অমনোযোগী শিশু
০২ জানুয়ারি ২০২৫, ০১:৫৪ এএম | আপডেট: ০২ জানুয়ারি ২০২৫, ০১:৫৪ এএম
আমাদের দেশে শিশুদের মানসিক স্বাস্থ্যকে এখনও অনেক অবহেলার চোখে দেখা হয়। অথচ এ শিশু আগামী দিনের নাগরিক, রাষ্ট্র, সমাজ তথা পৃথিবী পরিচালনার মূল দায়িত্ব একসময় তাদের ওপরই বর্তাবে। শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমরা কতটুকু সচেতন। এ প্রশ্নের উত্তরে একটু কিন্তু থেকেই যায়। যাই হোক শিশুদের মনোযোগের ঘাটতিজনিত অতিচঞ্চলতা রোগ নিয়েই আজকের আলোচনা।
মনোযোগের ঘাটতি বলতে কি বোঝায়?
শিশু-কিশোরদের মনোযোগের ঘাটতি আছে কিনা তা নি¤েœাক্ত বিষয়গুলো পর্যবেক্ষণ করে জানা যাবে।
অমনোযোগিতা-একটু আগে কি হলো বা কি পড়ানো হলো তা মনোযোগহীনতার জন্য তারা বলতে পারে না।
ডিস্ট্রাকটিভিলিটি-শিশু কোনো বিষয়েই একাগ্রতা বজায় রাখতে পারে না। ফলে বাইরের উদ্দীপকে সহজেই সে আগের ইস্যু ভুলে যায়।
অতিরিক্ত তাড়নাবোধ-এটিকে ইম্পালসিভিটি বলা হয়। শিশুর মনে যা চিন্তা আসে তাই সে করে বসে। তার জন্য তা গঠনমূলক হোক বা ধ্বংসাত্মক হোকÑতা বাস্তবায়িত না করা পর্যন্ত তার শান্তি নাই।
অতিচঞ্চলতা-চঞ্চলতা এমন পর্যায়ে চলে যায় যে, তারা চেষ্টা করেও শান্ত থাকতে পারে না। সে সবসময়ই একটা কিছু করতেই থাকে। এ চঞ্চলতা রোগটা শিশুদের যেমন হতে পারে ঠিক তেমনি বড়দেরও হতে পারে। তীব্রমাত্রায় যখন এটি হতে থাকে তখন ব্যক্তির দৈনন্দিন কর্মকা- যেমন-স্কুলের কাজ, পেশাগত অন্য কোনো কাজ অথবা বাসাবাড়ির কাজ ইত্যাদি বিঘিœত হতে পারে। তবে শিশুদের মনোযোগের ঘাটতিজনিত এ মানসিক রোগের কারণ এখনো পুরোপুরি জানা যায়নি। তবে মানসিক এ অসুখটির অত্যন্ত কার্যকরী ও ফলপ্রসূ চিকিৎসা রয়েছে।
কিভাবে বুঝবেন আপনার শিশু এতে ভুগছে?
যেসব শিশু মনোযোগের ঘাটতি সংবলিত অতিচঞ্চলতা রোগে আক্রান্ত তার আচরণ পর্যবেক্ষণ করে রোগটি সহজেই নির্ণয় করা যায়। শিশুদের বিকাশকালীন সময়ের সংক্ষিপ্ত পর্যায়ে মনোযোগ অন্যদিকে প্রবাহিত হওয়া স্বাভাবিক ঘটনা। যেসব উপসর্গ দেখে বুঝবেন, আপনার কোমলমতি শিশু মনোযোগের ঘাটতিযুক্ত অতিচঞ্চলতা রোগে ভুগছে তা নি¤œরূপÑ
এসব বাচ্চরা পড়ার টেবিলে বসে পড়া বা লেখার সময় স্থির হয়ে তা করতে পারে না বরং এদের হাত-পা অনবরত নড়াচড়া করতেই থাকে।
এসব শিশুকে দেখে দেখে কিছু লিখতে দিলেও দেখা যায় যে, মনোযোগের ঘাটতিজনিত কারণে তারা অনেক কিছু বাদ দিয়ে (শব্দ বা লাইন বা প্যারা বাদ দেয়া) তা লিখে ফেলে।
স্কুলে এরা অন্য শিশুদের অহেতুক বিরক্ত বা উৎপাত করে।
তীব্র মাত্রায় রোগটি দেখা দিলে শিশুদের সাধারণ যোগ-বিয়োগ যা তাকে আগে শেখানো হয়েছে তা ভুল করে ফেলে।
এসব শিশুর বিরুদ্ধে স্কুল শিক্ষকরা প্রয়াশই অভিযোগ করেন যে, এরা প্রায়ই স্কুল থেকে পালিয়ে যায় এবং ক্লাসে এদের অমনোযোগিতা শিক্ষকদের চোখে ধরা পড়ে।
ক্রমাগতভাবে এদের পড়াশোনাতে ঘাটতি পড়াতে এরা পরীক্ষায় রেজাল্ট খারাপ করতে থাকে।
উপরোক্ত উপসর্গগুলো যদি ৬ মাস বা তার চেয়ে বেশি দিন বিরাজ করে তবে ধরে নেয়া যেতে পারে আপনার শিশুটি অতিচঞ্চলতা রোগে ভুগছে। উপসর্গগুলো সংক্ষেপে উপরে বর্ণিত হলো। তবে উল্লেখ করার মতো ব্যাপার হলোÑ এসব আচরণে একই সঙ্গে অনেক দিক চলতে থাকে, ফলে তারা অতিচঞ্চল হয়ে পড়ে।
চিকিৎসা ব্যবস্থাপনা
বর্তমানে কোমলমতি এসব শিশুদের মনোযোগের ঘাটতিজনিত অসুখের বেশ ভালো মানসিক সুচিকিৎসা রয়েছে। গবেষণাতে পরিলক্ষিত হয়েছে যে, ড্রাগ ট্রিটমেন্ট বা ওষুধ দিয়ে চিকিৎসার পাশাপাশি সাইকোথেরাপি দিলে বেশ ভাল ফল পাওয়া যায়।
বিভাগ : স্বাস্থ্য
মন্তব্য করুন
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ফার্মেসীতে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা
লক্ষ্মীপুরে ফার্মেসীতে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা
ভূমিকম্পে লন্ডভন্ড তিব্বতে নিহত বেড়ে প্রায় ১০০
রাবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মোস্তাকুর, সেক্রেটারি মুজাহিদ ফয়সাল
ঢাকাকে চতুর্থ হারের স্বাদ দিয়ে রংপুরের পাঁচে পাঁচ
ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে ব্রিকস জোটে যোগ দিল
সান্তাহারে মালিকানা দাবি করে ২কোটি টাকার সরকারী জায়গা দখল
কুয়াকাটায় শুরু হচ্ছে মাসব্যাপী পর্যটন মেলা
লক্ষ্মীপুরে ৩ দিনে ৮ ইটভাটায় অভিযান, জরিমানা ১২ লাখ ৮০ হাজার
আর্থিক ভীতি কাটলেও পাঁচ মাসের অর্জনে খুশি নয় বাংলাদেশ ব্যাংক: ইডি শিখা
ছাত্র হত্যা মামলার আসামী হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়ান শিমুলিয়ার 'বাবুল মাস্টার'!
সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই মৃদুল কারাগারে
সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
কুয়েটকে সেশনজট মুক্ত আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে -কুয়েট ভিসি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে স্থান পাচ্ছে জুলাই বিপ্লবের ইতিহাস
সচিবালয় গেটে ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের ফাঁকা গুলি
দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
মির্জাপুরে স্কয়ার ফার্মার সিনিয়র সেলস মেডিকেল অফিসারকে কুপিয়ে আহত
ফিলিপস 66-এর ২.২ বিলিয়ন ডলারের বিনিয়োগ, প্রাকৃতিক গ্যাস শিল্পে বড় পদক্ষেপ
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান ম্যাচ বয়কট করতে ইসিবির উপর চাপ