নিঃসঙ্গতা-মৃত্যুঝুঁকি বাড়ায়
১৮ অক্টোবর ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ১৮ অক্টোবর ২০২৪, ১২:১০ এএম

প্রতি বছরের ন্যায় এবারও ১০ অক্টোবর পালিত হল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। বাংলাদেশেও দিবসটি পালিত হয়েছে। অন্যান্য দেশের মত আমাদের দেশেও বাড়ছে মানসিক রুগী।
মেডিক্যাল জার্নাল অব ইন্টারন্যাশনেল মেডিসিনে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায় নিঃসঙ্গতা হতে পারে যেকোনো বয়সে, তবে বৃদ্ধ বয়সের নিঃসঙ্গতা দ্রুত খারাপ পরিস্থিতি সৃৃষ্টি করে, এমনকি মৃত্যু পর্যন্তও। জীবনে গোধুলির বছরগুলো নিঃসঙ্গতা উত্তর যৌবনের কিছু মানুষের উপর কেমন প্রভাব ফেলে তা নিয়ে গবেষণা করা হচ্ছে বিভিন্ন সংস্থার মাধ্যমে। সানফ্রান্সিসকোতে কালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জরা বিজ্ঞানিরা ষাটোর্ধ্ব এক হাজার ৬০৪ জন এর লোকের উপর গবেষণা করলেন, লক্ষ্য করলেন তারা সঙ্গীহীন থাকেন। গবেষকরা নিঃসঙ্গতার পরিমাণগত দিকটি পর্যবেক্ষণ করছিলেন। অন্যদের সঙ্গে অর্থবহ স্পর্শ বা সংযোগ নেই। সেই সঙ্গে বেদনাদায়ক অস্বস্তির দিকও।
এ ব্যাপারে প্রশ্নোত্তরমালা পূরণ করা হল ২০১২ সালে প্রতি দুই বছর পর পর ২০১৭ সাল পর্যন্ত বয়স্ক যেসব লোক নিঃসঙ্গবোধ করেছিলেন সেই বছরগুলোতে তাদের বোধের তেমন পরিবর্তন হল না-রিপোর্টটি করলেন মুখ্য গবেষক ক্লিনিক্যাল সহকারী অধ্যাপক কার্লা পেরিসিনোটা। ১৩ শতাংশ বয়স্ক লোক বললেন প্রায়ই তাদের নিঃসঙ্গ লাগে; ৩০ শতাংশ বললেন মাঝেমধ্যে একাকী বোধ হয় তাদের।
এই ক’বছরে পুরুষ ও মহিলাদের স্বাস্থ্য কেমন ছিল ? যারা নিঃসঙ্গ ও অসুখী বোধ করছিলেন, কেমন ছিল তাদের শরীর ও মনের অবস্থা ? ২০০৮ সালের মধ্যে সেই গ্রুপের সিনিয়রদের ২৪.৮ শতাংশ, যাদের পারফরমেন্স ক্ষমতা বেশ খর্ব হল, দৈনন্দিন জীবনযাপনের সেই শক্তি কমে গেল, গোসল করা-পোশাক পরা-আহার বাথরুম করা চেয়ার বা শয্যা থেকে উঠে দাঁড়ানো, নিজে নিজে এসব কাজ করার ক্ষমতা বেশ কমে গেল। যারা নিঃসঙ্গ নন, তাদের মধ্যে মাত্র ১২.০৫ শতাংশের তেমন জীবনের শক্তি কিছুটা খর্ব হওয়ার অনুভূতি হল মাত্র। নিঃসঙ্গ বুড়ো মানুষদের প্রায় ৪৫ শতাংশের আগাম মৃত্যুর শঙ্কা বেশি, অন্তত যারা সঙ্গী-সাথি নিয়ে আমোদের দিন কাটান তাদের তুলনায়।
নিঃসঙ্গতা বিচার করতে গেলে অর্থবহ সম্পর্কের গুরুত্ব বেশি। একাকী থাকাটা বড় কথা নয়, মূল কথা হল ‘অর্থবহ সম্পর্ক।’ ৬৫ শতাংশ বয়স্ক কেবল এ নিঃসঙ্গতার কারণ তাও নয়। চারপাশে অনেক মানুষের ভিড়েও মানুষ একাকী বোধ করতে পারেন, যদি পরস্পর অর্থবহ সম্পর্ক না থাকে। ভাবের আদান-প্রদানে যদি আবেগ ও অনুভূতি দেওয়া -নেওয়া সমান তালে না হয়, তা হলে নিঃসঙ্গবোধ হয় মানুষের ভিড়েও। সম্পর্ককে মানুষ কীভাবে বিষয়গত বোধ করে, মূল্যায়ন করে; কত বেশি মানুষের সঙ্গে জানাশোনা, মেলামেশা তা তেমন গুরুত্বপূর্ণ নয়। সম্পর্কের মধ্যে গভীরতা কী আছে, অর্থপূর্ণ সম্পর্ক কী, সেগুলো বিবেচ্য বিষয়।
বয়স্ক মানুষের স্বাস্থ্য এবং ভাল থাকার জন্য সামাজিক অবলম্বন সোশ্যাল সাপোর্ট খুব প্রয়োজন, বলেন বিশেষজ্ঞরা। এমনকী দীর্ঘায়ুর জন্যও প্রয়োজন। সামাজিক অবলম্বন ও নিঃসঙ্গতা দু’টি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে প্রবীণদের জীবনের উপর। প্রতিটি নিজস্ব উপায়ে প্রভাব ফেলে জীবনে।
ক্যালিফোর্ণিয়ার ওকল্যান্ডে বাস করেন ৮৫ বছর বয়সী জ্যাজ অ্যান্ড ব্রুজ গায়ক বারবারা ডেন, বলছিলেন, যত বুড়ো হওয়া যাবে মনে হবে পৃথিবী ছাড়া, তাই নিজে যেন নিস্ক্রিয় হতে থাকি, ভাবি অন্যকে আর বিরক্ত করা নয়, তাই নিজের লোকদের সঙ্গে যেন চ্যুত হতে হয় আর তা বোঝার আগেই মন বেজায় খারাপ হয়ে যায়।
এ যেন নিজেকে পূর্ণ করা, ভরে দেওয়ার খেলা, সূর্যাস্তের দিকে নির্মিশেষ চোখ, আর সেই লক্ষ্যে পথচলা যেন শুরু। বয়স্কদের উপর নিঃসঙ্গতার প্রভাব-এর ব্যাখ্যা অনেকে করেছেন। ইউনিভার্সিটি কলেজ লন্ডনে ইনস্টিটিউট অব এপিডেমিওলজি ও হেলথ কেয়ারের পরিচালক এন্ডু ষ্টেপটো এই বিষয় বেশ অধ্যায়ন করেছেন। একাকিত্ব এবং সামাজিক অন্তরণ-দু’টোই এমন সব জৈবিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত যা বাড়িয়ে দেয় স্বাস্থ্যঝুঁকি; এমনকি দেহ প্রতিরোধব্যবস্থাও প্রবাহ প্রক্রিয়ায় আনে পরিবর্তন এবং চাপ সম্পর্কিত হরমোন মানেও আনে বিশৃঙ্খলা। বলেন এন্ডু ষ্টেপটো।
২০১৯ সালে সাইলেকালজি ও এজিং নামে একটি চিকিৎসা জার্নালে আরও একটি ক্লুর সন্ধান দিয়েছেন বিজ্ঞানীরা। সেই রিপোর্ট কর্ণেল বিশ্ববিদ্যালয়ের হিউম্যান ডেভেলপমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক এনথনিও এনজিও বলেন, ‘বয়স্ক লোকদের রক্তচাপ বাড়ে কয়েক ধরনের চাপের অধীন হলে এবং নিঃসঙ্গতা এই প্রতিক্রিয়াকে অনেক বাড়িয়ে দেয়।’ তিনি আরও বলেন, নিঃসঙ্গতা এমনই যে জীবনের শেষ বছরগুলোতে থাকে নীরবে, আর তাই একে স্ক্রিন করে দেখা উচিত এবং একে উদ্ধার করার পদ্ধতি বের করা দরকার।
বয়স্ক ও বুড়ো বন্ধু, আত্মীয়স্বজন, প্রতিবেশীদের কাছে যাওয়া, পাশে থাকা, বাক্যালাপ করা যায় যদি সব সময়, তা হলে বেশ লাভ হয়। পেরিসিনেটো বলেন, কখনও কখনও এমন হয় যে বয়স্ক লোক যদি বোঝেন যে কেউ তাদের কথা শুনছে, তাদের অবহেলা করছে না, এমন অনুভূতিও বেশ উপকারী হতে পারে তাদের শরীর ও মনের স্বাস্থ্যের জন্য। আমাদের দেশেও প্রবীণ লোকদের সংখ্যা বাড়ছে, তাই তাদের জীবনের এ দিকটি, নিঃসঙ্গ জীবন থেকে তাদের সরিয়ে এনে সামাজিক সম্পর্ক আত্মীয়-পরিজনদের সঙ্গে সংস্পর্শে এবং তা যদি অর্থবহ হয়, এতে যদি গভীরতা থাকে তা হলে প্রবীণদের জীবনও হবে আনন্দময়।
আফতাব চৌধুরী
সাংবাদিক-কলামিস্ট।
বিভাগ : স্বাস্থ্য
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

