পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন
২৬ জানুয়ারি ২০২৪, ১২:২৩ এএম | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৪, ১২:২৩ এএম
পেট্রোলিয়াম জেলি বা ভ্যাসলিন আমরা সাধারণত শীতকালে বেশি ব্যবহার করে থাকি। পেট্রোলিয়াম জেলির স্বাস্থ্য উপকারিতা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু অত্যন্ত কম খরচে পেট্রোলিয়াম জেলির অনেক স্বাস্থ্য উপকারিতা এখন পর্যন্ত আমাদের অজানা, যা সবার জানা প্রয়োজন। পেট্রোলিয়াম জেলি একটি সেমিসলিড হাইড্রোকার্বন যা বিশুদ্ধ নয়। ভ্যাসলিন ও আরও কয়েকটি জেলি বিশুদ্ধ ভাবে পেট্রোলিয়াম জেলি থেকে তৈরি হয় যার মাঝে রয়েছে মাইক্রোক্রিষ্টালাইন ওয়াক্স এবং মিনারেলস্। ভ্যাসলিন আন্তর্জাতিক একটি ট্রেড নাম এবং এ নামেই আমরা পেট্রোলিয়াম জেলিকে চিনে থাকি।
ক্ষত নিরাময় ঃ পেট্রোলিয়াম জেলি সামান্য কাটা বা ক্ষত নিরাময়ে সাহায্য করে। পেট্রোলিয়াম জেলি ত্বকে পানি সিল করে ত্বককে আদ্র রাখতে সাহায্য করে থাকে।
একজিমা এবং সোরিয়াসিস উপশম ঃ কিছু অবস্থায় আপনার ত্বক কঠিন সময় অতিবাহিত করে থাকে। আপনার ত্বক যদি বেশি শুষ্ক হয়ে যায় তাহলে ত্বক ফেটে যেতে পারে এবং ব্যাকটেরিয়ার অনুপ্রবেশ ঘটতে পারে। পেট্রোলিয়াম জেলি আপনার ত্বককে স্বাভাবিক রাখতে এবং ঔষুধ যেন ভালো ভাবে কাজ করতে পারে তাতে সাহায্য করে। পেট্রোলিয়াম জেলি প্রদাহ সতেজ এবং ত্বককে আদ্র রাখতে সাহায্য করে। এর ফলে ত্বকে চুলকানি বা স্ক্র্যাচ কম হয়।
ডায়াপার র্যাশ উপশম ঃ ডায়াপার ব্যবহার করার কারণে শিশুদের ত্বকে র্যাশ বা ফুসকুড়ি দেখা দিলে ডায়াপার পরিবর্তনের সময় পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যেতে পারে। ব্যয়বহুল ডায়াপার র্যাশ ক্রিম ব্যবহার করার প্রয়োজন নাই। কারণ অনেকের এতে আবার এলার্জি হয়, এক্ষেত্রে পেট্রোলিয়াম জেলি ভালো কাজ করে।
হেমোরয়েডস্ বা অশর্^ রোগ ঃ পেট্রোলিয়াম জেলি ব্যবহারে আপনার ভালো অনুভূতি হতে পারে যদি মলদ্বারে জ¦ালাপোড়া থাকে। মলদ্বারের ষ্পর্শকাতর ত্বকে প্রয়োগ করা যেতে পারে। এর ফলে মল ত্যাগ করার সময় আপনি অধিকতর আরাম অনুভব করবেন। শুধু তাই নয় মলদ্বারে চুলকানি এবং আঘাত কম অনুভব করবেন।
ব্লিষ্টার প্রতিরোধ করে ঃ পেট্রোলিয়াম জেলি ঠোঁটে, মুখে ব্লিষ্টার প্রতিরোধ বা বৃদ্ধি যেন না পায় সেক্ষেত্রে সাহায্য করে থাকে। আপনার যখন জ¦র ঠোসা হয় তখন পেট্রোলিয়াম জেলি ঠোঁটে প্রয়োগ করলে আরাম অনুভব করবেন এবং জ¦র ঠোসা নিয়ন্ত্রনে থাকবে।
উঁকুন মারতে সাহায্য করে ঃ ঘরোয়া চিকিৎসা হিসাবে উঁকুন মারার ক্ষেত্রে পেট্রোলিয়াম জেলি সাহায্য করে। গবেষণায় দেখা গেছে পেট্রোলিয়াম জেলি প্রাপ্তবয়স্ক উঁকুন মারতে পারে কিন্তু উঁকুনের ডিম মারতে পারে না। তাই এক্ষেত্রে উঁকুনের পূর্ণাঙ্গ ঔষধ বা শ্যাম্পু ব্যবহার করতে হবে।
এটপিক ডার্মাটাইটিসে সাহায্য করে ঃ এটপিক ডার্মাটাইটিসকে একজিমাও বলা হয়। এটি একটি চর্মরোগ যার বৈশিষ্ট হলো চুলকানি এবং আঁশের মতো ত্বক। পেট্রোলিয়াম জেলি চুলকানিযুক্ত ত্বকের উপশম করে থাকে নবজাতক ও শিশুদের ক্ষেত্রেও। যদি আপনার পরিবারে এটপিক ডার্মাটাইটিস (একজিমা) থাকে পেট্রোলিয়াম জেলি আপনার শিশুকে এ রোগ থেকে দূরে রাখতে সাহায্য করে থাকে। শিশুদের ক্ষেত্রে জন্মের তিন সপ্তাহ পর থেকে আপনি চাইলে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন।
বাতাসের ক্ষতি থেকে রক্ষা করে ঃ অনেক সময় গরম বা ঠান্ডা বাতাস আপনার ত্বকের জন্য সমস্যার কারণ হয়ে উঠতে পারে। পেট্রোলিয়াম জেলি বাতাস এবং ঠান্ডা থেকে আপনার ত্বককে রক্ষা করতে পারে। পেট্রোলিয়াম জেলির পাতলা একটি প্রলেপ ত্বকে প্রয়োগ করা যেতে পারে যা বাতাসের সংষ্পর্শে আসবে। এটি ব্যাকটেরিয়া প্রতিরোধ করে থাকে।
চোখের ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে ঃ চোখের চারপাশের ত্বক পাতলা হয়ে থাকে। পেট্রোলিয়াম জেলির একটি পাতলা প্রলেপ চোখের পাতার ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে। পেট্রোলিয়াম জেলি ব্যবহার চোখের মেকআপ তোলার নিরাপদ পদ্ধতিগুলোর একটি। কিন্তু খেয়াল রাখতে হবে যে, পেট্রোলিয়াম জেলি যেন কোন অবস্থাতেই চোখের ভিতরে না যায়।
নখের ময়েশ্চারাইজার ঃ পেট্রোলিয়াম জেলি আপনার হাতের সব অংশকেই হাইড্রেট করতে পারে। নখের ময়েশ্চারাইজার হিসাবে দামি ক্রিম ব্যবহার করার প্রয়োজন নাই। আপনার নখ যদি ভঙ্গুর হয় তাহলে পেট্রোলিয়াম জেলি ধীরে ধীরে দাগযুক্ত এবং খাঁজযুক্ত স্থান মসৃন করতে পারে। পেট্রোলিয়াম জেলি নখে রিহাইড্রেট করে থাকে।
শীতে ত্বকের আদ্রতা ধরে রাখার জন্য অনেকেই পেট্রোলিয়াম জেলি বা ভ্যাসলিন ব্যবহার করে থাকেন। কিন্তু কারো কারো ক্ষেত্রে পেট্রোলিয়াম জেলি ব্যবহারের কারণে ত্বকের সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে আপনারা পেট্রোলিয়াম জেলির পরিবর্তে গ্লিসারিন অথবা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। গ্লিসারিন এর দাম কম হলেও ত্বকের জন্য খুবই ভালো। যারা আরো উন্নত বা কষ্ট কম করতে চান তারা ভালো ব্র্যান্ডের ময়েশ্চারাইজার ব্যবহার করবেন। সূর্যের আলো থেকে বাঁচার জন্য সানস্ত্রিন ব্যবহার করবেন। সানস্ত্রিনের মাত্রা এসপিএফ ৩০ হলেই চলবে।
ডা. মো. ফারুক হোসেন
মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ
ইমপ্রেস ওরাল কেয়ার
বর্ণমালা সড়ক, ইব্রাহিমপুর, ঢাকা।
মোবাইল-০১৮১৭৫২১৮৯৭
ই-মেইল[email protected]
বিভাগ : স্বাস্থ্য
মন্তব্য করুন
আরও পড়ুন
টিসিবির তালিকায় আ'লীগের লোকজন বহাল থাকায় সাধারণ মানুষের ক্ষোভ
দৌলতখানে মা -মেয়েকে পিটিয়ে আহত
স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে থামল সীমান্ত এক্সপ্রেস
কুষ্টিয়ায় প্রতিমা ভাঙচুরের পর যুবক আটক, কথাবার্তা অসংলগ্ন
জুরাইনে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ, রেলপথ অবরোধ
রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহারে বিশ্বকে প্রতিক্রিয়া জানাতে হবে : জেলেনস্কি
সার্বিয়ার রেলওয়ে স্টেশন দুর্ঘটনা,দুর্নীতির অভিযোগে প্রতিবাদ
রিকশা লীগ হয়ে ফিরে আসতে চায় স্বৈরাচার হাসিনা
"অভিষেক-ঐশ্বরিয়ার বিবাহ বিচ্ছেদের বিষয়ে মিডিয়ার গুজব নিয়ে অমিতাভ বচ্চন প্রতিক্রিয়া"
জীবিত স্বামীকে মৃত দেখিয়ে মামলার পেছনের কারিগর শফিক-রুহুল গ্রেফতার
আন্দোলনের মোড় ঘুরিয়েছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : শফিকুল আলম
শেরপুরে অগ্নিকাণ্ডের কোটি টাকার ক্ষতি : অল্পের জন্যে প্রাণে বাচঁলো ৪০ ছাত্র শিক্ষক
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন ও বিশ্বব্যাপী বাস্তুচ্যুতি, এক ভয়াবহ বাস্তবতা
রাশিয়া উ.কোরিয়াকে এক মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করেছে
শরীয়তপুরের জাজিরায় ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার
ইমরান খানের সরকার পতনে সউদীর হাত ছিল : দাবি স্ত্রী বুশরার
'ভারতের গোয়ায় জয়া আহসানের বিশেষ প্রদর্শনী'
ওমানে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, ২২ জন আহত
লেবানন থেকে ফিরলেন আরো ৮২ বাংলাদেশি
"পিটিআই" প্রধান ইমরান খানকে নতুন মামলায় ৫ দিনের রিমান্ড