নৌকার মাঝি ফাহমী গোলন্দাজ বাবেল ধানের শীষ পেতে নবীন-প্রবীণের লড়াই
১৯ জুন ২০২৩, ০৯:১৬ পিএম | আপডেট: ২০ জুন ২০২৩, ১০:৪৭ এএম
দেশের আলোচিত নির্বাচনী আসন ময়মনসিংহ-১০ (গফরগাঁও)। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বইছে নির্বাচনী হাওয়া। আসনটি দীর্ঘদিন ধরেই ‘নৌকা’র দূর্গ হিসেবে পরিচিত। ১৯৯১ সাল থেকে এই আসনে ‘নৌকা’ অপরাজিত। এবারও বর্তমান সংসদ সদস্য নৌকার মাঝি হওয়ার দৌড়ে এগিয়ে। অন্যদিকে ধানের শীষ পেতে এবারও হবে নবীন-প্রবীণের লড়াই।
৯১-এর নির্বাচনে এই আসনে নৌকার জয়ের সূচনা হয়েছিল মরহুম আলহাজ আলতাফ হোসেন গোলন্দাজের হাত ধরে, যিনি টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতায় গফরগাঁও আ.লীগের শক্ত দূর্গ হয়ে ওঠার পাশাপাশি এলাকার মানুষের মধ্যে বিপুল জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ২০০৭ সালে তাঁর মৃত্যুর পর উত্তরাধিকার হিসেবে রাজনীতিতে আসেন ছেলে ফাহমী গোলন্দাজ বাবেল; যিনি বর্তমানে এই আসনের নির্বাচিত এমপি।
আলতাফ গোলন্দাজের মৃত্যুর পর ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগের মনোনয়নে ক্যাপ্টেন (অব.) গিয়াস উদ্দিন আহমেদ সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু বিজয়ী হয়েই এলাকায় নানা অপকর্ম করে বিতর্কিত হওয়ায় নির্বাচনী রাজনীতির ট্র্যাক থেকে ছিটকে পড়েন তিনি। তাই দশম জাতীয় সংসদ নির্বাচনে তরুণ নেতৃত্ব ফাহমী গোলন্দাজ বাবেলের হাতে চলে আসে আ.লীগের মনোনয়ন তথা ‘নৌকা’র হাল; সেই নির্বাচনে তিনি লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হন। এরপর একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিপুল ভোটে বিজয়ী হন ফাহমী গোলন্দাজ বাবেল। প্রসঙ্গত, ২০২২ সালের সেপ্টেম্বরে ক্যাপ্টেন (অব.) গিয়াস উদ্দিন আহমেদ ইন্তেকাল করেন।
সংসদ সদস্য হওয়ার আগে বাবার মতো বাবেলও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এলাকায় জনশ্রুতি রয়েছে, বাবার আসনে বাবেল গোলন্দাজ শুধু সুযোগ্য উত্তরসূরি হিসেবেই অবতীর্ণ হননি, বলিষ্ঠ নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতায় তিনিও গফরগাঁও আ.লীগকে সুসংহত ও গতিশীল করে চলেছেন। স্থানীয় নির্বাচনগুলোতে দলের প্রার্থীদের জয়ের মধ্য দিয়েই এর প্রমাণ মিলেছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বাবেল গোলন্দাজই নৌকার মনোনয়ন পেতে যাচ্ছেন বলে দলীয় নেতাকর্মীসহ এলাকার জনগণ মনে করছে। কেননা, দুই দফা এমপি হয়ে তিনি এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকা- করেছেন। গফরগাঁও পৌরসভাসহ উপজেলার ১৫টি ইউনিয়নের প্রতিটি গ্রামে গ্রামে নেতাকর্মীদের নিয়ে তিনি প্রতিনিয়ত নৌকার সমর্থনে জনসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করছেন। ফলে ভোটের রাজনীতিতে তিনি বেশি আলোচিত ও সুবিধাজনক অবস্থায় রয়েছেন।
বাবেল গোলন্দাজ ছাড়াও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কয়েকজনের নাম আলোচনায় আসছে। তাঁদের মধ্যে রয়েছেন উপজেলা আ.লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আলাল আহমেদ, মেজর (অব.) রেজাউল করিম রেজা প্রমুখ।
অন্যদিকে জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে বিএনপির নেতাকর্মীরাও মরিয়া হয়ে চেষ্টা করবেন বলে ধারণা করা হচ্ছে। অবশ্য ‘নৌকা’র দূর্গে ‘ধানের শীষ’ নির্বাচনকে কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে পারবে, তা নির্ভর করছে প্রার্থী বাছাইয়ের ওপর। দলের প্রবীণ নেতৃত্বের সঙ্গে তারুণ্যের ক্রেজও মনোনয়ন লড়াইয়ে আসতে পারে। ভেতর ভেতর নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে দলটির নেতাকর্মীরা।
এ ছাড়াও বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে, তাঁরা হলেনÑ জেলা বিএনপি’র (দ.) যুগ্ম আহবায়ক ও গফরগাঁও উপজেলা বিএনপির আহবায়ক এবি সিদ্দিকুর রহমান, ময়মনসিংহ জেলা (দ.) বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পাগলা থানা বিএনপির আহ্বায়ক ডা. মোফাখখারুল ইসলাম (ডা. রানা), কেন্দ্রীয় আইনজীবী সমিতির নেতা অ্যাড. আল-ফাতাহ খাঁন ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ।
এছাড়া জাতীয় ওলামা পার্টির সভাপতি ও বাংলাদেশ রেডিও টেলিভিশন ভাষ্যকার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী মাওলানা হাবিবুল্লাহ বেলালীর নামও নির্বাচনী মাঠে শোনা যাচ্ছে।
গফরগাঁও উপজেলার ১৫ ইউনিয়নের মধ্যে দক্ষিণাঞ্চলের ৮ ইউনিয়ন নিয়ে পাগলা নামে একটি থানা হয়েছে। দুই থানা ও এক পৌরসভা নিয়ে এই নির্বাচনী এলাকা। উপজেলা নির্বাচন অফিসার মো. রফিকুল ইসলাম জানান, এখানে মোট ভোটার ৩ লাখ ৮১ হাজার ১৫ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৩ হাজার ১শ’ ৬ জন এবং নারী ১ লাখ ৮৭ হাজার ৯শ’ ০৬ জন।
দলের মনোনয়ন পাওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী গফরগাঁও উপজেলা শাখা আ.লীগের সভাপতি ফাহমী গোলন্দাজ বাবেল এমপি। তিনি ইনকিলাবকে বলেন, ‘আওয়ামী লীগের দূর্গ গফরগাঁও। আর এই দূর্গ গড়ার পেছনে আমার বাবা মরহুম আলতাফ হোসেন গোলন্দাজের অনন্য ভূমিকা রয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে বাবার মতো আমিও দলের জন্য জীবন উৎসর্গ করে যাচ্ছি। গত প্রায় ১০ বছরে এলাকায় বিপুল উন্নয়নকাজ করেছি, দিনরাত মানুষের সেবা করেছি। আমি শতভাগ আশাবাদী, এবারও দলের মনোনয়ন পাব এবং দলের সব নেতাকর্মী তথা গফরগাঁওয়ের জনগণ ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় ধরে রাখবে।’
গফরগাঁও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও বারবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম ইনকিলাবকে বলেন, ‘আমরা আ.লীগের নেতাকর্মীরা ১৫ ইউনিয়নেই গণসংযোগ চালিয়ে যাচ্ছি। এবারও ফাহমী গোলন্দাজ বাবেল এমপিই নৌকার মনোনয়ন পাবেন এবং বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আমরা বিশ্বাস করি।’
উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন বাদল ইনকিলাবকে বলেন, ‘ফাহমী গোলন্দাজ বাবেল এমপির নেতৃত্বে উপজেলা আ.লীগ ঐক্যবদ্ধ রয়েছে। এই আসনে আবারও নৌকার বিজয় হবে ইনশাল্লাহ।’
অন্যদিকে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও পাগলা থানা বিএনপির আহবায়ক ডাঃ মোফাখখারুল ইসলাম (রানা) ইনকিলাবকে বলেন, ‘তৃণমূলে আমাদের সাংগঠনিক অবস্থা খুবই শক্তিশালী। এবার যোগ্যপ্রার্থীকে দল মনোনয়ন দিলে অবশ্যই ধানের শীষ বিজয়ী হবে। একজন যোগ্যপ্রার্থী হিসেবে আমি দলের মনোনয়ন পাব বলে আশা করি। দীর্ঘদিন ধরে উপজেলার প্রতিটি ইউনিয়নে আমাদের নেতাকর্মীরা নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন।’
জানতে চাইলে বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. মুশফিকুর রহমান ইনকিলাবকে বলেন, ‘আমার বাবা সাবেক এমপি মরহুম ফজলুর রহমান সুলতানের হাতে গড়া গফরগাঁও উপজেলা বিএনপি তৃণমূল পর্যায়ে খুবই শক্তিশালী অবস্থায় রয়েছে। জিয়াউর রহমানের আর্দশ ও পিতার আদর্শ বুকে ধারণ করে আমি রাজনীতি করি। দল আমাকে মনোনয়ন দিলে ইনশাল্লাহ বিজয়ী হব।’
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
ধামরাই পৌরসভার সাবেক মেয়র গোলাম কবিরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
ঢাকা মহানগর মিশুক চালক ও শ্রমিক ইউনিয়নের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত
কুমিল্লা জজকোর্টের ৩ পিপি-এপিপিকে সংবর্ধনা
চুয়াডাঙ্গার রেলস্টেশন এলাকা থেকে ১৪টি অবৈধ স্বর্ণেরবার উদ্ধার, আটক ৩
জাহাজে ৭ খুনের ঘটনার দ্রুত সুরাহা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
‘ছাত্র-জনতা সংস্কারের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠায় জীবন দিয়েছে’
পঞ্চগড়ে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা অনুষ্ঠিত
সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে মজবুত করতে হবে: পীর সাহেব চরমোনাই
‘ট্রানজিটের নামে দিল্লিকে দেয়া করিডর জনগণ মেনে নেয়নি’
বদলির ৩ মাস পরই পূর্বের কর্মস্থলে ফিরলেন শরীয়তপুরে সদর হাসপাতালের ক্যাশিয়ার বজলুর রশিদ
বগুড়ায় যথাযথ মর্যাদায় বড়দিন পালন
শ্রীপুরে ভুয়া মেজর আটক
সাবেক দুদক কমিশনার জহরুল হকের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা
জুলাই গণঅভ্যুত্থানের প্রশংসা করলেন রাহাত, জানালেন নিজ অনুভূতি
রাতের আধারে অসহায় ব্যাক্তিদের বাড়ির দরজায় গিয়ে কম্বল দিলেন ইউএনও
আমাদের সংস্কৃতির অংশ হলো সব ধর্মের মাঝে সম্প্রীতি ও সহাবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা
ভাঙ্গায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত- ১০
কবি জসীমউদ্দিনের মেজ ছেলে ড. জামাল আনোয়ার আর নেই
নির্বাচনের তারিখ নিয়ে যা জানালেন প্রধান নির্বাচন কমিশনার