দাঁতে ক্যাভিটির কারণে সমস্যা
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:১০ এএম
প্রাথমিক অবস্থায় দাঁতের ক্যাভিটির চিকিৎসা করালে তা সম্পূর্ণ ভাল হয়ে যায়। আর অবহেলায় তা জটিল আকার ধারন করে। তখন আর এটা মেরামতের পর্যায়ে থাকে না। দাঁত ফেলে দিতে হয়। আর আরও জটিল কি কি হতে পারে তা আমাদের অনেকের ধারনারও বাইরে। আসুন জেনে নেই এর পরবর্তী জটিলতাগুলো।
ব্যথা ও অতি সংবেদনশীলতা ঃ দাঁতে ক্যাভিটি সময়ের সাথে সাথে বড় হতে থাকে। এর ফলে দাঁত সংবেদনশীল হয়ে উঠতে পারে। বিশেষ করে দাঁত ব্রাশ করার সময় অথবা গরম ও ঠান্ডা খাবার খাওয়ার সময় এটি বেশী অনুভুত হয়। যদি ক্যাভিটির চিকিৎসা করা না হয় তাহলে তা ¯œায়ুর ক্ষতি করতে পারে যার ফলে চোয়ালে তীব্র ব্যথা এবং মুখেও ব্যথা হতে পারে।
দাঁত পড়ে যাওয়া ঃ যখন বড় ক্যাভিটিতে সংক্রমন সৃষ্টি হয় তা পাল্প বা দন্তমজ্জাতে বিস্তৃতি লাভ করে। দন্তমজ্জাতে নার্ভ বা সুক্ষ রক্তনালী থাকে। যথাযথ চিকিৎসা না করলে এক সময় দাঁত তুলে ফেলতে হয়। প্রত্যেকটি দাঁত তার পাশের দাতকে সাপোর্ট করে। দাঁত পড়ে গেলে পাশের দাঁত নড়ে যেতে পারে। দাঁতের ক্যাভিটির কারণে পাশের দাঁতেও ক্যাভিটি সৃষ্টি হতে পারে।
মাড়ি রোগ ঃ দাঁতে ক্যাভিটির কারণে সংক্রমন মাড়িতে বিস্তার লাভ করে এবং মাড়ি রোগের সৃষ্টি হয়। এর ফলে মাড়ি থেকে রক্তপাত হয় এবং অতি সংবেদনশীলতার সৃষ্টি হয়।
হাড়ের ক্ষয় ঃ দাঁত পড়ে যাওয়া এবং অগ্রসরমান পেরিওডন্টাইটিস হাড়ের ক্ষয় করতে পারে। চোয়ালের হাড়ে অথবা চিকবোন ক্ষয় হতে পারে। একটি দাঁত পড়ে যাওয়ার পর প্রথম বছরে চার পাশের ২৫% হাড় ক্ষয় হয়ে যায় এবং এটি চলমান থাকে। যদি চিকিৎসা করা না হয় তাহলে চোয়ালের হাড় ক্ষয় জটিলতা সৃষ্টি করতে পারে মুখে বিদ্যমান দাঁতের সাথে।
হাড়ের ফোড়া বা এবছেস ঃ দাঁতের ক্যাভিটি চিকিৎসা না করলে এনামেলের ক্ষয়ের কারণে ব্যাকটেরিয়া দন্তমজ্জার সংক্রমণ সৃষ্টি করে। এই সংক্রমণ দাঁতের গোড়া থেকে হাড়ে বিস্তৃতি লাভ করতে পারে যাহা দাঁতকে সাপোর্ট দেয় এবং ক্রমান্বয়ে তা থেকে ফোড়া বা এবছেস হতে পারে। পেরিওডন্টাল এবছেস দাঁত ও মাড়ির মধ্যবর্তী স্পেসের একটি সংক্রমণ। পেরিওডন্টাল এবছেস দাঁতের অভ্যন্তরে হয়ে থাকে যখন নার্ভ বা ¯œায়ু মৃত বা অকার্যকর এবং এটি দাঁতের গোড়ার শেষ অংশে দেখা যায়। তারপর এটি আশেপাশের হাড়ে বিস্তৃতি লাভ করে। এর ফলে চোয়োলের হাড়ের পচন শুরু হতে পারে।
