আমিরাতে বাংলাদেশি খাদ্য-পণ্যের বাজার চাহিদা ঠিক রাখা কষ্টসাধ্য ব্যবসায়ীদের
১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৩ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৩ পিএম
ভোক্তাদের আস্থা অর্জনে বাংলাদেশি খাদ্যপণ্যের ব্যাপক চাহিদা রয়েছে আরব আমিরাতের বাজারে। তবে আন্তর্জাতিক বাজার প্রতিযোগিতায় বাংলাদেশি খাদ্যপণ্যের বাজার চাহিদা ঠিক রাখতে গিয়ে কষ্টসাধ্য হয়ে পড়েছে প্রবাসী ব্যবসায়ীদের।
দেশটিতে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ছোট-বড় দোকানগুলোতে ঘুরে দেখা গেছে, প্রতিটি দোকানে রয়েছে বাংলাদেশের চাল, ডাল, আটা, ময়দা, তেল, পিঁয়াজ, আলু, পটল, আদা, রসুন, মরিচ, হলুদ, মাছ, মুড়ি, চিড়া, চানাচুর, বিস্কুট, জুস, নুডুলস ও সবজি আইটেমসহ হিমায়িত হরেক রকম খাদ্যপণ্যের বিপুল সমাহার। অন্যান্য দেশের সাথে পাল্লা দিয়ে সুনামের সাথে বিক্রিও হচ্ছে দেদারছে।
তবে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা ইনকিলাবকে জানান, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, মিয়ানমার ও চায়নাসহ বিভিন্ন দেশ থেকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য কম খরচের পাশাপাশি অল্প সময়ের মধ্যে আমিরাতে আসলেও বাংলাদেশ থেকে খাদ্যপণ্য আসতে সময় লেগে যায় প্রায় এক থেকে দেড় মাস। এর কারণ হিসেবে তারা বলেন, বাংলাদেশ থেকে বেশিরভাগ খাদ্যপণ্য ভর্তি জাহাজ সিঙ্গাপুর হয়ে আমিরাতে আসে। আবার কখনো কখনো সিঙ্গাপুরে জাহাজ বদল করা হয়। এতে সেখানে এক জাহাজ থেকে আরেকটি জাহাজে খাদ্যপণ্যের কন্টেইনার স্থানান্তরে বেশ ক'দিন লেগে যায়। ফলে আমিরাতে পৌঁছানো পর্যন্ত অনেক বেশি সময় লেগে যায়। এতে করে প্রতিযোগিতামূলক খাদ্যপণ্যের বাজার ধরে রাখতে বা সম্প্রসারণে কষ্টসাধ্য হয়ে পড়ে প্রবাসী ব্যবসায়ীদের। তাদের মতে, শুল্ক ও পরিবহন ভাড়া কমিয়ে খাদ্যপণ্য ভর্তি জাহাজ যদি বাংলাদেশ থেকে সরাসরি আমিরাতে আসার ব্যবস্থা করা যায়, তাতে সর্বোচ্চ ১৫ থেকে ২০/২২ দিনের মধ্যেই আমিরাতে পৌঁছানো সম্ভব। এতে বাংলাদেশি খাদ্যপণ্যের বাজার ব্যাপকভাবে সম্প্রসারণ করা সম্ভব বলে মনে করেন তারা।
তারা আরো বলেন, বাংলাদেশ থেকে রপ্তানিযোগ্য খাদ্যপণ্য বেশি দামে কেনার পাশাপাশি জাহাজের মাধ্যমে খাদ্যপণ্য ভর্তি কন্টেইনার আনতে গিয়ে দেশীয় নৌবন্দরে অনেক সময় নানারকম সমস্যার সম্মুখীন হতে হয়। এতে করে আমিরাতে পৌঁছা পর্যন্ত সময় এবং খাদ্যপণ্য মূল্য অনেক বেশি পড়ে যায়। যার ফলে আন্তর্জাতিক বাজার দর এবং বাংলাদেশি খাদ্যপণ্যের বাজার চাহিদা ঠিক রাখতে গিয়ে লোকশানও গুনতে হচ্ছে তাদের।
তাই প্রবাসী ব্যবসায়ীরা বলেছেন, দেশ, ক্রেতা ও প্রবাসী ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় সুষ্ঠু ও সহজ ব্যবস্থাপনায় নতুন সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার পাশাপাশি খাদ্যপণ্য মূল্য, পরিবহন ভাড়া ও শুল্ক কমিয়ে ক্রেতা চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে আমিরাতে বাজারজাত করার সুযোগ তৈরি করে দিলে ব্যাপকভাবে সম্প্রসারিত হবে বাংলাদেশি খাদ্যপণ্যের বাজার। পাশাপাশি আমিরাতে বসবাসরত ১০ লক্ষাধিক বাংলাদেশিও স্বাচ্ছন্দ্যে কিনতে পারবেন দেশীয় খাদ্যপণ্য। অপরদিকে প্রচুর বৈদেশিক মুদ্রায় লাভবান হবে বাংলাদেশ।
বিভাগ : প্রবাস জীবন
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ডিসেম্বরে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র বৈঠক, হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা থাকবে
রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
এক সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল ৬ কোটি ১০ লাখ ডলার
প্রবাসীদের যে জন্য সুখবর দিলো মালয়েশিয়া
জাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন, ফটকে তালা, মশাল মিছিল
মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে জাতীয়তাবাদী ছাত্রদল
"নতুন সিনেমা নিয়ে ফিরছেন গ্লোবাল তারকা অ্যাঞ্জেলিনা জোলি"
ড. ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পুরোনো যে বক্তব্য ভাইরাল
নতুন নির্বাচন কমিশনের প্রতি ইসলামী আন্দোলনের শুভ কামনা
আলোচনায় ফ্যাসিস্ট হাসিনার ‘টুস করে ফেলে দেয়ার’ হুমকি
দীর্ঘ ১৫ বছর সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি: খোকন
'ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে অভিনেতা তারিক আনাম খানের নাটক'
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