বিএমআই নয়, স্থূলতার জন্য চাই নতুন মানদণ্ড ,প্রস্তাব বিশেষজ্ঞদের
১৫ জানুয়ারি ২০২৫, ০৩:১১ পিএম | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫, ০৩:১৯ পিএম
স্থূলতা নিয়ে প্রচলিত ধারণায় পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। বর্তমানে শরীরের ভরসূচক (BMI) ব্যবহার করে স্থূলতা নির্ধারণ করা হলেও এটি অনেক ক্ষেত্রেই রোগীর প্রকৃত স্বাস্থ্য অবস্থা সঠিকভাবে উপস্থাপন করে না। বিশেষজ্ঞরা বলছেন, স্থূলতার সঠিক ও পরিমিত সংজ্ঞা তৈরির মাধ্যমে এর চিকিৎসা ও প্রতিরোধ আরও কার্যকর করা সম্ভব।
বিশ্বজুড়ে স্থূলতার কারণে স্বাস্থ্য সমস্যা বেড়েই চলেছে। বিশেষজ্ঞদের মতে, স্থূলতা একটি বিস্তৃত ধারণা এবং এটি সবার ক্ষেত্রে একই রকম প্রভাব ফেলে না। কেউ অতিরিক্ত ওজন নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, আবার কেউ হাঁটা-চলার মতো সাধারণ কাজেও সমস্যায় পড়েন। ল্যানসেট ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রিনোলজি জার্নালে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, "ক্লিনিকাল স্থূলতা" এবং "প্রি-ক্লিনিকাল স্থূলতা" নামে নতুন শ্রেণীবিভাগ চালু করা উচিত।
যাদের ওজনজনিত কারণে হৃদরোগ, ডায়াবেটিস বা শ্বাসকষ্টের মতো গুরুতর স্বাস্থ্য সমস্যা দেখা দিয়েছে, তাদের ক্লিনিকাল স্থূলতার আওতায় এনে চিকিৎসা দেওয়া হবে। অন্যদিকে, যাদের স্বাস্থ্য সমস্যা নেই কিন্তু ঝুঁকিতে আছেন, তাদের প্রি-ক্লিনিকাল স্থূলতার আওতায় রেখে পরামর্শ, কাউন্সেলিং এবং পর্যবেক্ষণের মাধ্যমে সাহায্য করা হবে।
বর্তমানে BMI ৩০-এর ওপরে থাকলেই স্থূলতা হিসেবে বিবেচনা করা হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, BMI শরীরের চর্বি ও পেশির পার্থক্য বুঝতে ব্যর্থ। এর পরিবর্তে কোমরের চর্বি ও অভ্যন্তরীণ অঙ্গগুলোর চর্বি পরিমাপ এবং রোগীর চিকিৎসার ইতিহাস বিশ্লেষণ করে স্থূলতার প্রকৃত চিত্র বোঝা সম্ভব।
প্রতিবেদনটির প্রধান লেখক কিংস কলেজ লন্ডনের অধ্যাপক ফ্রান্সেসকো রুবিনো বলেছেন, "স্থূলতা একটি স্বাস্থ্য ঝুঁকি, তবে এটি কখনও কখনও একটি রোগে পরিণত হয়। সঠিকভাবে এটি চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।" শিশুদের স্থূলতা বিশেষজ্ঞ অধ্যাপক লুইস বাউর উল্লেখ করেন, নতুন সংজ্ঞা প্রাপ্তবয়স্ক ও শিশুদের সঠিক চিকিৎসা নিশ্চিত করতে সাহায্য করবে।
স্থূলতার চিকিৎসায় নতুন ওষুধগুলো, যা ওজন ২০ শতাংশ পর্যন্ত কমাতে পারে, ব্যাপক চাহিদা তৈরি করেছে। তবে বাজেটের সীমাবদ্ধতার কারণে ক্লিনিকাল স্থূলতার চিকিৎসার দিকেই বেশি গুরুত্ব দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস প্রতিবেদনটিকে একটি বড় পদক্ষেপ বলে উল্লেখ করেছে এবং বলেছে এটি স্থূলতাকে অন্যান্য দীর্ঘস্থায়ী রোগের মতোই গুরুত্ব দিয়ে দেখার সুযোগ তৈরি করবে।
স্থূলতা একটি বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ । এর সঠিক সংজ্ঞা ও চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা সময়ের প্রয়োজন। তবে নীতিনির্ধারকদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে, সব শ্রেণীর রোগীই প্রয়োজনীয় সেবা পাবে এবং অপ্রয়োজনীয় চিকিৎসা এড়ানো যাবে। তথ্যসূত্র : বিবিসি
বিভাগ : স্বাস্থ্য
মন্তব্য করুন
আরও পড়ুন
পেকুয়ায় ১ হাজার পিস ইয়াবাসহ কারবারি আটক
দেশকে বিভাজনের জন্য বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ
ঈশ্বরগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ
দেশের সাংবিধানিক নাম ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ করার সুপারিশ
ইউক্রেনে আরও ৬০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি
দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন ইরানের
বিয়ে না করেও ৩২ বছর বয়সে ৮৭ সন্তানের পিতা!
৮ ফেব্রুয়ারী কক্সবাজারে আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
মোবারকগঞ্জ সুগার মিলে চিনি খেতে বাধা দেওয়াই মারামারি : আহত-১, আটক-২
বিরলে সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার
বিএসএফের হাতে আটক যুবক ফেরত আনলো বিজিবি
নিজেকে আ.লীগের চক্রান্তের শিকার দাবি এনবিআরের সেই মতিউরের
হিলিতে দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ
মহিলাদের জন্য সংসদে কোন সংরক্ষিত আসন চাই না : মুফতি ফয়জুল করীম
কারামুক্ত ডেসটিনির এমডি রফিকুল আমীন
ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী তারুণ্য উৎসব উদযাপন
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?