ফরিদপুরের কুমার নদের কচুরিপানা অপসারণে জেলা প্রশাসক নদীতে
১৯ জুন ২০২৩, ০৯:১৫ পিএম | আপডেট: ২০ জুন ২০২৩, ১২:০১ এএম
ফরিদপুরের কুমার নদের কচুরিপানা মুক্ত করতে জেলা প্রশাসক ও জেলা পরিষদ চেয়ারম্যান দুই জনই নামছেন নদে। দীর্ঘ ৩৪ বছর পর ফরিদপুরের নদ দখল দূষণের হাত থেকে বাঁচাতে গত শনিবার জেলা প্রশাসকের নেতৃত্বে শুরু হলো কুমার নদকে বাঁচানোর উদ্যোগ। আনুষ্ঠানিকভাবে কুমার নদের কচুরিপানা অপসারণ শুরু হওয়ায় নদপাড়ের মানুষ প্রচ- খুশি। শহরের উত্তরে খন্দকার লজ এলাকা থেকে শুরু করে দক্ষিণে চরকমলাপুর মাদরাসা পর্যন্ত শহরের প্রাণকেন্দ্র সংলগ্ন ১০টি জায়গায় এ কাযক্রম শুরু হয়।
গত শনিবার শহরের বিসর্জন ঘাট এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, পুলিশ সুপার মো. শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াছিন কবীর, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সরকারি রাজেন্দ্র কলেজ এর অধ্যক্ষ অসীম কুমার সাহা প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ফরিদপুর শহরকে নান্দনিক সাজে সজ্জিত করার লক্ষ্যে কুমার নদ পরিষ্কার-পরিচ্ছন্ন করা অপরিহার্য হয়ে পড়েছিল। কুমার নদের কচুরিপানা অপসারণ করে মৎস্যচাষসহ নান্দনিক সাজে সজ্জিত করা হবে।
ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ফরিদপুর পৌরসভার কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ, বি এন সি সি, রোভার স্কাউট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এনজিও ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনগণ এ কচুরিপানা অপসারণ কাজে অংশ নিয়েছেন।
এদিকে এ আয়োজনে উৎসাহ দেওয়ার জন্য শহরের বড় বিসর্জন ঘাট সংলগ্ন মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিভিন্ন সংগঠনের শিল্পীরা। অন্যান্য জায়গায় সাউন্ড সিস্টেমে গান বাজানো হয়। প্রত্যেকটি পয়েন্টে কচুরিপানা অপসারণের কাজে নিয়োজিত ব্যক্তিদের দুপুরের খাবার হিসেবে খিচুড়ি ও ডিমের ব্যবস্থা করা হয়েছে।
এ কাজে অংশ নেওয়া স্বেচ্ছাসেবক ও বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাক্তিবর্গের মধ্যে হলুদ রঙের টি শার্ট বিতরণ করা হয়। টি শার্টের মাঝামাঝি কচুরি পানার ছবি, ছবির উপরে ‘কুমার নদ রক্ষায় এগিয়ে আসুন’ নিচে আয়োজনে জেলা প্রশাসন ফরিদপুর’ এবং সহযোগিতায় ফরিদপুর পৌরসভাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নাম লেখা ছিল।
এ উদ্ধার অভিযানে কোনো রকম দুর্ঘটনা এড়াতে দমকল বাহিনীর একটি উদ্ধার অভিযান দল প্রস্তুত রাখা হয়েছে।
জেলা প্রশাসন থেকে বিলি করা ‘কুমার নদ রক্ষায় এগিয়ে আসুন’ শিরোনামে প্রকাশিত ওই প্রচারপত্রে দেখা গেছে, ১০ টি এলাকায় কচুরিপানা অপসারণে কথা বলা হয়েছে সেগুলো হলো-খোকন সাহেবের বাড়ি থেকে খন্দকার লজ-আলিমুজ্জামান ব্রিজ, জোনাকী হোটেল, শরীয়তউল্লাহ বাজার, বেইলি ব্রিজ, লঞ্চঘাট ডাবল ব্রিজ, মোজাহার উদ্দিনের বাড়ি, ইদ্রিস সাহেবের বাড়ি, সেলিম চেয়ারম্যানের বাড়ি হয়ে চরকমলাপুর ব্রিজ ও মাদ্রাসা এলাকায়।
খন্দকার লজে এ কাজে অংশ নেওয়া ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নিয়াজুল ইসলাম বলেন, আমরা একটা মহতী কাজে অংশ নিতে পেরেছি এতেই আমাদের ভালো লাগা কাজ করছে। আমরা ভালো কাজের সঙ্গী হতে পেরে গর্বিত।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
ধামরাই পৌরসভার সাবেক মেয়র গোলাম কবিরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
ঢাকা মহানগর মিশুক চালক ও শ্রমিক ইউনিয়নের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত
কুমিল্লা জজকোর্টের ৩ পিপি-এপিপিকে সংবর্ধনা
চুয়াডাঙ্গার রেলস্টেশন এলাকা থেকে ১৪টি অবৈধ স্বর্ণেরবার উদ্ধার, আটক ৩
জাহাজে ৭ খুনের ঘটনার দ্রুত সুরাহা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
‘ছাত্র-জনতা সংস্কারের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠায় জীবন দিয়েছে’
পঞ্চগড়ে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা অনুষ্ঠিত
সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে মজবুত করতে হবে: পীর সাহেব চরমোনাই
‘ট্রানজিটের নামে দিল্লিকে দেয়া করিডর জনগণ মেনে নেয়নি’
বদলির ৩ মাস পরই পূর্বের কর্মস্থলে ফিরলেন শরীয়তপুরে সদর হাসপাতালের ক্যাশিয়ার বজলুর রশিদ
বগুড়ায় যথাযথ মর্যাদায় বড়দিন পালন
শ্রীপুরে ভুয়া মেজর আটক
সাবেক দুদক কমিশনার জহরুল হকের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা
জুলাই গণঅভ্যুত্থানের প্রশংসা করলেন রাহাত, জানালেন নিজ অনুভূতি
রাতের আধারে অসহায় ব্যাক্তিদের বাড়ির দরজায় গিয়ে কম্বল দিলেন ইউএনও
আমাদের সংস্কৃতির অংশ হলো সব ধর্মের মাঝে সম্প্রীতি ও সহাবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা
ভাঙ্গায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত- ১০
কবি জসীমউদ্দিনের মেজ ছেলে ড. জামাল আনোয়ার আর নেই
নির্বাচনের তারিখ নিয়ে যা জানালেন প্রধান নির্বাচন কমিশনার