কোকেন নিলেও নেশা হবে না! আসক্তি কাটাবে ভ্যাকসিন?
০৩ নভেম্বর ২০২৩, ১০:০৯ এএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৩, ১০:০৯ এএম
কোকেন-হেরোইনের মতো মাদকের আসক্তি মোকাবিলা করবে টিকা বা ভ্যাকসিন? অর্থাৎ, টিকা নিলে আর কোনও দিনই মাদকে আসক্তি হবে না? এটাও আবার হয় নাকি! এই আপাত অসম্ভব বিষয় নিয়েই গবেষণা করছেন ব্রাজিলের শীর্ষস্থানীয় বিজ্ঞানীরা। গোটা বিশ্বে কোকেন আসক্তদের সংখ্যায় ব্রাজিলের স্থান দ্বিতীয়। কাজেই মাদকাসক্তি সেই দেশের এক বড় সমস্যা। এর মোকাবিলায় তৈরি করা হয়েছে ‘ক্যালিক্সকোকা’ নামে এক ভ্যাকসিন বা টিকা। যদিও এই টিকা এখনও পরীক্ষামূলক স্তরে রয়েছে। এখনও পর্যন্ত শুধুমাত্র মনুষ্যেতর প্রাণীদের শরীরেই এই টিকা প্রয়োগ করা হয়েছে। তবে, মাদকাসক্তি প্রতিরোধে এই টিকা দুর্দান্ত সম্ভাবনা দেখিয়েছে।
বিজ্ঞানীদের দাবি, এই টিকা শরীরে এমন এক প্রতিক্রিয়া সৃষ্টি করে, যা কোকেন বা হেরোইনের মতো মাদককে মস্তিষ্কে পৌঁছতে দেয় না। ফলে মাদক গ্রহণ করলেও, নেশা হবে না। আর তা না হলেই সেই মাদকে আসক্তিও আসার সম্ভাবনা নেই। এখনও পর্যন্ত ইঁদুরের উপর এই টিকার পরীক্ষা সফল হয়েছে। মানুষের পরীক্ষা কবে হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে, চলতি সপ্তাহের শুরুতেই আরও ১১ জন ফাইনালিস্টকে পরাজিত করে, ইউরো ইনোভেশন ইন হেলথ পুরস্কার জিতে নিয়েছে ব্রাজিলের এই গবেষণা দলটি। পুরস্কার মূল্য হিসেবে তারা ৫ লাখ পাউন্ড পেয়েছে। এই অর্থ ভ্যাকসিনটির আরও উন্নয়ন ও মানবদেহে পরীক্ষা-নিরীক্ষার কাজে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন গবেষকরা।
গবেষণা দলটির সমন্বয়কারী, তথা, ফেডেরাল ইউনিভার্সিটি অব মিনাস গেরাইসের মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক, ফ্রেডেরিকো গার্সিয়া বলেছেন, ‘আমরা জানি কোনও বাড়িতে কেউ মাদকাসক্ত হয়ে পড়লে, তাকে নিয়ে বাড়ির লোকজনদের কতটা সমস্যা হয়। আমরা জানি, একবার আসক্ত হয়ে পড়লে মাদক ব্যবহার থেকে বিরত থাকাটা কতটা বেদনাদায়ক হতে পারে। যে সকল গর্ভবতী মহিলাদের আসক্তি থাকে, তাদের জন্য তাদের ভ্রূণকে রক্ষা করা এবং যন্ত্রণার মোকাবিলা করাটা কতটা কঠিন। মাদক সেবন করবেন কি করবেন না, এই দ্বিধাদ্বন্দ্বের সঙ্গে মোকাবিলা করতে হয় তাদের। আর তাই এই টিকা তৈরির কথা ভেবেছি আমরা।’
তিনি আরও জানিয়েছেন, কোকেন বা অন্যান্য মাদক সেবন থেকে যারা স্থায়ীভাবে দূরে থাকতে চান, তাদেরই জন্যই এই টিকা তৈরি করা হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, কোকেন-হেরোইনের মতো মাদকের আসক্তির জন্য কোনও নির্দিষ্ট চিকিত্সা নেই। বর্তমানে মনস্তাত্ত্বিক কাউন্সেলিং, সামাজিক সহায়তা, পুনর্বাসনের মতো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আসক্তি কাটানোর চেষ্টা করা হয়। এই টিকা এই ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা নিতে পারে।
বিভাগ : স্বাস্থ্য