বজ্রপাতে ৩ জনের মৃত্যু
০৯ জুন ২০২৩, ০৭:৫৮ পিএম | আপডেট: ১০ জুন ২০২৩, ১২:০৩ এএম
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় দুই জন নিহত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মৃত জালু মিয়ার ছেলে কৃষক শাহজাহান মিয়া (৫০) ও জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের নাসির মিয়ার ছেলে হৃদয় মিয়া (২২)।
সদর উপজেলার মাছিহাতা ইউপি চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল জানান, সদর উপজেলার কাছাইট গ্রামে দুপুরের পর বৃষ্টি শুরু হলে কৃষক শাহজাহান মাঠে গরু আনার সময় বজ্রপাতে মারা যান।
একই সময়ে বজ্রপাতে খেওয়াই গ্রামে কৃষক মনা ভূঁইয়ার ৩টি গরু ও মোজালক মিয়ার ১টি গরু মারা গেছে। নিহতের পরিবারকে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা সহায়তা করা হয়েছে।
এদিকে আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহমেদ জানান, হৃদয় ও উজ্জল চর চারতলার জসীম উদ্দিনের মহিষ নিয়ে সার কারখানার আবাসিক কলোনীর পেছনের জমিতে ঘাস খাওয়াতে যান। বিকেলে বৃষ্টি শুরু হলে তারা দ্রুত একটি গাছের নিচে আশ্রয় নিতে গেলে বজ্রপাতে গুরুত্বর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন এবং উজ্জ্বলকে ভর্তি করে চিকিৎসা দেয়। এ ঘটনায় আশুগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত হৃদয়ের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা প্রদান করা হয়।
এ দিকে নোয়াখালী জেলা সংবাদদাতা জানান, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে নিহত হয়েছেন জান্নাত বেগম (৪৫) নামের এক নারী। এসময় তার ব্যবহৃত ছাতা পুড়ে ছাই হয়ে যায়।
গত বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে ইউনিয়নের ১নং ওয়ার্ড চর আমিনুল হক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাত বেগম ওই গ্রামের আবুল কালামের স্ত্রী। চার মেয়ে ও এক ছেলের জননী তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে বাড়ি থেকে ৪-৫টি গরু নিয়ে পাশের মাঠে ঘাস খাওয়ার জন্য রেখে আসেন জান্নাত বেগম। সকাল পৌনে ১০টার দিকে বৃষ্টি শুরু হয়, এর কিছুক্ষণ পর মাঠে থাকা গরু আনতে বাড়ি থেকে একটি ছাতা নিয়ে বের হয়ে মাঠে যান জান্নাত বেগম। মাঠ থেকে গরুগুলো নিয়ে বাড়িতে ফেরার পথে হঠাৎ করে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
চরজব্বার থানার এসআই শফিকুল ইসলাম রাজা বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে জান্নাত বেগমের মাথার ওপর থাকা ছাতাটির পুড়ে যায়। মাথাসহ উনার শরীরের উপরের অংশ পুড়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
এনামুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা নেই
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কাশিপুর কলেজের অধ্যক্ষসহ আ: লীগের ৩ নেতা গ্রেফতার
সুবিচার প্রতিষ্ঠায় অবিচল থাকবে বাংলাদেশ জামায়াতে ইসলামী: নায়েবে আমির
হাজীগঞ্জে কৃষক নিহতের জেরে অভিযুক্তদের বসতঘরে অগ্নিসংযোগ
শরীয়তপুরে শ্যালকের হাতে দুলাভাই খুন
এবার যুক্তরাষ্ট্রে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, বেঁচে নেই কেউ
কুষ্টিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের
খালেদা জিয়ার ৪ চিকিৎসক ঢাকায় ফিরেছেন
ভোলা পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন পানি সম্পদ সচিব
পারমাণবিক স্থাপনায় হামলা হলে সর্বাত্মক যুদ্ধ, হুঁশিয়ারি ইরানের
সিরাজগঞ্জে বাস চাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
২২ বছর পর বাবার দেখা পেলেন দুই মেয়ে
জুলাইয়ের চেতনায় নতুনরূপে এবারের বইমেলা: প্রধান উপদেষ্টা
মিরাজের ব্যাটে প্লে অফে খুলনা
আসছে ইব্রাহিম-খুশির 'নাদানিয়ান; সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া
আগে রাস্ট্র সংস্কার পরে নির্বাচন ক্ষমতায় গিয়ে সংস্কার জনগণ বিশ্বাস করে না -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম
আওয়ামী ফ্যাসিস্ট সরকার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করে দিয়েছে : আফরোজা খান রিতা
মুসলমানদের বিভিন্ন দলে ভাগ করার চক্রান্ত চলছে: ধর্ম উপদেষ্টা
লাইফ সাপোর্টে পথ শিশু রোমান পাশে নেই জন্মদাতা পিতা!
মতলবের মেঘনায় মরা মাছ ভেসে ওঠার ঘটনায় তদন্ত কমিটি গঠন। উচ্চ পর্যায়ের তদন্ত টিমের পরিদর্শন