আবাসনের জন্যে পর্তুগালে হাজারও মানুষের বিক্ষোভ
২৮ জানুয়ারি ২০২৪, ১০:৩৭ এএম | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪, ১০:৩৭ এএম
পর্তুগালের রাজধানী লিসবনসহ বিভিন্ন শহরে গতকাল ২৭ জানুয়ারী স্থানীয় কয়েকটি সংগঠনের ডাকে তৃতীয়বারের মতো ন্যায্য ভাড়া মূল্যে বাসা বাড়ীর দাবিতে হাজার হাজার পর্তুগীজ বিক্ষোভ করেন।
উল্লেখ্য করোনা মহামারির পর থেকে অধিক হারে অধিবাসী বৃদ্ধিসহ নানান কারনে পর্তুগালে পর্যাপ্ত পরিমাণে বাসা বাড়ী সংকট দেখা দিয়েছে এবং সেই সাথে বাসা বাড়ীর ভাড়া কয়েকগুণ বৃদ্ধির কারনে নাগরিকদের হিমশিম খেতে হচ্ছে।
যেখানে একজন নাগরিকের বর্তমান সাধারন মাসিক ইনকাম ৭৬০ ইউরো সেখানে লিসবন বা তার আশপাশে ২ রুমের একটি বাসা ভাড়া সর্বনিম্ন ৮৫০ থেকে ১২০০ ইউরো।
আলামেডা থেকে রোয়া অগাস্টা পর্যন্ত দীর্ঘ রাস্তায় সকল ব্যাকগ্রাউন্ডের লোকেরা রাস্তায় নামেন। এবং এই সময়ে প্লে কার্ড হাতে বিভিন্ন শ্লোগান দেন যেমন
"ন্যায্য একটা বাসা চাই - ন্যায্য একটা জীবন চাই "
"ভাড়া কমিয়ে দিন, চুক্তি বাড়াও"
"সবার জন্যে বাসা চাই " ইত্যাদি স্লোগান
বিভাগ : প্রবাস জীবন
মন্তব্য করুন
এই বিভাগের আরও