ব্রেণ এবছেস বা ব্রেণের ফোড়া ঃ মারাত্মক ক্ষেত্রে ডেন্টাল এবছেস লিম্ফনোড বা লসিকাগ্রন্থির মাধ্যমে বিস্তৃতি লাভ করতে পারে। এর ফলে ব্রেণ এবছেস হতে পারে। ব্রেণ এবছেস হলে তা হতে পারে প্রাণঘাতী। এসব ক্ষেত্রে জরুরী ভিত্তিতে চিকিৎসা প্রয়োজন।
এনিমিয়া বা রক্তস্বল্পতা ঃ সমীক্ষায় দেখা গেছে দন্তমজ্জার প্রদাহ, ডেন্টাল এবছেস একটি শিশুর বৃদ্ধি ক্ষতিগ্রস্থ করে। কারণ এর ফলে প্রদাহ সৃষ্টিকারী সাইটোকাইনের মাত্রা বেশি থাকে যেমনঃ ইন্টারলিউকিন ওয়ান বা আইএল ওয়ান। এর ফলে ইরাইথ্রোপয়েসিস বা লোহিত রক্ত কণিকার গঠন ব্যহৃত হয়। ফলে এনিমিয়া বা রক্তস্বল্পতা সৃষ্টি হতে পারে।
হেলিটোসিস বা মুখে দুর্গন্ধ ঃ ব্যাকটেরিয়ার সংক্রমনের কারণে ক্যাভিটি যা চার পাশের নরম কোষকলাতে সংক্রমন সৃষ্টি করে। এর ফলে মুখে দুর্গন্ধ হতে পারে।
এসথেটিক বা সৌন্দর্য ঃ ক্যাভিটির কারণে দাঁত বিবর্ণ হতে পারে। আর ক্যাভিটির কারণে দাঁত পড়ে গেলে সৌন্দর্য ব্যহত হয়।
জীবন যাত্রার মান ক্যাভিটির কারণে আপনার খাওয়া, ঘুমানো এবং সার্বিক জীবন যাত্রার মান ব্যহত হয়। কোন কোন ক্ষেত্রে ক্যাভিটির কারণে সাধারণ স্বাস্থ্যও ক্ষতিগ্রস্থ হতে পারে।
তাই দাঁতে ক্যাভিটি হলে অবহেলা নয়, এ বিষয়ে সবার সচেতন হতে হবে।
ডা. মো. ফারুক হোসেন
মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ
ইমপ্রেস ওরাল কেয়ার
বর্ণমালা সড়ক, ইব্রাহিমপুর, ঢাকা।
মোবাইল-০১৮১৭৫২১৮৯৭
ই-মেইল- [email protected]
বিভাগ : স্বাস্থ্য
মন্তব্য করুন
আরও পড়ুন
এক সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল ৬ কোটি ১০ লাখ ডলার
প্রবাসীদের যে জন্য সুখবর দিলো মালয়েশিয়া
জাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন, ফটকে তালা, মশাল মিছিল
মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে জাতীয়তাবাদী ছাত্রদল
"নতুন সিনেমা নিয়ে ফিরছেন গ্লোবাল তারকা অ্যাঞ্জেলিনা জোলি"
ড. ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পুরোনো যে বক্তব্য ভাইরাল
নতুন নির্বাচন কমিশনের প্রতি ইসলামী আন্দোলনের শুভ কামনা
আলোচনায় ফ্যাসিস্ট হাসিনার ‘টুস করে ফেলে দেয়ার’ হুমকি
দীর্ঘ ১৫ বছর সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি: খোকন
'ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে অভিনেতা তারিক আনাম খানের নাটক'
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম
সবচেয়ে কম মূল্যে বাংলাদেশকে বিদ্যুৎ দিচ্ছে নেপাল: নেপাল রাষ্ট্রদূত