শুধু সংখ্যায় নয়, গবেষণার গুণগত মান বাড়াতে হবে: বিএসএমএমইউ ভিসি
০৮ জানুয়ারি ২০২৫, ১২:১১ এএম | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫, ১২:১১ এএম
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেছেন, বিএসএমএমইউতে সবচেয়ে বেশি গবেষণা হয়। তবে শুধু গবেষণার সংখ্যা বাড়ালেই হবে না, গবেষণার গুণগত মান বৃদ্ধি করতে হবে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিএসএমএমইউ’র পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে গবেষণার সংস্কৃতি গড়ে তুলতে আয়োজিত একটি সভায় তিনি এসব কথা বলেন। সভায় ভিসি বলেন, গবেষণার বিষয়ে সংশ্লিষ্ট সবারই উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে, যা অত্যন্ত ইতিবাচক ও অনুপ্রেরণামূলক। বিএসএমএমইউ’র বর্তমান প্রশাসন গবেষণার ক্ষেত্রে সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ। তবে গবেষণার মাধ্যমে যাতে রোগীরা উপকৃত হন সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
ভিসি তাঁর বক্তব্যে গবেষণার কারিগরি ও ফান্ডের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তা প্রত্যাশা করেন। সভায় প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, উন্নতমানের গবেষণা নিশ্চিত করতে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। গবেষণার বিষয়ে যে সব ফ্যাকাল্টিরা দায়িত্বে থাকেন, তাদেরকে আরও সক্রিয় ও দায়িত্বশীল হতে হবে। প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো.মুজিবুর রহমান হাওলাদার বলেন, শুধু কথায় নয়, গবেষণার ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনতে হবে। সেই লক্ষ্য পূরণে বিএসএমএমইউতে সেন্ট্রাল রিসার্চ সেন্টার চালু করা হবে। জার্নাল ক্লাবকে ঢেলে সাজানো হবে। গবেষণার দায়িত্বে যারা থাকবেন, অবশ্যই তাদের গবেষণার কাজে বেশি সময় দিতে হবে।কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, শুধু পাসের জন্য থিসিস করা বা দায়সারা ধরনের গবেষণা করার মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে।
রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, নতুন নতুন গবেষণার দিকে মনোযোগী হতে হবে। এমন যেনো না হয় যে, একই ধরনের থিসিস বা গবেষণা একটু পরিবর্তন করে নতুন মোড়কে সাজানো হয়। ন্যাশনাল রিসার্চ ইথিকস কমিটির সদস্য অধ্যাপক ডা. এম এ শাকুর, হাউ টু গাইড থিসিস, এ হ্যান্ড বুক ফর পোস্ট গ্র্যাজুয়েট থিসিস সুপারভাইজরস প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে বলেন, আইআরবি বা ইআরসি এর মেম্বার যারা হবেন, তারা ন্যাশনাল গাইড লাইন অন রিসার্চ অ্যান্ড ইথিকস, ইন্টারন্যাশনাল গাইড লাইন অন রিসার্চ অ্যান্ড ইথিকস এবং গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস— এই তিনটি বিষয়ের ওপর অবশ্যই গুরুত্ব দেবেন।
সভায় আরও উপস্থিত ছিলেন মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. রুহল আমিন, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিকুল হক, প্রক্টর ডা. শেখ ফরহাদ, বিএসএমএমইউ’র জার্নালের এডিটর অধ্যাপক ডা. এম মোস্তফা জামান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. ফেরদৌস হাকিম, ভিসি’র একান্ত সচিব ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব প্রমুখ।
বিভাগ : স্বাস্থ্য
মন্তব্য করুন
আরও পড়ুন
ফিলিপাইন রাষ্ট্রদূতের সঙ্গে বিপিসিসিআই-এর প্রতিনিধিদলের সাক্ষাৎ
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে ফিরতে চান ফখর
জনতা ব্যাংকের ৮৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর ৪১৩তম পরিষদ সভা অনুষ্ঠিত
জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন দেওয়া দরকার: ভিপি নুর
ইনজেকশন কলম তৈরি ইরানের, লাগবে যে কাজে
সদরপুরে অবৈধভাবে ফসলী জমি নষ্ট করে বালু উত্তোলনের দায়ে ৩ জন গ্রেপ্তার
ইউএনডিপির সঙ্গে বৈঠকে বসবেন নাসির উদ্দিন কমিশন
মেক্সিকো উপসাগরের পর ট্রাম্পের ‘নজর’ গ্রিনল্যান্ডে
৯৯৩ কোটি টাকা আত্মসাৎ : এস আলমের ছেলেসহ ৫৪ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন
পুলিশ বাহিনীকে কলঙ্কমুক্ত করা না হলে পরিণতি ভালো হবে না: সারজিস
সরিষাবাড়ীতে ট্রেনের ধাক্কায় ট্রাক খণ্ড-বিখণ্ড, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক
পতাকা বৈঠকে সিদ্ধান্ত: অনুমতি ছাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নয়
সাবেক সংসদ সদস্য সাদেক খান ও ইকবালুর রহিমের পরিবারের নামে দুর্নীতির ৫ মামলা
সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে হামলা, আহত-৫
নেটোর দরজায় ভয়ঙ্কর মারণাস্ত্র মোতায়েন চীনের!
রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে ফ্যাসিস্ট হাসিনা -ব্যারিস্টার অমি
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বাড়ানোর তাগিদ উপদেষ্টা নাহিদের
শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
ফেনী পৌর বিএনপি’র শীতবস্ত্র ও খাদ্য সহায়তা প্রদান