জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সরকারীভাবে পালন করতে হবে : যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের সভায় দাবি
১২ নভেম্বর ২০২৪, ০৬:১০ পিএম | আপডেট: ১২ নভেম্বর ২০২৪, ০৬:১০ পিএম
যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের সভায় বিএনপি প্রবর্তিত ’৭৫-এর সাতই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-কে সরকারীভাবে পালনের দাবী জানানো হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, বাংলাদেশি জাতীয়তাবাদ আর দেশপ্রেমের সাথে ঐদিনের ঘটনা ওতোপ্রতভাবে জড়িত। সেদিনের ‘সিপাহী-জনতার ঐক্য আর সংহতি’ বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দীশালা থেকে মুক্ত করে দেশ রক্ষার পাশাপাশি নতুন ইতিহাস রচিত হয়।
কিন্তু আওয়ামী লীগ কোনদিন দিবসটিকে স্বীকৃতি দেয়নি বরং এই দিন নিয়ে সরকারী ও দলীয়ভাবে মিথ্যাচার করেছে। ঐদিনের গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করে দিনটি সর্বজনীনভাবে সকল দলেরই পালন করা উচিৎ। সভায় বক্তারা বলেন, সেদিনের পথ ধরেই জিয়া বিএনপি প্রতিষ্ঠা করেন। তাই দেশের ক্রান্তিকালে সাতই নভেম্বরের চেতনায় বিএনপিকে দেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন। রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে এই সভার আয়োজন করা হয়। সভায় ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহহিল মাসুদ।
এসময় তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে শহীদ জিয়ার প্রতি গভীল শ্রদ্ধা জানান এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, ৭১-এর পর আমরা ২০২৪-এ নতুন স্বাধীনতা পেয়েছি। বাংলাদেশের স্বাধীনতা অক্ষুন্ন রাখতে সকল বাংলাদেশীকে দেশ ও প্রবাসে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদ জিয়াকে নিয়ে আরো গবেষণা আর বিএনপিকে আরো শক্তিশালী করতে হবে।
কেন্দ্রীয় জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের আহ্বায়ক শামসুল ইসলাম মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মজিবুর রহমান মজুমদার। সভায় বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র প্রতিষ্ঠাতা সদস্য ডা. আব্দুস সবুর, ড. মিজানুর রহমান, চট্টগ্রাম সিটি বিএনপ নেতা ও সাবেক প্যানেল চেয়ারম্যান মোবাশ্বের হাসমী, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মোশাররফ হোসেন সবুজ ও ফারুক হোসেন মজুমদার ও বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরামের প্রধান উপদেষ্টা লুৎফর রহমান লাতু।
যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের সদস্য সচিব জাকির হাওলাদারের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুস কদ্দুস হাওলাদার। পরবর্তীতে অতিথি সহ আলোচনায় অংশ নেন সংগঠনের সদস্য হারুনুর রশীদ, হানিফ চৌধুরী, মোতাহার হোসেন ও এডভোকেট জাকির খন্দকার, সাবেক ছাত্রনেতা মাজহারুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অত্যাচার, নিপীড়ন-নির্যাতন আর গণ বিরোধী কর্মকান্ডের তীব্র সমালোচনা করেন এবং আওয়ামী লীগের এসব কর্মকান্ডের জন্য দলটি নিষিদ্ধ করারও দাবী জানান। পাশাপাশি বক্তারা দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপিকে সচেতনতার সাথে দায়িত্ব ও ভূমিকা পালন এবং দেশের কোন কোন জায়গায় বিএনপি’র নামে চাঁদাবাজী ও দখল বন্ধের জন্য কেন্দ্রের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে শামসুল ইসলাম মজনু বলেন, জিয়া পরিষদ গতানুগতিক সংগঠন নয়, এটি একটি গবেষণামূলক রাজনৈতিক সংগঠন। শহীদ প্রেসিডেন্ট জিয়া, তার আদর্শ, লক্ষ্য, কর্মকান্ড নিয়ে দেশে-বিদেশে বেশী বেশী গবেষণা হওয়া প্রয়োজন। আমরা প্রবাস থেকে সেই কাজে ভূমিকা রাখতে প্রবাসী সকল বাংলাদেশী জাতীয়তাবাদী শক্তির সার্বিক সহযোগিতা চাই।
বিভাগ : প্রবাস জীবন
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস ফিরে আনতে হবে -আল-কাউসার পরিষদ বাংলাদেশ
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে ছাত্র আন্দোলনের নেতাদের কুশল বিনিময়
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি
শিখ নেতা হত্যা, মোদীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ কানাডার
দলীয় ভিত্তিতে প্রশাসন সাজিয়ে কেউ ক্ষমতায় আসতে পারবে না: এ এম এম বাহাউদ্দীন
আদানির সঙ্গে জড়িত মোদিও: রাহুল গান্ধী
আইসিসির প্রধান কৌঁসুলি ২৫ নভেম্বর ঢাকায় আসছেন
সোহেল-টুকু-হেলালসহ খালাস পেলেন বিএনপির ২২ নেতাকর্মী
ইরানে উদ্ভাবনে নারীদের অবদান ২৪ শতাংশের বেশি
প্রকাশায় ৯৩ শতাংশ নকল করেও পদোন্নতি পান রাবি অধ্যাপক সাহাল উদ্দিন
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই ঘন্টা পর লেবু বাগানে মিললো শিশুর লাশ
নাবালক ছাত্রের সঙ্গে জবরদস্তি যৌন সঙ্গম, ৩০ বছরের জেল শিক্ষিকার
সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রতিনিধি দলের অংশগ্রহণ
মার্কিন সংসদের নারী শৌচাগার ব্যবহার করতে পারবেন না রূপান্তরকামী এমপি
বাগেরহাটে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড
অন্তবর্তীকালীন সরকারের নির্দেশনা পালনের প্রত্যয় ব্যক্ত করলেন জিওসি
কুড়িগ্রামের উলিপুরে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু
ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে দুই নারী উদ্ধার
কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : চাঁদপুরে হাবিবুল্লাহ মিয়াজী
শাহজাহান ওমরকে জুতা ও ডিম নিক্ষেপ