স্বস্তির বৃষ্টিতে অস্বস্তি পানিবদ্ধতা
১০ জুন ২০২৩, ০৮:০৬ পিএম | আপডেট: ১১ জুন ২০২৩, ১২:০১ এএম
সামন্য বৃষ্টি হলেই পানিবদ্ধতায় অস্বস্তিতে পড়ে আনোয়ারা উপজেলার লক্ষাধিক মানুষ। চাতরী চৌমহনী-সিইউএফল-কর্ণফুলী ড্রাইডক সড়কের চাতরী চৌমহনী বাজারের মুখে এই পানিবদ্ধতার সৃষ্টির ফলে দুর্ভোগে পড়তে হয় লোকজনকে। ড্রেনের ওপর ভাসমান দোকান, টানেল সংযোগ সড়ক তৈরির কারণে নালা বন্ধ হয়ে পড়া ও ময়লা আবর্জনায় পানি চলাচলের ড্রেইনগুলো বন্ধ হয়ে পড়ায় বর্ষার শুরুতেই পানিবদ্ধতার শিকার হয়ে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ ও ব্যবসায়ীরা। জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ না করলে বর্ষার ভারী বর্ষণে এ এলাকার মানুষের ভোগান্তির সীমা ছাড়িয়ে যাবে।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, আনোয়ারার চৌমহনী-সিইউএফল সড়কটি ১৯৮৬ সাল থেকে রাষ্ট্রয়াত্ব প্রতিষ্ঠান চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিঃ (সিইউএফএল)র অধীনে ছিল। চলতি বছর এ সড়কটি চাতরী চৌমহনী-কর্ণফুলী ড্রাইডক স্পেশাল সড়ক নামে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)’র অধীনে আসে।
এ বিষয়ে সড়ক বিভাগ থেকে প্রজ্ঞাপনও জারি হয়। বর্তমানে ৯০ লাখ টাকা ব্যয়ে এ সড়কের সংস্কার কাজ চলছে। দীর্ঘদিন সংস্কার না হওয়া ও টানেল নির্মাণ কাজের ভারী যানবাহন চলাচলের কারণে এসড়কে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে পানিবদ্ধতার সৃষ্টি হয়।
উপজেলা প্রকৌশলীর অফিস সূত্রে জানা যায়, চাতরী চৌমুহনী বাজারের পানি নিষ্কাশন ও উন্নয়নের জন্য ২০১৮-২০১৯ অর্থবছরে উপজেলা প্রশাসন ৬০ লাখ টাকার উন্নয়ন কাজ করেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। এ প্রকল্পের অধীনে বাজারের পানি নিষ্কাশনে ড্রেন তৈরি কাজে ২০ লাখ এবং ফুটপাত ও গোল চত্বর তৈরিতে ব্যয় হয় ৪০ লাখ টাকা। কিন্তু টানেল নির্মাণ কাজের ভারী যানবাহন চলাচলের কারনে এসব ড্রেন ভেঙে যায়। ফলে পানিবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
বাজারের ব্যবসায়ী নাছির উদ্দিন বলেন, বর্ষার শুরুতে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ভারী বর্ষায় এখানে চলাচলে সমস্যায় পড়তে হবে।
চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল বলেন, বাজারের ড্রেনগুলো কয়েকবার পরিস্কার করা হলেও ব্যবসায়ীরা ড্রেনে আবর্জনা ফেলার কারণেই এই পানিবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ বলেন, চৌমহনী-কর্ণফুলী ড্রাইডক স্পেশাল সড়ক সংস্কারে ৯০ লাখ টাকার কাজ চলছে। এই সংস্কার প্রকল্পে সড়কের চৌমহনী বাজার এলাকার পানি নিস্কাশনের ড্রেন নির্মাণ বা সংস্কারের জন্য আপাদত কোন বরাদ্ধ নেই। তবে মানুষের কষ্ট লাগবে বিষয়টি গুরুত্ব দিয়ে নতুন বরাদ্ধের চেষ্টা করব।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
আলাভেসকে হারিয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান কমালো বার্সা
সউদী যুবরাজের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট জোলানির সাক্ষাৎ
ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করেছেন আরব মন্ত্রীরা
নববর্ষের ছুটিতে নিজ শহরে বীরোচিত অভ্যর্থনা ডিপসিকের প্রতিষ্ঠাতাকে
ট্রাম্পের নির্দেশে আইএসের বিরুদ্ধে সোমালিয়ায় বিমান হামলা শীর্ষ পরিকল্পনাকারী নিহত
সংঘাত নিরসন আলোচনা শুরুর প্রস্তুতি নিশ্চিত করেছেন জেলেনস্কি
সরে গেলো নৌকা
জানুয়ারিতে টার্কস্ট্রিম দিয়ে ইউরোপে রাশিয়ার গ্যাস রফতানি রেকর্ড উচ্চতায়
ভারতের ৭৮ বিলিয়ন ডলার বাড়লো প্রতিরক্ষা বাজেট
ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের দ্বী-বার্ষিক সম্মেলনে রেজাউল করিম
স্বামীর টাকা তাকে না বলে স্ত্রীর বাবা-মাকে দিয়ে দেওয়া প্রসঙ্গে।
মির্জাপুরে মাটিখেকোদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা উপজেলা প্রশাসনের
বান্দরবানের লামায় ৭ শ্রমিককে অপহরণের অভিযোগ
মির্জাপুরে মাটিখেকোদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা উপজেলা প্রশাসনের
নবাব সলিমুল্লাহ্'র ১১০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
৩৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে আফ্রিদিকে মনে করালেন অভিষেক
ভারত সীমান্তের সেই বেড়িবাঁধ পরিদর্শনে যাবেন জামায়াত আমির
তৌহিদের সারা শরীরে নির্যাতনের চিহ্ন
গণতন্ত্রের আপসহীন সংগ্রামী বেগম খালেদা জিয়া
পাঠ্যপুস্তক ইতিহাস-সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের অনুগামী হতে হবে