শাকসবজিতে ক্ষতিকর কীটনাশক
১৬ আগস্ট ২০২৪, ১২:৩৫ এএম | আপডেট: ১৬ আগস্ট ২০২৪, ১২:৩৫ এএম
বাংলাদেশে ভেজাল, নকল ও নিম্নমানের নানা পণ্যে ছেয়ে গেছে। শিশুর গুড়ো দুধ থেকে বৃদ্ধের ইনসুলিন, রুপচর্চার কসমেটিক থেকে শক্তি বর্ধক ভিটামিন, এমন কি বেঁচে থাকার জন্য যা অপরিহার্য, সেই পানি এবং জীবন রক্ষাকারী ওষুধ পর্যন্ত এখন ভেজালে ভরপুর। মাছ, দুধ, শাক সবজি ও ফলমূলে ফরমালিন, হলুদে সিসা, মরিচে ইটের গুঁড়া, সরষের তেলে কেমিক্যাল, মশার কয়েলে বিপদজনক উপাদান, গরুর গোশতে হরমোন, মুরগির খাবারে বিষাক্ত উপকরণ। টোকাই থেকে ধনীর সন্তান, ভেজালের ভয়াবহতা থেকে নিরাপদ নয় কেউ- যেন ভেজালেই জন্ম, ভেজালেই বেড়ে ওঠা, ভেজালের রাজ্যেই বসবাস।
আমাদের দেশে এখন নির্ভেজাল খাদ্যপণ্য পাওয়া দুষ্কর। বাজারে যত ধরনের খাদ্য পাওয়া যায় তার প্রায় সবই কোনো না কোনোভাবে দূষণের শিকার। অনেকে তাই সব ধরনের কৃত্রিম খাবার এড়িয়ে শাকসবজির ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছেন। কিন্তু তাদের জন্যও দুঃসংবাদ হচ্ছে- সবজিতেও এখন বেপরোয়া বিষের ব্যবহার হচ্ছে। কিছু ক্ষেত্রে এর ব্যবহার এতটা প্রকট যে, তা স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, সবজি সালাদ ও শুঁটকিতে মানবদেহের জন্য ক্ষতিকর কীটনাশক আশঙ্কাজনক হারে রয়েছে। একটি জাতীয় দৈনিক পত্রিকার প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) এক গবেষণার তথ্য, বাজার থেকে আনা শাকসবজি, ফলমূল ও শুঁটকিতে রয়েছে ক্যান্সার ও আলসারের মতো জটিল রোগের উপাদান। বারির বিজ্ঞানীরা এই গবেষণায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে নমুনা সংগ্রহ করেন। পরীক্ষায় বেগুন, শিম, বরবটি, ফুলকপি ও লালশাকে মানবদেহের জন্য ক্ষতিকর বালাইনাশক পাওয়া গেছে। লেটুস, ধনেপাতা, কাঁচামরিচ, গাজর, ক্যাপসিকাম যা দিয়ে সালাদ তৈরি করা হয় তাতেও একই ধরনের ক্ষতিকর উপাদানা পাওয়া গেছে। লইট্টা, চেপা, কাঁচকি, মলা, চান্দা, ছুরি, সিদোল ও পাইশা শুঁটকি মাছে এর উপস্থিতি পেয়েছেন তারা।
বালাইনাশক শরীরে প্রবেশ করলে নানাভাবে স্বাস্থ্যহানি ঘটাতে পারে। আলসার, ক্যান্সার, গ্যাস্ট্রিক, দৃষ্টিশক্তি লোপ, স্নায়বিক শক্তির অপচয় ও বন্ধ্যত্বের কারণ ঘটাতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বিজ্ঞানীরা জানাচ্ছেন, কৃষক যদি নিয়ম মেনে সবজি বাজারজাত করেন তা হলে বালাইনাশকের ভয়াবহ ক্ষতি থেকে ভোক্তা বাঁচতে পারেন। শাকসবজিতে বালাইনাশক ব্যবহারের পর একটি নির্দিষ্ট সময় পর ফসল তুলতে হয়। প্রতিটি সবজিতে এটি প্রয়োগের একটি নির্দিষ্ট সময় পর তা বাজারজাত করতে হয়। তবে এ ব্যাপারে কৃষকের জ্ঞান ও প্রশিক্ষণের অভাব রয়েছে। আবার যারা এর ক্ষতিকর দিকটি জানেন তারা মানেন না। তারা বালাইনাশকের ক্ষতি থেকে ভোক্তাদের বাঁচাবেন সে তাগিদ অনুভব করেন না। বরং দেশের অন্য সব খাতের মতো এখানে অতিরিক্ত লাভের রোগ ভর করেছে। পচন রোধ করে বাজারজাত করতে গিয়ে কৃষক এমন ক্ষতি করছেন ভোক্তার। এ অবস্থায় এমন কোনো সরকারি ব্যবস্থাপনা নেই যাতে বিষমুক্ত সবজি বাজারে নিশ্চিত করা হবে।
ফলমূল ও শাকসবজি বিষমুক্ত করার একটি নিয়ম রয়েছে। বাজার থেকে এনে পানি দিয়ে পরিষ্কার করতে হবে। এরপর এক লিটার পানিতে ২০ গ্রাম খাবার লবণ মিশিয়ে তাতে ১৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে। তারপর আবারো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে খেলে ৬০-৮০ শতাংশ পর্যন্ত বিষমুক্ত করা যায়। এমন সবজি রান্না করা হলে বাকি বিষমুক্ত হওয়া যাবে বলে বিজ্ঞানীরা পরামর্শ দিচ্ছেন।
কৃষিপ্রধান বাংলাদেশে দুর্ভাগ্য হলো- এ দেশের কৃষিতে যথেষ্ট মনোযোগ কখনো দেয়া হয়নি। কৃষক যেমন সচেতনভাবে সময়ের সাথে গড়ে ওঠেননি; তেমনি সরকারও এগিয়ে আসেনি। তাই প্রয়োগ করা কীটনাশকের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। বিষযুক্ত সবজি ও ফলমূল বাজারে সরবরাহ করা নিষিদ্ধ করতে হবে। এ জন্য কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রণোদনা দিতে হবে। সবশেষে এ সত্যটি মনে রাখুন- পুষ্টিহীন আর কম দৃষ্টিহীন, শাকসবজি খাওয়ান প্রতিদিন।
মো: লোকমান হেকিম
মোবাইল-০১৭১৬-২৭০১২০।
বিভাগ : স্বাস্থ্য
মন্তব্য করুন
আরও পড়ুন
ডিসেম্বরে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র বৈঠক, হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা থাকবে
রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
এক সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল ৬ কোটি ১০ লাখ ডলার
প্রবাসীদের যে জন্য সুখবর দিলো মালয়েশিয়া
জাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন, ফটকে তালা, মশাল মিছিল
মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে জাতীয়তাবাদী ছাত্রদল
"নতুন সিনেমা নিয়ে ফিরছেন গ্লোবাল তারকা অ্যাঞ্জেলিনা জোলি"
ড. ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পুরোনো যে বক্তব্য ভাইরাল
নতুন নির্বাচন কমিশনের প্রতি ইসলামী আন্দোলনের শুভ কামনা
আলোচনায় ফ্যাসিস্ট হাসিনার ‘টুস করে ফেলে দেয়ার’ হুমকি
দীর্ঘ ১৫ বছর সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি: খোকন
'ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে অভিনেতা তারিক আনাম খানের নাটক'
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