরের দৃশ্যে, তিনি পতাকা নিয়ে একটি প্লেন থেকে লাফ দিয়ে লস অ্যাঞ্জেলেসে অবতরণ করেন (এই দৃশ্যটি আগেই ধারণ করা হয়েছিল)। তারপর তিনি অলিম্পিক রিংগুলির ঝলক দেখালেন। এরপর পতাকাটি হস্তান্তর করা হয় আমেরিকার রানার মাইকেল জনসনের হাতে। পরবর্তী অলিম্পিকের আসর ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে।
হলিউডে অনুষ্ঠিতব্য পরবর্তী অলিম্পিক কেমন হতে চলেছে যেন তারই এক ঝলক দেখালেন টম। একটি ফরাসি গান দিয়ে শুরু হয় সমাপনী অনুষ্ঠান। এরপর প্যারেড অব নেশনস অনুষ্ঠিত হয়। এরপর পারফর্ম করেন বেলজিয়ান পপ গায়িকা অ্যাঞ্জেল ভ্যান উইক। তারপর অস্ট্রেলিয়ার গোল্ডেন ভয়েজার ব্যান্ড অলিম্পিকের আবিষ্কার দেখায়।
অ্যাঞ্জেল, কিউমিস্কি এবং র্যাপার ওনেদাও ফরাসি ব্যান্ড ফিনিক্সের পারফরম্যান্সে পারফর্ম করেছেন। এরপর পাঁচটি গ্র্যামি পুরস্কার বিজয়ী গ্যাব্রিয়েলা সারমিয়েন্টো উইলসন আমেরিকার জাতীয় সংগীত গেয়েছেন। তিন ঘণ্টা ধরে চলে অনুষ্ঠান। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যেই বক্তব্য রাখেন আয়োজক কমিটির সভাপতি টনি এস্টানগুয়েট এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি টমাস বাখ। অনুষ্ঠান শেষে অলিম্পিক মশাল নিভিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উল্লেখ্য, অলিম্পিকের শেষ দুই আসর খুব একটা নজর করতে পারেনি। ২০১৬-তে রিও ডি জেনিরোর আয়োজন নিয়ে বেশ সমালোচনা ছিল, ২০২০ এ টোকিওতে কোভিডের কারণে আয়োজন ছিল সংকির্ণ। প্যারিসে এবারের আয়োজন যেন নতুন করেই বাড়তি মাত্রা যোগ করলো অলিম্পিকে।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক