টিকা নিলে কোকেনে আসক্তি কমবে?
০১ এপ্রিল ২০২৪, ১০:৪৫ এএম | আপডেট: ০১ এপ্রিল ২০২৪, ১০:৪৫ এএম
বিশ্বজুড়ে কোকেন সেবনের হার বাড়ছে। শরীরে কোকেনের প্রভাব এবং এই মাদকের উপর মানুষের আসক্তি ঠেকাতে এক ধরনের টিকা পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের গবেষকেরা।
জাতিসংঘের তথ্য মতে ২০২১ সারে সারা বিশ্বে মোট ২২ মিলিয়ন মানুষ এই মাদকটি সেবন করেছিলেন। বিশ্বব্যাপী কোকেন সেবনকারীর এই সংখ্যা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মোট বাসিন্দার সমান।
ইউরোপে এই মাদকের ব্যবহার কম নয়। এই অঞ্চলটিতে গাঁজার পরেই রয়েছে কোকেনের অবস্থান (স্ট্রিট ড্রাগ হিসেবে)। কোকো নামের এক ধরনের গাছের পাতা থেকে উৎপন্ন এই মাদক গুঁড়ো হিসেবে মানুষ নিঃশ্বাসে সঙ্গে গ্রহণ করে থাকে।
উচ্চমাত্রার আসক্তি সম্পন্ন এই মাদক শরীরে মারাত্মক ক্ষতি করে। কোকেন সেবনের ফলে শরীর সর্বোচ্চ পর্যায়ের সীমাবদ্ধতায় পৌঁছে যায়। এর ফলে নানা ধরনের শারীরিক সমস্যা তৈরি হয়। সেবন বন্ধ করে দিলে তীব্র শারীরিক ও মানসিক চাপ তৈরি হতে পারে।
কোকেন সেবনে কি ক্ষতি হয়?
সেবনের কারণে কোকেনে থাকা উপাদান রক্তপ্রবাহের মাধ্যমে মানুষের মস্তিষ্কে প্রবেশ করে। এর প্রভাবে শরীর থেকে মেসেঞ্জার সাবস্টেন্স যেমন ডোপামিনের নিঃসরণ হয়। শরীর অধিক মাত্রায় সক্রিয় এবং উত্তেজিত হয়ে উঠে। পূর্ণ গতিতে হৃৎস্পন্দন শুরু হয় আর ধমনীগুলো সংকুচিত হয়ে পড়ে। রক্তচাপ এবং শরীরের তাপমাত্রা বাড়তে থাকে। অস্বাভাবিক রকমের তেষ্টা ও খিদে পায়। এর সবচেয়ে খারাপ দিক হলে, এর ফলে হার্ট অ্যাটাক হতে পারে।
বার্লিনের ড্রাগ থেরাপি অ্যাসোসিয়েশনের হানসপেটার এক্যার্ট বলেন, ‘‘এটি আসলে সবগুলো ট্রাফিক লাইট গ্রিন হয়ে থাকার মতো। শরীর তখন অনেক কিছু চাইতে থাকে।''
‘আপনি যখন আসক্ত হয়ে পড়বেন, তখন আরো বেশি কোকেন নেওয়ার ইচ্ছা তীব্র হতে থাকে। আর শরীরের যে অংশগুলো বিভিন্ন বিষয়ে আপনাকে সতর্ক করার কথা সেগুলো নীরব হতে থাকে। এর ফলে আপনার জীবনে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অবহেলা করা শুরু করবেন। যেমন আপনার স্বাস্থ্য, বন্ধুবান্ধব কিংবা আপনার কর্মজীবন।’
টিকা কীভাবে সাহায্য করতে পারে
ব্রাজিরের গবেষকেরা এমন একটি টিকা আবিষ্কারের কাজ করছেন যেটি এই মাদক প্রতিরোধী এক ধরনের অ্যান্টিবডি হিসেবে কাজ করবে। এর ফলে মসাদকের সাবস্টেন্সগুলোর মস্তিষ্কে পৌঁছানোর প্রক্রিয়াকে ঠেকিয়ে দেওয়া সম্ভব হবে। আর কোকেইন যদি মস্তিষ্কে পৌঁছাতে না পারে তাহলে শরীর উত্তেজিত হয়ে উঠবে না।
ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলের গবেষক এবং টিকা আবিষ্কার দলের সদস্য ফ্রেডেরিকো গ্রাসিয়া বলেন, একেকজনের রোগীর শরীরে একেকভাবে এর প্রতিক্রিয়া দেখা যাবে।
টিকাটি ইঁদুরের উপর প্রয়োগ এর প্রভাব বোঝার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। তাদের ধারণা, ফলাফল ইতিবাচক হলে টিকা আবিষ্কারের পথ আরো এগিয়ে যাবে।। আর যদি তা-ই হয় তাহলে এটি হবে বিশ্বের প্রথমবারে মতো আবিষ্কৃত কোকনের টিকা। এদিকে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরাও এমন একটি টিকা আবিষ্কারের চেষ্টা করে যাচ্ছেন।
টিকায় কতটা কাজ হবে?
টিকার এই গবেষণাটিকে ইতিবাচকভাবেই দেখছেন একার্ট। বলছেন, যদি কোনো বিষক্রিয়ার ঘটনা না ঘটে তাহলে মানসিক প্রশান্তি হতে পারে আর শরীর আসক্তির দিকে ঝুঁকে যাওয়া থেকে রক্ষা পাবে।
তবে এ বিষয়ে নিজের সন্দেহের কথাও জানালেন এই বিশেষজ্ঞ।
থেরাপি একটি কঠিন কাজ। এবং আরোগ্য পেতে মানুষকে অন্তত এক বছর চিকিৎসা নিতে হয় - নিজের শরীর এবং মনের অবস্থা বুঝতে, নিজেদের অনুভূতি এবং সমস্যার কথা আলোচনা করতে, এবং কঠিন সিদ্ধান্ত নেওয়ার সাহস তৈরি হতে।
অবশ্য অনিয়মিত কোকেন সেবনকারীদের জন্য এই টিকা নয়।
টিকার ফলে কোকেন সেবনের মাত্রা বেড়ে যাবে?
কোকেন টিকার একটি মন্দ দিকও দেখছেন গবেষক একার্ট। তার আশঙ্কা, টিকা নেওয়া ব্যক্তিরা অতিরিক্ত মাত্রায় কোকেন সেবনের দিকে ঝুঁকে পড়তে পারেন।
তার কথায়, ‘আপনি মাদক সেবনের পর যদি আগের মতো উদ্দীপনা তৈরি না হয়, তাহলে আপনি হয়তো বেশি মাত্রায় মাদকটি নিতে চাইবেন। এর ফলে আপনার শরীর ওভারলোড হয়ে যেতে পারে এবং এর ফলে আপনার হার্ট অ্যাটাক বা শ্বাসযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে।
এদিকে ইউরোপিয়ান মনিটরিং সেন্টার ফর ড্রাগস অ্যান্ড ড্রাগ অ্যাডিকসনের ম্যারিকা ফেরি বলেন, ‘‘সাবসটেন্স আলাদা কোনো সমস্যা নয়।''
তিনি বলেন, ‘‘কোকেন সেবন বন্ধ হলে আর সব সমস্যার সমাধান হয়ে যাবে বিষয়টি এমন নয়। আসক্তির যেই শারীরিক ক্ষতি, ওই ব্যাক্তির মানসিক স্বাস্থ্যের ওপর এর যে প্রভাব তারও চিকিৎসা হওয়া দরকার।'' সূত্র: ডয়চে ভেলে।
বিভাগ : স্বাস্থ্য
মন্তব্য করুন
আরও পড়ুন
এক সপ্তাহে রিজার্ভ বাড়ল ৬ কোটি ১০ লাখ ডলার
ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক সংঘাতে পরিণত হচ্ছে : পুতিন
মুরগি-সবজিতে কিছুটা স্বস্তি, আলু এখনো চড়া
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, যা বলল যুক্তরাষ্ট্র
মার্কিন শ্রম প্রতিনিধি দল ঢাকা আসছে আজ
পার্থে শুরুতেই চাপে ভারত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা
সেনাকুঞ্জে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমীরের কুশল বিনিময়
সিঙ্গেল সিটের দাবিতে গভীর রাতেও হলের বাইরে ছাত্রীরা
ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৪৪ হাজার অতিক্রম করলো
ট্রাম্প প্রশাসনের নতুন অ্যার্টনি জেনারেল পাম বন্ডি
‘আ.লীগকে রাজনীতিতে সুযোগ দেওয়া মানে শহীদদের সঙ্গে গাদ্দারি করা’
বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস
শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক