হালাল র্যাপ নিয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন সউদী র্যাপার জারা
২৪ এপ্রিল ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ২৪ এপ্রিল ২০২৫, ১২:০২ এএম

‘হালাল র্যাপ’ নিয়ে সউদী আরবের র্যাপার হিপহপ গানে জারা ওরফে হুডজাবি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। জারা সউদী আরবের নারী র্যাপাদের একজন। সঙ্গীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সউদী ছেড়ে আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও কথা বলতে পারেন তিনি। সম্প্রতি প্রকাশিত হয়েছে তার গান ‘মোরালস’। গানটি তররুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। জারা সব সময় হিজাব ও হুডি পরার কারণে তাকে ‘হুডজাবি’ বলা হয়। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসকে তিনি জানান, আমার র্যাপ গানে এই সময়ের র্যাপ গানের মতো গালমন্দ কিংবা যৌনতা নেই। বরং হালাল র্যাপকে আমি প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করি। নিজেকে প্রকাশ করার তাগিদ থেকে র্যাপ শুরু করেছি। তিনি বলেন, সবাই জানেন না যে, আমি খুবই ধর্মপ্রাণ। পুরুষের সঙ্গে গান করি না। জেদ্দায় জন্ম নেওয়া এই তারকা জানান, খ্যাতি বা অর্থ নয়, বরং মানুষের কাছে নিজের বার্তা পৌঁছে দেয়ার সুযোগটাই আমাকে চালিত করে। তিনি বলেন, আমি যত গান করি, প্রতিটা গানের পেছনে একটা উদ্দেশ্য থাকে। আমি বর্ণবাদ, মানসিক স্বাস্থ্য, লিঙ্গভিত্তিক ভূমিকা আর নৈতিকতা নিয়ে কথা বলি। আমার মনে হয়, সংগীতই মানুষের কাছে গল্প বলার, বার্তা পৌঁছে দেওয়ার শক্তিশালী উপায়। তিনি বলেন, ছোটবেলা থেকেই শব্দ নিয়ে খেলতে পছন্দ করতাম, ছন্দে ছন্দে কথা বলতাম। তখনো জানতাম না, একে র্যাপ বলে। বাড়িতে বাবা-মাকে বলতাম আমাকে একটা শব্দ দাও। এরপর ওই শব্দ দিয়ে ছন্দ মিলিয়ে ইচ্ছেমতো ছন্দ মিলাতাম। জারা নিজে সংগীতশিল্পী হলেও অন্যদের গান শোনেন না। কারণ হিসেবে তিনি বলেন, এতে নিজের গানে অন্যের প্রভাব চলে আসে। নিজের স্বকীয়তা ধরে রাখতেই অন্য শিল্পীদের গান শোনা থেকে বিরত থাকি। আগে অনেক গান শুনতাম। কিন্তু কয়েক বছর ধরে গান শোনা একেবারে কমিয়ে ফেলেছি। আমি খেয়াল করেছি, অন্যদের গান যখন শুনি, তখন নিজের অজান্তে আমার গানে তার প্রভাব পড়ে। জারা জানান, সংগীতের এই যাত্রায় সবচেয়ে বড় শক্তি তার বাবা। জারা বলেন, আমি যখন বাবাকে জানাই, গান নিয়ে কাজ করতে চাই। বাবা তখন জানতে চাইলেন, কোন ঘরানার গান গাইতে চাই। বাবাকে দেখাতে জনপ্রিয় একটা র্যাপ গান খুঁজছিলাম। অবাক হলাম দেখে যে, একটা গানও নেই, যেটা আমি বাবাকে শোনাতে পারি। সব গানের কথা গালাগালি দিয়ে ভর্তি। তখনই মনে হলো, এই ধরনটা আমি বদলাতে চাই। সবাইকে বার্তা দিতে চাই, আপনি মুসলিম, ধর্মপ্রাণ হয়েও র্যাপ করতে পারেন। গালাগালি ছাড়াও নিজের মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করা সম্ভব। তিনি বলেন, আমার সবচেয়ে বড় সমর্থক আমার বাবা। তিনি আমার সঙ্গে মিউজিক স্টুডিও থেকে সব জায়গায় যান। তার সাহায্য ছাড়া আমার পক্ষে এতদূর আসা সম্ভব হতো না। কারণ, অনেক পুরুষপ্রধান জায়গায় আমি হয়তো যেতামই না, যদি বাবা পাশে না থাকতেন। নতুন র্যাপারদের উদ্দেশে জারা বলেন, শুধু সফল হওয়ার জন্য তোমার মূল্যবোধ বিসর্জন দিও না। খ্যাতির জন্য বা ফলোয়ার বাড়ানোর জন্য নিজেকে বিকিয়ে দিও না। যদি একটা কাজে তোমার মন সায় না দেয়, তাহলে সেটা না করাই ভালো। আমি নিজেও এমন অনেক প্রস্তাব পেয়েছি, অনেক টাকা, ক্যা¤েপইন। কিন্তু সেগুলো আমার আদর্শের সঙ্গে যায়নি বলে করিনি। সব নারীকে বলব, সফল হতে হলে তোমাকে বিকিয়ে যেতে হবে, এই ভাবনাটা ভুলে যাও। হয়তো একটু বেশি সময় লাগবে, কিন্তু দিন শেষে তুমি ভালো বোধ করবে, কারণ তুমি সঠিক পথে এগিয়েছ।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন

স্বেচ্ছায় ফেরত যেতে চাওয়া অভিবাসীদের সহায়তা দেবে ট্রাম্প প্রশাসন

খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগতম : সারজিস আলম

হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় মামলাঃ হুকুমের আসামি সাবেক মন্ত্রী ও মেয়র

মেট গালায় রাজকীয় ভঙ্গিমায় ইতিহাস গড়লেন শাহরুখ, তলোয়ার হাতে ভিন্ন অবতারে দিলজিৎ

ইসরাইলি আগ্রাসনে গাজায় প্রতি ৪০ মিনিটে মারা যাচ্ছে একটি শিশু

অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ২ সহযোগী আটক

লক্ষ্মীপুরে হত্যার ১১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চিন্ময় দাসকে আরও ৪ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

জাতীয় ঐকমত্য কমিশনকে ‘মৌলিক সংস্কারের রূপরেখা’ দিল এনসিপি

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় অগ্রগতি হচ্ছে: আলী রীয়াজ

৯ দিন ধরে বন্ধ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, অগ্রগতি নেই তদন্ত কমিটির

ভূরুঙ্গামারীতে অটো রিক্সার ধাক্কায় বাকপ্রতিবন্ধী নারীর মৃত্যু

"রাবি শিক্ষার্থীদের পেটানোর হুমকি: ভাইরাল স্ক্রিনশটে ছাত্রদলের কেন্দ্রীয় শীর্ষ নেতার নাম!"

পাকিস্তান ইস্যুতে ভারতের অভিযোগে উদ্বিগ্ন ওআইসি

সোনারগাঁওয়ে মাদক ব্যবসায়ী জীবনের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ

লক্ষ্মীপুর শহরে ওভারব্রিজ না থাকায় ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার

আশুলিয়ায় তীব্র লোডশেডিং, জনজীবনে চরম ভোগান্তি

অবৈধ অভিবাসন বন্ধে ইতালির সঙ্গে সমঝোতা স্মারক সই

এটিএম আজহারকে নিয়ে জামায়াত আমিরের হৃদয়ছোঁয়া স্ট্যাটাস

উচ্চপদস্থ মার্কিন সামরিক কর্মকর্তাদের ছাঁটাই করছে ট্রাম্প প্রশাসন