অস্তিত্ব সঙ্কটে ঝিনাই নদী
০৫ জুন ২০২৩, ০৯:৪৬ পিএম | আপডেট: ০৬ জুন ২০২৩, ১২:০৫ এএম

এক সময় প্রচুর ঝিনুক পাওয়া যেতো বলে নদীটির নাম হয়েছে ঝিনাই। স্বাধীনতা যুদ্ধসহ নানা কারণে জামালপুরবাসীর জন্য ঝিনাই নদী ঐতিহাসিক একটি নদী। এই নদীর নামেই নামকরণ হয়েছিলো জামালপুর জেলার জনপ্রিয় পত্রিকা সাপ্তাহিক ঝিনাই।
ঝিনাই নদীর উৎস শেরপুর জেলার পুরাতন ব্রহ্মপুত্র নদী থেকে। আর জামালপুর হয়ে টাঙ্গাইল জেলার বংশী নদীর মোহনায় মিলিত হয়েছে নদীটি। ১৩৩ কিলোমিটার দৈর্ঘের সর্পিলাকার প্রকৃতির ঝিনাই নদীর গড় প্রস্থ ৭৬ মিটার। এই নদীর পানি দিয়ে এক সময় চাষাবাদ হতো নদীর দু’পাড়ের বিস্তীর্ণ এলাকার জমি। যেই নদীর বুকে চলতো পাল তোলা নৌকা, জাহাজ। সেই নদীর বুকে এখন আবাদ হচ্ছে ধান, মরিচ, পাট, ভুট্টাসহ নানা ফসল। নদী দখল করে নির্মাণ করা হচ্ছে নানা স্থাপনাও। শুকনো মৌসুমে নদীটি মরা গাঙ্গে পরিনত হয় এক সময়ের খরস্রোতা ঝিনাই নদী।
জামালপুর পৌরসভার কম্পপুর এলাকার বাসিন্দা আনু হোসেন বলেন- ‘এই নদীতে খুব স্রোত ছিলো। কুমির ছিলো, নৌকা চলতো। আমরা ছোট বেলা দেখছি। এহন মরুভূমি হয়ে গেছেগা। নদীতে পানি নাই।’
নদীর তীরবর্তী হাটচন্দ্রা এলাকার বাসিন্দা শতবর্ষী ইদ্রিস আলী বলেন- ‘দশ পনেরো বছর ধরে এই নদীতে পানি নাই। এহন নদী শুকায় গেছে। এর আগে নদীটা খুব গভীর ছিলো। নৌকা চলছে। বড় বড় লঞ্চ চলছে। সব কিছুই চলছে এই দিক দিয়ে। এখনতো একেবারে তর হয়ে গেছে। এখন ফসলাদি কেউ কেউ করতাছে। এরকম পইরে আছে। কোথাও কোথাও পানি আছে।’
স্থানীয়দের দাবি, দখল-দূষণ ও পলি জমে নদীর উৎস মুখ ভরাট হয়ে যাওয়ায় অস্তিত্ব সঙ্কটে পড়েছে ঝিনাই।
নদীর তীরবর্তী কম্পপুর এলাকার বাসিন্দা মো. নুরুজ্জামান বলেন- ‘১০-১৫ বছর ধরে নদীটি ভরাট হয়ে গেছে। এই নদীর মুখটা বন্ধ হয়ে গেছে। যে জায়গা দিয়ে পানিটা অতিবাহিত হয়ে আসতো। ওই জায়গাটাই ভরাট হয়ে গেছে। এখন পানিটা আসে উল্টাভাবে। যমুনার পানিটা আসে। আগে আসতো ব্রহ্মপুত্র হয়ে। খুব স্রোত ছিলো একসময়। ভাঙনও ছিলো। এখন ভরাট হওয়ার পরে ভাঙনও নাই। নদীতে ওই রকম পানিও নাই। নদীই নাই।’
জামালপুর জেলা নদী রক্ষা কমিশনের সদস্য জাহাঙ্গীর সেলিম বলেন- ‘ভূমি দস্যু ও এক শ্রেণির লোভী মানুষের কারণে আজকে ঝিনাই নদী মৃত প্রায়। নদীর দুই পাড়ে দখল হয়ে গেছে। নদীর প্রবাহ বাধা গ্রস্থ করে বাধ দিয়ে এখানে ধান চাষ করা হচ্ছে। তারপরে জ¦ালা ফালানো হচ্ছে। এছাড়াও অনেক পলি জমে নদীটি ভরাট হয়ে গেছে।
নদীটি খনন করা হলে দৈনন্দিন কাজের পাশাপাশি কৃষি কাজ ও মৎস আহরন করেও উপকৃত হবেন বলে আশা করছেন নদী তীরবর্তী বাসিন্দারা।
নদীর তীরবর্তী রশিদপুর এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক বলেন- ‘নদী অনেক দিন ধইরে মরা। নদীটি খননের দরকার। নদীটা খনন হলে আঙ্গর এলাকাবাসী সবারই উপকারে আসবো। গোসল করতে পারবো, গরু-বাছুর ধোয়াতে পারবো। আবাদি ফসলের জন্যেও উপকারি হবো। আমরা সবাই মিলে মাছও পাবো।’
কম্পপুর এলাকার বাসিন্দা লেবু মিয়া বলেন- ‘নদীটা থাকলে আমাদের সুবিধা হতো। পচা-মল যা আছে, সব ভেসে যেতো। গরু-বাছুর সবাই সাতার কাটতো, গোসল করতো। মাছ মেরে খেতে পারতো। গরীব মানুষের এটাই সুবিধা। আমি চাই যে খনন করে নদীটা আগের মতো সচল হোক। আগে যেমন ছিলো তেমনই জারি হোক। সচল স্বাভাবিক হলে অনেক ভালো হবে।’
এ প্রসঙ্গে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন- ‘ঝিনাই নদী পুন:খননের জন্য এবং প্রবাহ সচল করার জন্য ইতোমধ্যে বিআইডব্লিউটিএ কর্তৃক আইডাব্লিউ দ্বারা একটি স্টাডি সম্পন্ন করেছে। তারা যদি এবিষয়ে কোনো প্রকল্প গ্রহণ না করে। তাহলে পরবর্তীতে ওখানে নতুন করে প্রকল্প গ্রহণ করবে পানি উন্নয়ন বোর্ড।’
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন

সেনা-বিজিপিসহ ৩৪ জনকে আজ ফেরত নেবে মিয়ানমার

কাশ্মীর-উত্তর ভারতে বিমানবন্দর বন্ধ, যুদ্ধ উত্তেজনায় ঘনিয়ে আসছে শঙ্কার মেঘ

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা, পাল্টা হামলার আশঙ্কায় কাশ্মীরে বন্ধ স্কুল-কলেজ

হামলার সময় বেশ কয়েকজন ভারতীয় সৈন্যকে আটক করছে পাকিস্তান

সালথায় যুবলীগ নেতার ভাইকে গ্রেপ্তার করায় বিএনপি নেতার ভাইকে হাতুড়িপেটা

দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের গুলিতে শৈলকুপার রণি নিহত

ফরিদপুর কোর্ট চত্বর থেকে ফরিদ খান অপহরণ, মুক্তিপণ দাবি ৩ লাখ টাকা

বেছে বেছে মসজিদকে টার্গেট করে হামলা ভারতের, ক্ষয়ক্ষতির যে তথ্য দিল পাকিস্তান

পাকিস্তানের পাল্টা হামলায় ৫ ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত, ব্রিগেড সদর দপ্তর ধ্বংস

পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা

রুদ্ধশ্বাস লড়াইয়ে বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান

ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে হামলার দাবি পাকিস্তানের

নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠক, কঠোর পাল্টা জবাবের হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর

ভারতের দুটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি পাকিস্তানের

পাকিস্তানের তিন শহরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৭

চাদরে মোড়ানো নিরাপত্তায় ফিরোজায় পৌঁছালেন খালেদা জিয়া

অভিন্ন নিয়োগ বিধিমালা চায় না কর্মচারী অ্যাসোসিয়েশন

নারায়ণগঞ্জে হকার হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

জামায়াত নেতা আজহারের আপিলের পরবর্তী শুনানি কাল

পুলিৎজার পুরস্কার পেল রয়টার্স, নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট