সৌদিতে প্রবাসীর মৃত্যু এমপি শিবলী সাদিকের সহযোগীতায় আড়াই মাস পর মরদেহ দেশে এলো
০১ জুন ২০২৪, ১১:১৩ এএম | আপডেট: ০১ জুন ২০২৪, ১১:১৩ এএম
সৌদি প্রবাসী এনামুল ইসলাম (২৩)। গত এক বছর আগে সংসারের অভাবে মেটাতে সৌদিতে গিয়েছিলেন তিনি। সেখানে বৈদ্যুতিক টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন টগবগে এই যুবক। স্বপ্ন ছিল হাল ধরবেন সংসারের। তার পাঠানো টাকায় অভাব কাটিয়ে বাবা-মায়ের শেষ সময়টা কাটবে হাসিখুশিতে। তবে শেষ পর্যন্ত লাশ হয়ে বাড়িতে ফিরলেন এনামুল। যেই বাবা-মায়ের মুখে হাসি ফোঁটাতে গিয়েছিলেন প্রবাসে, সেই বাবা-মায়ের চোখ ভিজছে পানিতে।
নিহত এনামুল ইসলাম দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের বিরাহীমপুর (খামার) গ্রামের রেজাউল হকের ছেলে। ২ ভাই ও ১ বোনের মধ্যে সে ছিল ছোট। গত ১৭ মার্চ সৌদি আরবে মারা গিয়েছিলেন এই যুবক।
মারা যাওয়ার ২ মাস ১৩ দিন পর শুক্রবার রাতে ফ্রিজিং গাড়ীতে ঢাকা বিমানবন্দর থেকে প্রবাসী এনামুলের লাশ এসেছে গ্রামের বাড়িতে। এরআগে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের সহযোগীতায় শুক্রবার সন্ধ্যায় বিমানযোগে এনামুলের মরদেহ সৌদি থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায়। রাত ১১টায় নিজ গ্রামের কবরস্থানে তার দাফন প্রক্রিয়া সম্পন্ন হয়।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ সৌদি আরবে কাজ করার সময় বৈদ্যুতিক শক খেয়ে মারা যায় এনামুল। তবে নানা জটিলতায় সেখানেই ছিল মরদেহ। অসহায় পরিবার ছেলের লাশ ফেরত পাবার জন্য দিনের পর দিন চোখের পানি ঝরিয়েছেন। ঘুরেছেন বিভিন্ন দফতরের বারান্দায়। তবে তাতেও কাজ হয়নি। শেষ পর্যন্ত পরিবারটির পাশে এসে দাঁড়িয়েছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। তার সহযোগীতায় মারা যাওয়ার ২ মাস ১৩ দিন পর দেশে আসলো এনামুলের লাশ।
শুক্রবার রাতে সরেজমিন গিয়ে দেখা যায়, অ্যাম্বুলেন্সে কফিনে মোড়ানো সন্তানের লাশ বাড়িতে আসার পর শোকের ছায়া নেমে আসে পরিবারটিতে। কান্নায় ভেঙ্গে পরে পুরো গ্রাম। মারা যাওয়ার দীর্ঘদিন পর গ্রামের ছেলের মরদেহ দেখতে নিহতের বাড়িতে ভিড় জমিয়েছেন গ্রামবাসী। অপরদিকে গ্রামের কবরস্থানে চলছে কবর খনন ও জানাজা নামাজের প্রক্রিয়া।
নিহত এনামুলের প্রতিবেশী শহিদুল ইসলাম বলেন, পরিবারটি খুবই অসহায়। একদিকে সন্তান হারানোর শোক। অপরদিকে মারা যাওয়া সন্তানের লাশ ফেরত না পাবার শোক। পরিবারটি গত দুই মাসের অধিক সময় ধরে লাশ দেশে আনতে নানা চেষ্টা চালিয়েছে। তবে কোন চেষ্টা কাজে লাগেনি। সর্বশেষ আমাদের এমপির সহযোগীতায় আজ (শুক্রবার) এনামুলের লাশ বাড়িতে এলো।
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, প্রবাসী এনামুলের পরিবার আমার সাথে যোগাযোগ করেছিল। আমার এলাকার সন্তানের মরদেহ সৌদিতে পড়ে আছে শুনে আমি সৌদি আরবে থাকা বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করে লাশ দ্রত দেশে ফেরানোর প্রক্রিয়া শুরুর পদক্ষেপ নেই। নিহত প্রবাসী পরিবারের যেকোন সমস্যায় আমি তাদের পাশে আছি।
বিভাগ : প্রবাস জীবন
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস
শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া
ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল
‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’
প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের
প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া
মুসলিম চিকিৎসক
শীর্ষে দিল্লি
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
মানসিক সুস্থতায় কর্মবিরতি