বাংলাদেশে শনাক্ত হলো 'রিওভাইরাস’, রোগটি সম্পর্কে যা জানা যায়

Daily Inqilab অনলাইন ডেস্ক

১৩ জানুয়ারি ২০২৫, ১০:৪৩ এএম | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫, ১০:৫০ এএম

প্রথমবারের মতো বাংলাদেশে রিওভাইরাস নামে একটি ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান বা আইইডিসিআর পরীক্ষায় দেশের পাঁচজন ব্যক্তির শরীরের এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।আক্রান্ত পাঁচজনের কারও ক্ষেত্রে তেমন কোনো জটিলতা দেখা যায়নি। চিকিৎসা শেষে তারা সবাই বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছে আইইডিসিআর।

 

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন বিবিসি বাংলাকে বলেছেন, "খেজুরের কাঁচা রস খেয়ে প্রতি বছর অনেকে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে থাকে। সেরকম লক্ষণ দেখে কয়েকজনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। তাদের নমুনায় রিওভাইরাসের অস্তিত্ব মিলেছে"।নিপাহ ভাইরাসের উপসর্গ নিয়ে আসা ৪৮ জনের নমুনা সংগ্রহ করে পাঁচজনের শরীরে রিওভাইরাস শনাক্ত করা হয়।

 

আক্রান্তদের থেকে যখন নমুনা সংগ্রহ করা হয়, তখন তাদের নিপাহ ভাইরাস নেগেটিভ ছিল। অন্য ভাইরাস আছে কি না দেখতে গেলে রিওভাইরাস পজেটিভ পাওয়া যায় ওই পাঁচজনের নমুনায়।আইইডিসিআর বলছে, মূলত নতুন রোগ সৃষ্টিকারী জীবাণুর ওপর নিয়মিত গবেষণার অংশ হিসেবে এই নমুনা সংগ্রহ করা হয়েছিল।

 

ভাইরোলজিস্টরা বলছেন, এই ভাইরাসে আক্রান্ত হলে যে লক্ষণগুলো হয় তা অন্যান্য ভাইরাসের মতোই অনেকটা।ভাইরোলজিস্ট ও বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ডা. সাইফ উল্লাহ মুন্সী বিবিসি বাংলাকে বলেছেন, "এই ভাইরাসগুলো অনেক দিন থেকে আমাদের মধ্যে আছে। ইনফেকশন করলেও সে তেমন ক্ষতিকারক না।

 

রিওভাইরাস কি?

রিওভাইরাস মূলত একটি রাইবোনিউক্লিক অ্যাসিড (আরএনএ) ভাইরাস। রিওভাইরাস রিও-ভাইরিডি গ্রুপের ভাইরাস। এই ভাইরাস গোত্রের মধ্যে পরিচিত একটি ভাইরাস হলো রোটা ভাইরাস।চিকিৎসকরা বলছেন, অন্য মতো এই ভাইরাসের আলাদা কোন লক্ষণ নেই। অন্য ভাইরাসের মতোই স্বাভাবিকভাবে এই ভাইরাসে আক্রান্ত হলে জ্বর, সর্দি, মাথায় ব্যথা, হাঁচি কাশির মতো লক্ষণ দেখা দিতে পারে।কখনো কখনো আক্রান্ত হলে ডায়েরিয়ার মতো লক্ষণও দেখা দিতে পারে বলে জানাচ্ছেন তারা।

 

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. ফরহাদুল ইসলাম বলেন, "এই ভাইরাস আগেও হয়তো ছিল। কিন্তু কখনো এটা শনাক্তের জন্য কোন ধরনের পরীক্ষা করা হয় নি।''ভাইরোলজিস্ট অধ্যাপক সাইফ উল্লাহ মুন্সী বিবিসি বাংলাকে বলেন, "এই ভাইরাসটা অনেক আগে থেকেই আমাদের মাঝে আছে। নতুন কিছু না। ধরেন যদি ১০০ জনকে পরীক্ষা করা হয় তাহলে ৫০ জনের মধ্যেই এটা পাওয়া যাবে"।তার মতে,কেউ যদি এই ভাইরাস আক্রান্ত হয়ে থাকেন তার ঠাণ্ডা জ্বর থেকে শুরু করে পেট খারাপ,প্রদাহসহ বিভিন্ন লক্ষণ দেখা দিতে পারে।

 

যেভাবে বাংলাদেশে শনাক্ত হলো

বাংলাদেশে সাধারণত শীতকালে কাঁচা খেজুরের রস খেয়ে অনেকে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে থাকেন।আইইডিসিআরের কর্মকর্তারা জানায়, নিপাহ ভাইরাসের উপসর্গ নিয়ে আসা এমন ব্যক্তিদের পরীক্ষা করার পর তাদের নিপাহ ভাইরাস নেগেটিভ পাওয়া যায়। ওই ব্যক্তিদের প্রায় সবাই খেজুরের রস খেয়েছিলেন।পরে গবেষণার জন্য তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়।

 

আইইডিসিআর বলছে, ওইসব রোগীদের যেহেতু নিপাহ ভাইরাস নেগেটিভ এসেছে, অন্য কোন ভাইরাসে তারা আক্রান্ত হয়েছে কী না সেটি দেখার জন্য তারা এই নমুনা সংগ্রহ করেছিল।পরে পরীক্ষার পর কয়েকটি স্যাম্পলের মধ্যে ব্যাট-রিও ভাইরাস কিংবা যেখানে বাদুড়ের সংস্পর্শে ভাইরাস ছড়িয়েছে এমন তথ্য পান আইইডিসিআরের কর্মকর্তারা।

 

আইইডিসিআরের পরিচালক তাহমিনা শিরীন বিবিসি বাংলাকে বলেন, "খেজুরের কাঁচা রস খাওয়া যাদের ইতিহাস ছিল তাদের শরীরে এটা পাওয়া গেছে এটা। তারা সাসপেক্টেড নিপাহ ছিল, তারা হাসপাতালেও ভর্তি হয়েছিলেন।অধ্যাপক শিরীন বলেন, "এই পর্যন্তই আমরা জানি। এটা নিয়ে আমাদের আরো গবেষণা করা প্রয়োজন। গবেষণা শেষে এটা নিয়ে আরো বিস্তারিত বলা যাবে"।

 

রিও ভাইরাস নতুন নয়

আইইডিসিআর এখন পর্যন্ত প্রাথমিকভাবে মনে করছে যে বাদুড়ের মাধ্যমে নিপাহ ভাইরাসের মতোই ছড়িয়েছে রিওভাইরাস।বাংলাদেশে আইইডিসিআরের পরীক্ষায় যাদের শরীরে রিওভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে তাদের সবাই সুস্থ হয়েছে এবং লক্ষণও ছিল মৃদু।যে কারণে চিকিৎসকরা বলছেন যে এই ভাইরাস নিপাহ ভাইরাসের মতো ভয়াবহ ও ক্ষতিকারকও নয়।

 

ভাইরোলজিস্টরা জানাচ্ছেন,রিওভাইরাস বাংলাদেশে প্রথম শনাক্ত হলেও এটি নতুন কোন ভাইরাস না।বিশ্বে এই ভাইরাসের অস্তিত্ব মিলেছে আরো অন্তত ৭৫ বছর আগে।অধ্যাপক সাইফ উল্লাহ মুন্সী বিবিসি বাংলাকে বলেন, "পৃথিবীতে কবে থেকে আছে সেটা সঠিক ভাবে বলা যায় না।তবে এই ভাইরাসটি ১৯৫০ সালে প্রথম বারের মতো পরীক্ষায় ধরা পড়েছে"।

 

চিকিৎসা গবেষকদের মতে,বিশ্বে এ পর্যন্ত রিওভাইরাসের নয়টি ধরন শনাক্ত হয়েছে। এর মধ্যে চারটি মানবদেহে সংক্রমণ ঘটাতে পারে।বাংলাদেশে ছড়িয়েছে ব্যাট-রিওভাইরাস। যা বাদুড় থেকে ছড়িয়েছে বলেই ধারণা আইইডিসিআরের।গবেষক ও চিকিৎসকদের মতে, দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলোতে এই ভাইরাসের প্রাদুর্ভাব রয়েছে।

 

চিকিৎসা ও সতর্কতা

শ্বাস-প্রশ্বাসের সমস্যা,জ্বর,মাথাব্যথা, বমি ও ডায়রিয়া রিওভাইরাসের সাধারণ কিছু লক্ষণ বলেই জানাচ্ছেন চিকিৎসকরা।যেহেতু বাংলাদেশে প্রথমবারের মতো এই ধরনের ভাইরাসের অস্তিত্ব মিলেছে তাই বাড়তি কিছু সতর্কতার কথাও বলছেন তারা।চিকিৎসকরা একদিকে যেমন সতর্ক থাকার কথা বলছেন।অন্যদিকে, এটি নিয়ে একেবারের আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দিচ্ছেন।বাংলাদেশের গবেষণায় নতুন এই ভাইরাসের অস্তিত্ব পাওয়ায় এখনো পর্যন্ত চিকিৎসকদের কাছে এই রোগের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে নতুন কোন নির্দেশনা দেয়া হয়নি।

 