গাজায় যুদ্ধ আরও বিস্তৃত করতে লাখো রিজার্ভ সৈন্য ডাকছে ইসরায়েল

হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে মাঠে নেমেছে এনসিপির, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আটক ২

সাবেক মন্ত্রী-এমপি-মেয়র সহ যারা হলেন বৈষম্য বিরোধী আন্দোলনে সিলেটে হামলা ঘটনা মামলার আসামী

হাসিনার কুশপুত্তলিকার সঙ্গে হেফাজতের কোনো সম্পর্ক নেই

রাস্তায় যানজট সৃষ্টির দায়ে ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

গুজব ও অপতথ্য মোকাবিলায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে তথ্য কর্মকর্তাদের

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে এবি পার্টির শোক প্রকাশ

২০২৫ অর্থবছরের ২য় প্রান্তিকে ভিসা’র ৯ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধি অর্জন

গাজীপুরে মসজিদের খতিব হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে সমাবেশ

কৃষি দেশের অর্থনীতির মেরুদণ্ড, জাতীয় উন্নয়ন অগ্রগতির প্রধানতম হাতিয়ার- ড. মোশাররফ

মিজানুর রহমান সোহেলের ‘জিরো টাকায় বিজনেস’ বইয়ের প্রি-অর্ডার শুরু

মাকে নিয়ে তারকা মেহজাবীনের সাথে ফাইভ স্টারে ডিনারের সুযোগ বিকাশ-এ

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

সড়ক দুর্ঘটনায় চাটমোহরের মাদ্রাসা সুপারের মৃত্যু

রূপালী ব্যাংকের প্রধান কার্যালয় এখন ইউনুস ট্রেড সেন্টারে

বীভৎস অবতারে ধরা দিলেন মোশাররফ করিম

চট্টগ্রাম ‘ফিটনেস সাগা’ উদ্বোধন

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্থানীয়দের মতামতকে গুরুত্ব দিতে হবে : সৈয়দা রিজওয়ানা হাসান

আওয়ামী লীগ ঘাতক ও সন্ত্রাসী দল