ঢাকা   রোববার, ২৪ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রবাসীদের জরুরি উদ্ধারের আকুতি

সুদানে অবরুদ্ধ বাংলাদেশিরা চরম উৎকন্ঠায়

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৭ এপ্রিল ২০২৩, ০৮:০২ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:১৮ পিএম

যুদ্ধবিধ্বংস্ত সুদানে অবরুদ্ধ বাংলাদেশিরা চরম উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন। নিরাপত্তার অভাবে কেউ ঘর থেকে বের হতে সাহস পাচ্ছে না। তুমুল সংঘাতময় দেশটিতে পানীয় ও খাবার সঙ্কট তীব্র আকার ধারণ করছে। বিদ্যুৎ নেই পানি নেই। চারদিকে আতঙ্ক আর হাহাকার অবস্থা বিরাজ করছে। ৫০ টাকার খাবার এখন ৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। সুদানের রাজধানী থেকে বাংলাদেশ কমিউনিটির সভাপতি ও প্রবাসী ব্যবসায়ী সুলতান দানিস আলী আজ বৃহস্পতিবার এ বিষয়টি নিশ্চিত করেছেন। বিশৃঙ্খল পরিস্থিতির মাঝে প্রবাসী বাংলাদেশিদের কেউ কেউ সন্ত্রাসীদের হামলায় মোবাইল এবং নগদ অর্থও খুইছেন।
সম্প্রতি দেশটির উন্দুরমান শহরে প্রবাসী সুমনের বাসায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে লুটপাটের ঘটনা ঘটিয়েছে। খার্তুমে অবরুদ্ধ টাঙ্গাইলের শওকত, ময়মনসিংহের রানা, ফরিদপুরের জিয়াউদ্দিন রুমান, বি-বাড়িয়ার নোমানী স্ব পরিবার নিয়ে চরম উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন। দেশটির বাংলাদেশ কমিউনিটির নেতা সুলতান জানান, আগামী ২ মে বাংলাদেশ মিশনের উদ্যোগে দেশটির রাজধানী খার্তুম থেকে প্রথম ধাপে অবরুদ্ধ বাংলাদেশিদের বাস যোগে পোর্ট সুদান শহরে নিয়ে যাওয়া হবে। নিরাপত্তার লক্ষ্যে যাত্রাপথে বাসগুলোতে বাংলাদেশি পতাকা টানানো থাকবে। তিনি বলেন, দীর্ঘ ২২ বছর যাবত সুদানে ব্যবসার সুবাদে বসবাস করছি। কিন্ত এবারের মতো ভয়াবহ যুদ্ধ আর দেখিনি। তিনি বলেন, বাংলাদেশ কমিউনিটির মাধ্যমে অবরুদ্ধ বাংলাদেশিদের তালিকা বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমদের কাছে পাঠানো হচ্ছে।
সউদী আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত জাভেদ পাটোয়ারী আজ বৃহস্পতিবার যুদ্ধবিধ্বংস্ত সুদানে অবরুদ্ধ বাংলাদেশিদের ধৈর্য্য ধারণের অনুরোধ জানিয়ে বার্তা পাঠিয়েছেন। রাষ্ট্রদূত সুদানে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি নাগরিক ও ব্যবাসায়ীদের কোনো প্রকার হতাশ না হয়ে নিরাপদে অবস্থান করার অনুরোধ জানিয়েছেন। বাংলাদেশিদের উদ্ধারে সরকার দ্রুত বাস্তবমুখী উদ্যোগ নিতে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। রাষ্ট্রদূত জাভেদ পাটোয়ারী বাংলাদেশ কমিউনিটি সুদান শাখার সভাপতি সুলতান দানিস আলীর কাছে পাঠানো এক বার্তায় এ অনুরোধ জানান।
উল্লেখ্য, সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে লড়াই শুরু হওয়ার পর বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এতে এখন পর্যন্ত পাঁচ শতাধিক লোক প্রাণ হারিয়েছে। দেশটিতে উভয় পক্ষের সম্মতিতে তিন দিনের যুদ্ধবিরতি আজ শুক্রবার শেষ হচ্ছে। সুদান থেকে প্রথম ধাপে ৫ শতাধিক বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে সরকার। দেশটির উন্দুরমান শহর থেকে অবরুদ্ধ প্রবাসী ব্যবসায় ও বাংলাদেশ কমিউনিটির সিনিয়র যুগ্ম মহাসচিব করিম উল্লাহ আজ বৃহস্পতিবার ইনকিলাবকে জানান, শত শত বাংলাদেশি নিরাপত্তার অভাবে ঘর থেকে বের হতে সাহস পাচ্ছে না। বিদ্যুৎ নেই পানি নেই খাবারের সঙ্কটও দেখা দিচ্ছে। অনেকেই মজুদকৃত খাবার এবং শুকনো খাবার খেয়ে দিন কাটাচ্ছেন। তিনি উন্দুরমান শহর থেকে আবরুদ্ধ বাংলাদেশিদের দ্রুত পোর্ট সুদান হয়ে দেশে ফেরত নেয়ার জোর দাবি জানান।