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক শিরীন বিবিসি বাংলাকে বলেন, "এই ভাইরাসের আলাদা কিংবা নির্দিষ্ট কোন চিকিৎসা কো ব্যবস্থা নেই"।এর কারণ হিসেবে অধ্যাপক সাইফ উল্লাহ মুন্সী বিবিসি বাংলাকে বলেন, "যেহেতু এমন বড় কিছু না, সে কারণে এর না আছে কোন ভ্যাকসিন না আছে কোন চিকিৎসা"।চিকিৎসক ও গবেষকরা রিওভাইরাস ইস্যুতে এক বাক্যে বলেছেন, এই ভাইরাস নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো কোন পরিস্থিতি কিংবা কারণ নেই। তথ্যসূত্র : বিবিসি বাংলা


বিভাগ : স্বাস্থ্য


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি দলে শর্ট ও হার্ডি, কামিন্সকে নিয়ে শঙ্কা

অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি দলে শর্ট ও হার্ডি, কামিন্সকে নিয়ে শঙ্কা

কমলনগরে ট্রাক্টরট্রলির চাপায় চটপটি বিক্রেতার মৃত্যু

কমলনগরে ট্রাক্টরট্রলির চাপায় চটপটি বিক্রেতার মৃত্যু

রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস চলাচল শুরু

রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস চলাচল শুরু

ঝিনাইদহে ২৬ টি দোকান দুঃসাহসিক চুরি টাকা ও মালামাল নিয়ে চম্পট

ঝিনাইদহে ২৬ টি দোকান দুঃসাহসিক চুরি টাকা ও মালামাল নিয়ে চম্পট

আর্থিক প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগে প্যানেল

আর্থিক প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগে প্যানেল

বগুড়ায় মটরসাইকেল - ভটভটি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত

বগুড়ায় মটরসাইকেল - ভটভটি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত

‘জমজমের’ নামে ট্যাপের পানি বিক্রি করছিলেন এক প্রতারক , আয় ৩০ কোটি !

‘জমজমের’ নামে ট্যাপের পানি বিক্রি করছিলেন এক প্রতারক , আয় ৩০ কোটি !

মাদকব্যবসা নিয়ে দু-পক্ষের সংঘর্ষ-বোমা হামলা-ভাঙচুর, আহত ২০

মাদকব্যবসা নিয়ে দু-পক্ষের সংঘর্ষ-বোমা হামলা-ভাঙচুর, আহত ২০

জুলাই-আগস্ট গণহত্যা : হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে

জুলাই-আগস্ট গণহত্যা : হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে

কুষ্টিয়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে স্কুল ছাত্র খুন

কুষ্টিয়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে স্কুল ছাত্র খুন

ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের মুক্তির জন্য উ.কোরিয়ার সৈন্য বিনিময়ে প্রস্তুত জেলেনস্কি

ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের মুক্তির জন্য উ.কোরিয়ার সৈন্য বিনিময়ে প্রস্তুত জেলেনস্কি

তারুণ্যের উৎসব উপলক্ষে ঈশ্বরগঞ্জে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

তারুণ্যের উৎসব উপলক্ষে ঈশ্বরগঞ্জে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কিয়ার স্টারমার ‘ভালো বন্ধু’ টিউলিপকে কি বরখাস্ত করতে পারবেন ?

কিয়ার স্টারমার ‘ভালো বন্ধু’ টিউলিপকে কি বরখাস্ত করতে পারবেন ?

রেহানার কাছ থেকে রেহাই মিলত না কোনো ব্যাংকের

রেহানার কাছ থেকে রেহাই মিলত না কোনো ব্যাংকের

টিউলিপ সিদ্দিকের বিতর্কিত সেই ফ্ল্যাট কীভাবে কেনা হয়েছিল?যে তথ্য জানা গেল

টিউলিপ সিদ্দিকের বিতর্কিত সেই ফ্ল্যাট কীভাবে কেনা হয়েছিল?যে তথ্য জানা গেল

লস অ্যাঞ্জেলসের দাবানলে হলিউড তারকার মৃত্যু

লস অ্যাঞ্জেলসের দাবানলে হলিউড তারকার মৃত্যু

কুবিতে ছাত্রলীগ নেতাকে গণপিটুনি শেষে পুলিশে দিল শিক্ষার্থীরা

কুবিতে ছাত্রলীগ নেতাকে গণপিটুনি শেষে পুলিশে দিল শিক্ষার্থীরা

সাতক্ষীরা  সীমান্তে  চাষে বাধা দিয়েছে বিএসএফ

সাতক্ষীরা সীমান্তে চাষে বাধা দিয়েছে বিএসএফ

"তালেবান নারীদের মানুষ মনে করে না" : মালালা

"তালেবান নারীদের মানুষ মনে করে না" : মালালা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট