কিডনির যত্ন নিন
১৬ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম
কিডনি আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। যদিও স্বাভাবিকভাবে সবার কিডনি থাকে দুইটা, ডানে একটা আর বামে একটা। তাই বলা যায় কিডনি ছাড়া বাঁচা অসম্ভব। আজকাল অনেক কারণে কিডনি নষ্ট হয়ে যেতে দেখা যায়। একটু সচেতন হলেই কিডনি নষ্ট হওয়া প্রতিরোধ করা যায়।
কিডনি বিকল দুই ধরণের। আকস্মিক কিডনি বিকল আর ধীরগতির কিডনি বিকল। ডায়রিয়া, বমি, আঘাত, প্রদাহ, সংক্রমন, অপারেশন পরবর্তী জটিলতা, মুত্রপথে বাধা ইত্যাদি কারনে আকস্মিক কিডনি বিকল হয়। আর ধীরগতির কিডনি বিকলের প্রধান কারণ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, নেফ্রাইটিস, বংশগত, কিডনির রক্তনালীর সঙ্কোচন প্রভৃতি। এছাড়া অজানা কোন কারণেও কিডনি বিকল হতে পারে।
কিডনি রোগ একবার হয়ে গেলে খুব বিপদ। পরিবারের সবার কষ্টের সীমা থাকেনা। তাই প্রতিরোধের দিকে নজর দিতে হবে। কিডনি রোগ প্রতিরোধের জন্য নিম্নোক্ত বিষয় মেনে চলা প্রয়োজন ;
১। পর্যাপ্ত পানি পান করতে হবে। তবে কিডনিতে রোগ হয়ে গেলে তখন পানি কম খেতে হবে। এ বিষয়ে চিকিৎসকের পরামর্শ মেনে চলা উচিত ।
২। অতিরিক্ত লবন খাওয়া যাবে না। লবণ পানি ধরে রাখে আর উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়। তাই সতর্ক হতে হবে।
৩। প্রস্রাব আটকে রাখা ঠিক নয়। আমাদের দেশের মেয়েদের এ সমস্যা বেশি। এদিকে সচেতন হতে হবে।
৪। ব্যথার ওষুধ চিকিতসকের পরামর্শ ছাড়া খাওয়া ঠিক নয়। এর ফলে কিডনি নষ্ট হয়ে যেতে পারে।
৫। যেকোনো সংক্রমণের দ্রুত চিকিৎসা করতে হবে। বিশেষ করে কিডনিতে সংক্রমণ হলে তো কথাই নেই। এক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
৬। গোস্ত বেশি খাওয়া ঠিক নয়। বিশেষ করে লাল গোস্ত, ফলে বিভিন্ন অসুখ হয় যার সাথে কিডনি রোগের সম্পর্ক আছে। রেডমিট যত কম খাওয়া যায় তত ভাল ।
৭। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ওষুধ নিয়মিত খেতে হবে। অবশ্যই এটা নিয়ন্ত্রণে রাখতে হবে। বাদ দেয়া যাবেনা।
৮। প্রস্রাব করতে সমস্যা হলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। নাহলে ভবিষ্যতে সমস্যা হতে পারে।
৯। ওষুধ সেবনে অনিয়ম করা যাবেনা। কোন ওষুধই চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করা যাবেনা ।
১০। মদ , ধূমপান একেবারেই নিষেধ । এর ফলে কিডনি সহ বিভিন্ন অঙ্গে জটিল সমস্যা হয়।
১১। পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। অতিরিক্ত শারীরিক পরিশ্রমের ফলেও কিডনিতে সমস্যা হতে পারে।
১২। ডায়রিয়া ও অতিরিক্ত বমি হলে চিকিৎসকের পরামর্শ নেয়া ভাল। তাতে জটিলতা কমে যায় ।
১৩। দক্ষ সার্জনের হাতে অপারেশন করা উচিত। অপারেশন পরবর্তী জটিলতায় কিডনি বিকল হতে পারে।
বাংলাদেশে বর্তমানে প্রায় দুই কোটি লোক কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত। প্রাথমিক পর্যায় থেকে এসব রোগের চিকিৎসায় সতর্ক হতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে। কিডনি রোগ সম্বন্ধে সবার জানা উচিত। একইসাথে অন্যকেও জানাতে হবে। সবারই নিজের কিডনির সুস্থতার জন্য সতর্ক থাকতে হবে। কারণ সর্তক হওয়াটা চিকিৎসার চেয়ে অনেক ভালো।
ডা. মোঃ ফজলুল কবির পাভেল
বিভাগ : স্বাস্থ্য
মন্তব্য করুন
আরও পড়ুন
নাটোরে বিএনসিসি মহাস্থান রেজিমেন্টাল ক্যাম্প শুরু
নাটোরে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু
জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক শুরু
দাদা বাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
হিরণ ও তার ড্রাইভারের লাশ ৫ মাস পর উত্তোলন
সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা
শুধু এইচএমপিভি নয়, সানজিদার মাল্টিঅর্গান ফেইল করেছিল
ফরিদপুরের আলোচিত ওবায়দুর হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে স্থায়ী শান্তির আশা তুরস্কের: এরদোগান
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার
সকলে মিলেমিশে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
মুগ্ধ হত্যা: ট্রাইব্যুনালে স্নিগ্ধের অভিযোগ
জাবেদ পাটোয়ারী ও বনজ কুমারের পাসপোর্ট বাতিল
কেন এসেছেন, কি করার আছে আপনাদের
ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত কোনোভাবেই স্থির হতে পারছে না: রিজভী
লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের উপর হামলায় ঘটনায় ৯০ জনের নামে মামলা, গ্রেপ্তার ১১
‘আল্লাহ সম্পদ দিয়েছে মানুষের মাঝে বন্টনের জন্য, লুটপাটের জন্য নয়’
আমার মতো চুটিয়ে প্রেম বোধহয় কেউ করেনি—পরীমণি