মির্জাপুরে ঝিনাই নদীতে ভাঙন
২২ জুলাই ২০২৩, ০৮:১৮ পিএম | আপডেট: ২৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম
টাঙ্গাইলের মির্জাপুরে ঝিনাই নদীর ভাঙনে ফতেপুর ইউনিয়নের ফতেপুর বাজারের এক তৃতীয়াংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া বাজার সংলগ্ন এলাকার পালপাড়ায় কমপক্ষে ১৫টি বাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে।
গৃহহারা পরিবারগুলো বর্তমানে মানবেতর জীবন যাপন করছে। তবে স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, গত ২০ জুন ওই এলাকায় ঝিনাই নদীর ভাঙন শুরু হয়। এই ভাঙনে ফতেপুর বাজার সংলগ্ন পালপাড়ার ১৫টি বাড়ি ঝিনাই নদীর গর্ভে বিলীন হয়ে যায়। এর তিনদিন পর বাজরের পূর্ব অংশে ব্যাপক ভাঙন শুরু হয়। এই ভাঙনে বাজারের অন্তত ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান নদী গর্ভে চলে যায়। ঝিনাই নদীর এই ভাঙনে কুর্নি-ফতেপুর পাকা সড়কটির এক টাকার বাজার নামক স্থানে বেশ কিছু অংশ ভেঙে যায়। ফলে উপজেলা সদরের সাথে ভাঙন কবলিত এলাকার উত্তরাংশের সাথে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ওই অংশের লোকজন বিকল্প হিলড়া-আদাবড়ি সড়ক দিয়ে চলাচল করছেন বলে জানা গেছে। এই সর্বস্ব হারানো লোকজন এখন পর্যন্ত সরকারি কোন আর্থিক সহায়তা পাননি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং পরিবারগুলো এখন মানবেতর জীপন যাপন করছে। ফতেপুর বাজারের মিষ্টির দোকানদার গোবিন্দ চন্দ্র পাল বলেন, এই সর্বনাশা ভাঙনে মাত্র ৫ মিনিটের মধ্যে তার দোকান ও বাড়ি দুটোই নদী গর্ভে চলে গেছে। একদিকে দোকান ভাঙন আরেকদিকে বাড়ি, কোনটিরই শেষ রক্ষা করতে পারনি। পালপাড়া সংলগ্ন সৌদি প্রবাসী শফিকুল ইসলাম বলেন, তার সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে বাড়িটি নির্মাণ করেন। মুহূর্তের মধ্যে ঝিনাই নদীতে চলে গেল। নদী ভাঙনে গৃহহারা পালপাড়ার জিতেন পাল বলেন, তার ছোট একটি ছাপড়া ছাড়া বাড়ির পুরো অংশই ঝিনাই নদীতে চলে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের একাধিক কর্মকর্তা ওই ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে আসেন। তারা বাজারের পূর্ব পাশের ৫০ মিটার এলাকায় ভাঙন রোধে জিওব্যাগ ফেলার ব্যবস্থা করেছেন। জিওব্যাগ ফেলা কার্যক্রম শুরু হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সিরাজুল ইসলাম ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে পুরো ভাঙন এলাকায় জিওব্যাগ ব্যবস্থা করেছেন। জিওব্যাগ ফেলা কার্যক্রম চলছে। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সিরাজুল ইসলাম ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে পুরো ভাঙন এলাকায় জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন বলেন, ফতেপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির নির্দেশ দেয়া হয়েছে। তালিকা পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় সংসদ সদস্য সদস্য খান আহমেদ শুভ ফতেপুরের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি ভাঙনের ফলে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও ভাঙন প্রতিরোধে দ্রত ব্যবস্থা নেয়া হবে বলে এলাকাবাসীকে আশ্বস্ত করেন।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
মৌলভীবাজারে সীমান্তে বিএসএফের গুলিতে শ্রমিকের মৃত্যু, জিরো লাইন থেকে লাশ উদ্ধার
মাদারীপুরে ভুয়া সমন্বয়কদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা
সেনবাগে ট্রাক্টর চাপায় ১ শিশু মৃত্যু : আহত ১
আ.লীগের নিবন্ধন বাতিলসহ ৩ দফা দাবিতে ৭ দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের
ঢাকা ফাইট নাইট ৪.০-এ জয়ী মোহাম্মদ ‘রয়্যাল বেঙ্গল’ ফাহাদ
শহীদ আবু সাঈদকে কটূক্তি, ক্ষমা চাইলেন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী ভূঁইয়া
মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন
টাঙ্গাইলে কাকুয়ায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত গরীব অসহায়দের শীতবস্ত্র বিতরণ
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন
রাজশাহীর আদালতে আ:লীগের সাবেক এমপি আসাদের রিমান্ড মঞ্জুর
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জবর দখল করে ছাদ ঢালাই
লাকসামে সরকারি খাল পাড়ের মাটি বিক্রি হচ্ছে ইটভাটায়
কালিহাতীতে মারামারির সন্ধিগ্ধ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড দলে নেই স্টোকস, ফিরলেন রুট
ঝিকরগাছায় মৃত্যুর ঝুঁকি নিয়ে চলছে ব্যবসা প্রতিষ্ঠান
কেবল সেবন নয় মাদক ব্যবসায়ও জড়িত তারকারা, ডিসেম্বরের পরে দেখে নেবে কে?
গাবতলীতে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাবেক এমপি লালু
যমুনার ভাঙনের মুখে আলোকদিয়াবাসীর বসতবাড়ি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
নোবিপ্রবির সঙ্গে নেদারল্যান্ডের ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর
৯ দফা দাবীতে নওগাঁয় পুলিশ সুপারের কার্যালরে সামনে শিক্ষার্থীদের অবস্থান