বাংলাদেশ কমিউনিটি সুদান শাখার মহাসচিব রাজাতুল্লাহ আজ দেশটির পোর্ট সুদান শহর থেকে ইনকিলাবকে বলেন, রাজধানী খার্তুমে বহু বাংলাদেশি অবরুদ্ধ হয়ে চরম উৎকন্ঠায় দিন কাটাচ্ছে। তারা নিরাপত্তার অভাবে বন্দরনগরী পোর্ট সুদান শহরে আসতে পারছেন না। তিনি সুদানী সেনাবাহিনী ও যুদ্ধরত মিলিশিয়া বাহিনীর সাথে আলোচনা করে অবরুদ্ধ বাংলাদেশিদের দ্রুত উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন। সুদান প্রবাসী নেতা রাজাতুল্লাহ জানান, পোর্ট সুদান শহরের হোটেল ও আবাসানগুলোতে তিল ধরার ঠাঁই নেই। শত শত অভিবাসী রাস্তা ঘাটে খোলা আকাশের নীচে অবস্থান নিয়েছে। তারা দ্রুত স্ব স্ব দেশে যাওয়ার জন্য প্রহর গুনছেন।
এবার সুদানে সেনাবাহিনী ও মিলিশিয়া বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দেশটিতে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের নিরাপদে রাখা ও তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি আলোচনায় আসে। খার্তুমস্থ বাংলাদেশ দূতাবাস থেকে শুরু থেকেই সেখানে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছে। এরই মধ্যে অন্য দেশের মাধ্যমে এসব নাগরিককে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রথম ধাপে আনুমানিক পাঁচ শতাধিক বাংলাদেশিকে আগামী এক সপ্তাহের মধ্যে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। দেশে ফিরতে আগ্রহী পাঁচ শতাধিক বাংলাদেশিকে পোর্ট সুদানে এবং সেখান থেকে জাহাজে করে জেদ্দায় নিতে চায় খার্তুমের বাংলাদেশ মিশন। এরপর জেদ্দা থেকে বাংলাদেশিদের বিশেষ ফ্লাইটে দেশে ফেরানো হবে। সম্প্রতি সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি চিঠি দেওয়া হয়েছে।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের পরিচালক মো. তারিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন, সুদানে অবস্থানরত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা খার্তুম ছেড়ে নিরাপদে আছেন। অন্য দেশের মাধ্যমে প্রথম ধাপে ৫০০ এর মতো বাংলাদেশিকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। তবে এ সংখ্যা কমবেশি হতে পারে। আর নিরাপত্তার কারণে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করা হচ্ছে না। তিনি জানান, সুদানের বাংলাদেশ দূতাবাস থেকে কার্যক্রম শুরু হয়েছে। দেশটিতে প্রায় ১০ হাজারের বাংলাদেশি রয়েছে।পর্যায়ক্রমে অন্যদেরও ফিরিয়ে আনা হবে।
এ প্রসঙ্গে খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তারেক আহমেদ বলেন, দূতাবাসের কর্মকর্তারা বর্তমানে খার্তুম থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থান করছেন। তারা দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করছেন। তিনি আরও বলেন, প্রথম ধাপে প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে নেওয়ার জন্য একটা তারিখ ঠিক করেছি। তবে যেহেতু এখনো জাহাজের বিষয়টি চূড়ান্ত হয়নি, তাই তারিখটা এখনই বলা যাবে না। জাহাজের তারিখ চূড়ান্ত হওয়ার পর বাসের সময় ঠিক করা হবে। তবে আশা করছি ২ মের মধ্যে প্রথম ধাপকে জেদ্দায় নিতে পারব।’
গত মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুক পেজে এক স্ট্যাটাসে জানিয়েছেন, সুদানে অবস্থানরত বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে। তিনি লিখেছেন, সুদানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে অন্য দেশের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে। খার্তুমে বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে এ বার্তা সেখানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে প্রচার শুরু করেছে। শাহরিয়ার আলম ফেসবুকে আরও লিখেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করবে কীভাবে কোন পদ্ধতিতে তারা যাত্রা করবেন। সবাইকে দূতাবাসের নির্দেশনা মেনে নিবন্ধন এবং প্রয়োজনীয় কাজ করার অনুরোধ জানান তিনি। এর আগে গত শনিবার সুদানের চলমান পরিস্থিতির কারণে দেশটি সফর থেকে বিরত থাকার জন্য বাংলাদেশিদের পরামর্শ দিয়ে সতর্কতা জারি করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

 


বিভাগ : প্রবাস জীবন


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

প্রবাসীদের যে জন্য সুখবর দিলো মালয়েশিয়া
মওলানা ছিলেন রাজনীতিকদের আইকনিক নেতা : রাষ্ট্রীয়ভাবে তাঁকে যথাযথ সম্মান জানাতে হবে
দুবাইয়ে শিপ নির্মাণ কাজে বাংলাদেশি কর্মীর ব্যাপক চাহিদা : বন্ধ ভিসা চালু করানোর দাবি
ফ্যাসিস্ট আ.লীগকে বিচারের মুখোমুখি হতেই হবে: ডা. শফিকুর রহমান
‘ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে রাসূল (সা.)-এর সুন্নাহর পরিপূর্ণ অনুশীলনের বিকল্প নেই’
আরও

আরও পড়ুন

যশোরে একই সঙ্গে দুই প্রতিষ্ঠানের অধ্যক্ষ জাহিদুল

যশোরে একই সঙ্গে দুই প্রতিষ্ঠানের অধ্যক্ষ জাহিদুল

ইমনের সেঞ্চুরির পরও এগিয়ে খুলনা

ইমনের সেঞ্চুরির পরও এগিয়ে খুলনা

টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সরানো হলো প্রথম আলোর সামনে অবস্থানকারীদের

টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সরানো হলো প্রথম আলোর সামনে অবস্থানকারীদের

নাইমের ১৮০, মেট্রোর বড় সংগ্রহ

নাইমের ১৮০, মেট্রোর বড় সংগ্রহ

রাজার বোলিংয়ে অলআউট বরিশাল

রাজার বোলিংয়ে অলআউট বরিশাল

দেশের টাকা পাচার করে হাসিনা ও তাঁর দোসররা দেশকে দেউলিয়া করে গেছে পাচারকৃত টাকা উদ্ধারে কাজ করতে হবে -মাওলানা ইমতিয়াজ আলম

দেশের টাকা পাচার করে হাসিনা ও তাঁর দোসররা দেশকে দেউলিয়া করে গেছে পাচারকৃত টাকা উদ্ধারে কাজ করতে হবে -মাওলানা ইমতিয়াজ আলম

এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

বিএনপি’র প্রতিনিধি দলের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের বৈঠক

বিএনপি’র প্রতিনিধি দলের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের বৈঠক

৫ বছর পর আয়োজিত হতে যাচ্ছে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৪

৫ বছর পর আয়োজিত হতে যাচ্ছে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৪

থিতু হয়েও ইনিংস লম্বা করতে পারলেন না শাহাদাত

থিতু হয়েও ইনিংস লম্বা করতে পারলেন না শাহাদাত

গণ-অভ্যুত্থানে ঢাবি ভিসির ভূমিকা কী ছিল? জানতে চান ছাত্রদলের সাধারণ সম্পাদক

গণ-অভ্যুত্থানে ঢাবি ভিসির ভূমিকা কী ছিল? জানতে চান ছাত্রদলের সাধারণ সম্পাদক

নির্বাচন কমিশনের প্রধান কাজ হওয়া উচিত অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য সাধারণ জনগণের আস্থা অর্জন করা : রিজভী

নির্বাচন কমিশনের প্রধান কাজ হওয়া উচিত অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য সাধারণ জনগণের আস্থা অর্জন করা : রিজভী

ইংরেজিতে দক্ষতা অর্জনে দেশে এলো অ্যাপ ‘পারলো’

ইংরেজিতে দক্ষতা অর্জনে দেশে এলো অ্যাপ ‘পারলো’

সীমান্তর লক্ষ্য এসএ গেমসের হ্যাটট্রিক স্বর্ণ জয়

সীমান্তর লক্ষ্য এসএ গেমসের হ্যাটট্রিক স্বর্ণ জয়

বিপিএলের প্রথম দিনই মাঠে নামছে বসুন্ধরা-মোহামেডান

বিপিএলের প্রথম দিনই মাঠে নামছে বসুন্ধরা-মোহামেডান

নির্বাচিত সরকারই দেশকে পুনর্গঠন করতে পারে : তারেক রহমান

নির্বাচিত সরকারই দেশকে পুনর্গঠন করতে পারে : তারেক রহমান

লক্ষ্মীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫০ জন

লক্ষ্মীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫০ জন

১৫ দিন রিমান্ড শেষে কারাগারে আব্দুর রাজ্জাক

১৫ দিন রিমান্ড শেষে কারাগারে আব্দুর রাজ্জাক

পাকিস্তানকে উড়িয়ে দিল জিম্বাবুয়ে

পাকিস্তানকে উড়িয়ে দিল জিম্বাবুয়ে

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ড নিহত

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ড নিহত