শেখ রাসেল ইকোপার্কে অবশেষে চালু হচ্ছে ক্যাবলকার
১১ জুন ২০২৩, ০৮:১৭ পিএম | আপডেট: ১২ জুন ২০২৩, ১২:০১ এএম

রাঙ্গুনিয়ায় শেখ রাসেল এভিয়ারী ইকোপার্কে প্রায় তিন বছর বন্ধ থাকার পর ক্যাবলকার (রোপওয়ে) এবারে কুরবানি ঈদে চালু করা হবে। ক্যাবলকারের পাশাপাশি পার্কে বিভিন্নস্থানে পর্যটকদের দেখার মতো স্থানও রয়েছে।
জানা যায়, ক্যাবলকার যান্ত্রিক সমস্যার কারণে বছরের পর বছর বন্ধ ছিল। ফলে সরকার লাখ লাখ টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত ছিল। এ বছরের চলতি জুনের মধ্যে চালু হবে বলে জানা গেছে। সম্প্রতি ভারত থেকে ক্যাবলকার ইঞ্জিনিয়ার এনে মেরামতের কাজ চলছে। জুনের শেষ দিকে ক্যাবলকার চালু করা হবে বলে জানা যায়। ক্যাবলকার না থাকায় পার্কে পর্যটক ও বিনোদন প্রেমিদের আসা শূণ্যের কোঠায়। এ অবস্থায় পার্কের প্রধান আকর্ষণ ক্যাবলকার চালু না হওয়ার কারণে গত দুই ঈদে একদম পর্যটকরা আসেননি। পর্যটকরা ক্যাবলকার ছাড়াও পার্কের নয়াঅভিরাম নানা ধরণের আকর্ষনীয় স্থান উপভোগ করতে পারবেন। রাজধানী থেকে আসা অপু চৌধুরী রুপা বলেন, ক্যাবলকার চড়ে প্রকৃতি উপভোগ করার জন্য এসেছিলাম তা না পেয়ে চলে যেতে হচ্ছে। তবে পার্কে দেখার মতো অনেক কিছু আছে। বিশেষ করে নানা রখম পাখি তার মধ্যে ময়ুরগুলি দেখতে আমার ভাল লেগেছে। পুরো পার্ক দৃষ্টিনন্দন। ক্যাবলকার চালু হলে আবার আসব। পার্কে দায়িত্বরত কর্মকর্তা হাসিব জানান, আমিতো ওপরের কর্মকর্তাদের অনুমতি ছাড়া কিছু বলার ক্ষমতা নেই। অনুরোধে তিনি বলেন, বর্তমান পার্কটির ১২০০ মিটারের (রোপওয়ে ক্যাবলকার) ইভেন্টটি বন্ধ রয়েছে গত ২৬ মাস ধরে। গত ২০০০ সাল থেকে ক্যাবলকার বন্ধ রয়েছে। এটি সংস্কারের জন্য ৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। ক্যাবলকার চালু করার জন্য ভারত থেকে ক্যাবলকার ইঞ্জিনিয়ার এনে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে। পর্যটকরা ক্যাবলকার আরো আধুনিকভাবে উপভোগ করতে পারবে। সংস্কার কাজ প্রায় শেষের দিকে। আশা করা হচ্ছে জুনের ভেতরে ক্যাবলকার চালু করা হবে। তিনি দৈনিক ইনকিলাবের এ প্রতিনিধিকে আরো বলেন, পার্কে চিন্ড্রেন কর্ণার নির্মাণ, ওয়াচিং টাওয়ার স্থাপন, বার্ড গ্যালারি স্থাপন, সীমানা দেওয়াল নির্মাণসহ অন্যান্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শেখ রাসেল এভিয়ারী পার্ককে আকর্ষণীয় বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হচ্ছে। চলতি মাসের শেষের দিকে সবুজ পাহাড় কৃত্রিম হৃদের উপর দিয়ে আরো এক কিলোমিটার এলাকা জুড়ে ক্যাবল কার যোগ করা হবে। প্রকল্প এলাকায় সিমানা এলাকা নির্মাণসহ নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এছাড়াও পার্কের বিভিন্ন স্পটে সুবিশাল খাঁচায় বিভিন্ন প্রজাতির পাখি, প্রবেশ দ্বারে কৃত্রিম লেকে হাঁস নানা জাতে জলচর পাখি ও পানকৌড়র চঞ্চলতা, লেকের মাঝখানে দ্বীপের সাথে সংযোগ সেতুতে যোগাযোগ ব্যবস্থাসহ নানা আকর্ষণীয় ইনভেন্টের কারণে প্রকৃত সৌন্দর্য পিপাসু মানুষের বিনোদনের জন্য শেখ রাসেল এভিয়ারি পার্ক ইতোমধ্যে অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। এখানে ভ্রমণপ্রেমিদের জন্য বৃক্ষাচ্ছাদিত সবুজ বাগান আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে। এ ছাড়া পার্কের চারপাশে সারি সারি পাহাড় পর্বতে ঘেরা। এসব স্থানে প্রবেশ করলে যেন হারিয়ে যেতে ইচ্ছা হয়।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা, পাল্টা হামলার আশঙ্কায় কাশ্মীরে বন্ধ স্কুল-কলেজ

হামলার সময় বেশ কয়েকজন ভারতীয় সৈন্যকে আটক করছে পাকিস্তান

সালথায় যুবলীগ নেতার ভাইকে গ্রেপ্তার করায় বিএনপি নেতার ভাইকে হাতুড়িপেটা

দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের গুলিতে শৈলকুপার রণি নিহত

ফরিদপুর কোর্ট চত্বর থেকে ফরিদ খান অপহরণ, মুক্তিপণ দাবি ৩ লাখ টাকা

বেছে বেছে মসজিদকে টার্গেট করে হামলা ভারতের, ক্ষয়ক্ষতির যে তথ্য দিল পাকিস্তান

পাকিস্তানের পাল্টা হামলায় ৫ ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত, ব্রিগেড সদর দপ্তর ধ্বংস

পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা

রুদ্ধশ্বাস লড়াইয়ে বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান

ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে হামলার দাবি পাকিস্তানের

নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠক, কঠোর পাল্টা জবাবের হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর

ভারতের দুটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি পাকিস্তানের

পাকিস্তানের তিন শহরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৭

চাদরে মোড়ানো নিরাপত্তায় ফিরোজায় পৌঁছালেন খালেদা জিয়া

অভিন্ন নিয়োগ বিধিমালা চায় না কর্মচারী অ্যাসোসিয়েশন

নারায়ণগঞ্জে হকার হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

জামায়াত নেতা আজহারের আপিলের পরবর্তী শুনানি কাল

পুলিৎজার পুরস্কার পেল রয়টার্স, নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট

ডিবির হারুনের ঘনিষ্ঠ জাহাঙ্গীর ও রাজশাহীর দুই সাবেক চেয়ারম্যানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

বেগম খালেদা জিয়া সুস্থ অবস্থায় দেশে ফেরায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায়